নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংরেজ ক্রিকেট ক্লাব

নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া অবকাঠামোয় পরিচালিত ক্রিকেটে আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেট ক্লাবগুলোর অন্যতম। সীমিত ওভারের খেলায় দলটি নর্দান্টস স্টিলব্যাকস নামে পরিচিত। ১৮৮১ সালে গঠিত ‘নর্দাম্পটনশায়ার রেজিম্যান্টস’ কর্তৃক এ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে নিগৃহীত সৈনিকদের স্মরণে এ নামের উৎপত্তি ঘটেছে।[]

নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নামনর্দান্টস স্টিলব্যাকস
কর্মীবৃন্দ
অধিনায়কঅ্যাডাম রসিংটন
জোশ কব (টি২০)
কোচডেভিড রিপলি
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৭৮
স্বাগতিক মাঠকাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, নর্দাম্পটন
ধারণক্ষমতা৬,৫০০[]
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকহ্যাম্পশায়ার
১৯০৫ সালে
সাউদাম্পটন
টুয়েন্টি২০ কাপ জয়
এফপি ট্রফি/ন্যাটওয়েস্ট ট্রফি জয়
বিএন্ডএইচ কাপ জয়
দাপ্তরিক ওয়েবসাইটnorthantscricket.com

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

১৮৭৮ সালে প্রতিষ্ঠিত নর্দাম্পটনশায়ার (নর্দান্টস) শুরুতে মাইনর কাউন্টির মর্যাদাপ্রাপ্ত হয়। ১৮৯০-এর দশকের শুরুতে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপে একচ্ছত্র প্রভাববিস্তার করতে থাকে। ১৯০৫ সালে ক্লাবটি কাউন্টি চ্যাম্পিয়নশীপে যোগদান করে। এরপর, প্রথম-শ্রেণীর ক্রিকেটের পাবার পর থেকে ইংল্যান্ডের প্রত্যেক শীর্ষস্তরের ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে থাকে।[]

নর্দাম্পটনের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের অধিকাংশ খেলাগুলো আয়োজন করে থাকে। তবে, কেটারিং, উইলিংবোরাপিটারবোরায়ও খেলা আয়োজন করা হতো। কাউন্টির বাইরে লাটন, ট্রিংমিল্টন কেইন্সে একদিনের খেলা আয়োজন করে।

২০১৮ মৌসুমে নর্দাম্পটনশায়ার কাউন্টি চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় বিভাগে খেলে। এছাড়াও, উত্তরাঞ্চলভিত্তিক রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপভাইটালিটি টি২০ ব্লাস্টে অংশ নেয়।

সম্মাননা

সম্পাদনা

প্রথম একাদশ সম্মাননা

সম্পাদনা
রানার্স আপ (৪) - ১৯১২, ১৯৫৭, ১৯৬৫, ১৯৭৬
দ্বিতীয় বিভাগ
বিজয়ী (১) - ২০০০
রানার্স আপ (২) - ২০০৩, ২০১৩
বিজয়ী (২) - ২০১৩, ২০১৬
রানার্স আপ (১) - ২০১৫
প্রথম বিভাগ
রানার্স আপ (১) - ২০০৬
দ্বিতীয় বিভাগ
উত্তরণ (২) - ১৯৯৯ (রানার্স আপ), ২০০৩ (৩য় স্থান)
বিজয়ী (২) - ১৯৭৬, ১৯৯২
রানার্স আপ (৫) - ১৯৭৯, ১৯৮১, ১৯৮৭, ১৯৯০, ১৯৯৫
বিজয়ী (১) - ১৯৮০
রানার্স আপ (২) - ১৯৮৭, ১৯৯৬
বিজয়ী (২) – ১৯০৩, ১৯০৪
যৌথভাবে (২) – ১৮৯৯, ১৯০০

দ্বিতীয় একাদশ সম্মাননা

সম্পাদনা
বিজয়ী (২) – ১৯৬০, ১৯৯৮
বিজয়ী (২) – ১৯৮৬, ১৯৯৮

রেকর্ড

সম্পাদনা

দলগত সর্বমোট

রেকর্ড রান প্রতিপক্ষ মাঠ বছর সূত্র
দলীয় সর্বোচ্চ ৭৮১/৭ ডি. নটিংহ্যামশায়ার নর্দাম্পটন ১৯৯৫ [১]
প্রতিপক্ষীয় দলগত সর্বোচ্চ ৬৭৩/৮ ডি. ইয়র্কশায়ার হেডিংলি ২০০৩ [২]
দলীয় সর্বনিম্ন ১২ গ্লুচেস্টারশায়ার ব্রিস্টল ১৯০৭ [৩]
প্রতিপক্ষীয় দলীয় সর্বনিম্ন ৩৩ ল্যাঙ্কাশায়ার নর্দাম্পটন ১৯৭৭ [৪]
ব্যাটিং
খেলোয়াড় তথ্যসূত্র
সর্বোচ্চ রান[] ১. মাইক হাসি
২. মাইক হাসি
৩. মাল লয়
৩৩১*, সমারসেট,কাউন্টি গ্রাউন্ড, ২০০৩
৩২৯*, এসেক্স, কাউন্টি গ্রাউন্ড, নর্দাম্পটন, ২০০১
৩২২*, গ্ল্যামারগন, কাউন্টি গ্রাউন্ড, নর্দাম্পটন, ১৯৯৮
মৌসুমে সর্বাধিক রান[] ১. ডেনিস ব্রুকস
২. নরম্যান ওল্ডফিল্ড
৩. মাইক হাসি
২,১৯৮, ১৯৫২
২,১৯২, ১৯৪৯
২,০৫৫, ২০০১

প্রত্যেক উইকেটে রেকর্ডসংখ্যক রানের জুটি

উইকেট রান ব্যাটিং জুটি প্রতিপক্ষ মাঠ বছর তথ্যসূত্র
১ম ৩৭৫ আরএ হোয়াইট-এমজে পাওয়েল গ্লুচেস্টারশায়ার নর্দাম্পটন ২০০২ [৫]
২য় ৩৪৪ জি কুক-আরজে বয়েড-মস ল্যাঙ্কাশায়ার নর্দাম্পটন ১৯৮৬ [৬]
৩য় ৩৯৩ এ ফোর্ডহাম-এজে ল্যাম্ব ইয়র্কশায়ার লিডস ১৯৯০ [৭]
৪র্থ ৩৭০ আরটি ভার্জিন-পি উইলি সমারসেট নর্দাম্পটন ১৯৭৬ [৮]
৫ম ৪০১ এমবি লয়-ডি রিপলি গ্ল্যামারগন নর্দাম্পটন ১৯৯৮ [৯]
৬ষ্ঠ ৩৭৬ আর. সুব্বা রাও-এ লাইটফুট সারে ওভাল ১৯৫৮ [১০]
৭ম ২৯৩ ডিজেজি সেলস-ডি রিপলি এসেক্স নর্দাম্পটন ১৯৯৯ [১১]
৮ম ১৭৯ এজে হল-জেডি মিডলব্রুক সারে দি ওভাল ২০১১ [১২]
৯ম ১৫৬ আর সুব্বা রাও-এস স্টার্কি ল্যাঙ্কাশায়ার নর্দাম্পটন ১৯৫৫ [১৩]
১০ম ১৪৮ বিডব্লিউ বেলামি-জেভি মার্ডিন গ্ল্যামারগন নর্দাম্পটন ১৯২৫ [১৪]
বোলিং
খেলোয়াড় তথ্যসূত্র
সেরা বোলিং (ইনিংস)[] ১. ভ্যালেন্স জাপ
২. আলবার্ট টমাস
৩. ভিনসেন্ট ব্রডরিক
১০/১২৭ ব কেন্ট, নেভিল গ্রাউন্ড, টানব্রিজ ওয়েলস, ১৯৩২
৯/৩০ ব ইয়র্কশায়ার, পার্ক অ্যাভিনিউ, ব্রাডফোর্ড, ১৯২০
৯/৩৫ ব সাসেক্স, ক্রিকেটফিল্ড রোড, হরশ্যাম, ১৯৪৮
সেরা বোলিং (খেলা)[] ১. জর্জ ট্রাইব
২. ভ্যালেন্স জাপ
৩. জর্জ ট্রাইব
১৫/৩১ ব ইয়র্কশায়ার, কাউন্টি গ্রাউন্ড, নর্দাম্পটন, ১৯৫৮
১৫/৫২ ব গ্ল্যামারগন, সেন্ট হেলেন্স, সোয়ানসী, ১৯২৫
১৫/৭৫ ব ইয়র্কশায়ার, পার্ক অ্যাভিনিউ, ব্রাডফোর্ড, ১৯৫৫
মৌসুমে সর্বাধিক উইকেট[১০] ১. জর্জ ট্রাইব
২. জর্জ থম্পসন
৩. নবি ক্লার্ক
১৭৫, ১৯৫৫
১৪৮, ১৯১৩
১৪১, ১৯২৯
উইকেট-রক্ষণ
খেলোয়াড় তথ্যসূত্র
ইনিংসে সর্বাধিক ডিসমিসাল[১১] ১. কিথ অ্যান্ড্রু
২. ডেভিড রিপলি
৭ বনাম ল্যাঙ্কাশায়ার, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ১৯৬২
৬ বনাম সাসেক্স, কাউন্টি গ্রাউন্ড, নর্দাম্পটন, ১৯৮৮
মৌসুমে সর্বাধিক ডিসমিসাল[১২] ১. কিথ অ্যান্ড্রু
২. ডেভিড রিপলি
৯০, ১৯৬২
৮১, ১৯৮৮

বর্তমান কর্মকর্তা

সম্পাদনা
  • প্রেসিডেন্ট: লর্ড ন্যাসবি
  • চেয়ারম্যান: গ্যাভিন ওয়ারেন
  • প্রধান নির্বাহী: রে পেইন
  • স্কোরার: টনি কিংস্টন
  • প্রধান মাঠ কর্মকর্তা: ক্রেগ হার্ভে

কোচিং কর্মকর্তা

সম্পাদনা
  • প্রধান কোচ: ডেভিড রিপলি
  • একাডেমি পরিচালক/২য় একাদশ কোচ: ফিল রো
  • পারফরম্যান্স কোচ/ফিল্ডিং ও ২য় একাদশ কোচ: কেভিন ইন্স
  • প্রধান ফিজিওথেরাপিস্ট/সায়েন্স ও মেডিসিন লিড কোচ: ব্যারি গোড্রিয়ান
  • প্রধান স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ: ক্রিস লর্কিন

উল্লেখযোগ্য খেলোয়াড়

সম্পাদনা

নিচের তালিকায় ক্লাবের খেলোয়াড়গণ টেস্টওডিআই ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। এছাড়াও, হান্ড্রেড গ্রেটস: নর্দাম্পটনশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব গ্রন্থে উল্লেখিত খেলোয়াড়দেরকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।[১৩]

ইংল্যান্ড

অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকা

ভারত

পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড

জিম্বাবুয়ে

আয়ারল্যান্ড

শ্রীলঙ্কা

স্কটল্যান্ড

কাউন্টি অধিনায়ক

সম্পাদনা

আনুষ্ঠানিকভাবে নর্দাম্পটনশায়ারের অধিনায়কদের দায়িত্বপ্রাপ্ত খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকার জন্যে দেখুন:

উল্লেখযোগ্য অধিনায়ক:

কাউন্টি ক্যাপ

সম্পাদনা

নর্দাম্পটনশায়ারের পক্ষে প্রথম খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপ প্রদান করা হয় না। এর পরিবর্তে তাদেরকে সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শন করে আদায় করে নিতে হয়। সাম্প্রতিক সময়ে কাউন্টি ক্যাপ লাভকারী ক্রিকেটারদেরকে ডোরাকাটা হলুদের সাথে ম্যারুন রঙের ক্যাপ দেয়া হয়। নিম্নবর্ণিত খেলোয়াড়গণ ক্যাপ লাভ করেছেন।

পাদটীকা

সম্পাদনা
  1. Previously known as the Gillette Cup between 1963 and 1980, the NatWest Trophy between 1981 and 2000 and the Cheltenham & Gloucester Trophy between 2001 and 2006.

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "County Ground - England - Cricket Grounds - ESPNcricinfo"Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮ 
  2. Club History: Why the Steelbacks? ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ আগস্ট ২০১১ তারিখে northantscricket.co.uk Retrieved 2010-06-30.
  3. ACS (১৯৮২)। A Guide to First-Class Cricket Matches Played in the British Isles। Nottingham: ACS। 
  4. "The Home of CricketArchive"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৪ 
  5. "The Home of CricketArchive"। Cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০৪ 
  6. Highest score for Northamptonshire CricketArchive. Retrieved 18 September 2009
  7. Most Runs in a Season for Northamptonshire CricketArchive. Retrieved 18 September 2009
  8. Most Wickets in an Innings for Northamptonshire CricketArchive. Retrieved 19 September 2009
  9. Most Wickets in a Match for Northamptonshire CricketArchive. Retrieved 19 September 2009
  10. Most Wickets in a Season for Northamptonshire CricketArchive. Retrieved 19 September 2009
  11. Most Victims in an Innings for Northamptonshire CricketArchive. Retrieved 19 September 2009
  12. Most Victims in a Season for Northamptonshire CricketArchive. Retrieved on 19 September 2009.
  13. *Radd, Andrew (ফেব্রুয়ারি ২০০১)। 100 Greats: Northamptonshire County Cricket Club। Northampton: Tempus Publishing Limited। আইএসবিএন 0-7524-2195-6 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা