কাউন্টি চ্যাম্পিয়নশিপ

ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা
(কাউন্টি চ্যাম্পিয়নশীপ থেকে পুনর্নির্দেশিত)

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে ২০১৬ সাল থেকে প্রতিযোগিতাটি স্পেকস্যাভার্স নামে পরিচিত। এটি ১৪ বছর ধরে দায়িত্বপ্রাপ্ত লিভারপুল ভিক্টোরিয়ার স্থলাভিষিক্ত হয়েছে।[৩] স্পেকস্যাভার্স কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরুতে প্রতিনিধিত্ব করা ইংল্যান্ডের ১৭টি ঐতিহাসিক কাউন্টি ও ওয়েলসের একটি কাউন্টিসহ সর্বমোট ১৮টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী দল হচ্ছে সারে

কাউন্টি চ্যাম্পিয়নশিপ
দেশ ইংল্যান্ড
 ওয়েলস
ব্যবস্থাপকইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড
খেলার ধরনপ্রথম-শ্রেণী
প্রথম টুর্নামেন্ট১৮৯০
শেষ টুর্নামেন্ট২০২১
প্রতিযোগিতার ধরনদুই ডিভিশন বিশিষ্ট;
স্বাগতিক ও অতিথি দলের মধ্যকার
৪-দিনের খেলা
দলের সংখ্যা১৮
বর্তমান চ্যাম্পিয়নওয়ারউইকশায়ার
সর্বাধিক সফলইয়র্কশায়ার (৩২ শিরোপা + ১ যৌথভাবে)
সর্বাধিক রানফিল মিড (৪৬,২৬৮)[১]
সর্বাধিক উইকেটটিচ ফ্রিম্যান (৩,১৫১)[২]

ইতিহাস সম্পাদনা

১০ ডিসেম্বর, ১৮৮৯ তারিখে লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডে প্রথম-শ্রেণীর কাউন্টি ক্লাবের প্রতিনিধিগণ কাউন্টি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সভায় মিলিত হন। এরপূর্বে শীর্ষস্থানীয় আটটি কাউন্টি ক্লাবের সম্পাদকগণ ব্যক্তিগত সভার মাধ্যমে সময়সূচী নির্ধারণের সিদ্ধান্ত নেন ও কোন কোন কাউন্টি ভবিষ্যতে অন্তর্ভুক্ত হবে এ বিষয়ে আলোচনা করেন। সভায় সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে ড্র খেলাগুলোকে অগ্রাহ্য করে জয় ও পরাজয়েরভিত্তিতে চ্যাম্পিয়নশিপে অবস্থান করবে।[৪] এ পদ্ধতির ফলে পরাজিত দল বিজয় লাভ থেকে বঞ্চিত হবে ও সর্বাধিক বিজয়ী কাউন্টি দল চ্যাম্পিয়ন হবে। ১৮৯০ মৌসুমে নতুন এ প্রতিযোগিতাটির উদ্বোধন ঘটে। প্রথম প্রতিযোগিতায় গ্লুচেস্টারশায়ার, কেন্ট, ল্যাঙ্কাশায়ার, মিডলসেক্স, নটিংহামশায়ার, সারে, সাসেক্সইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব অংশ নিয়েছিল।

দলসমূহ সম্পাদনা

কাউন্টি ক্রিকেট ক্লাব কাউন্টি চ্যাম্পিয়নশিপে
প্রথম মৌসুম
প্রথম শিরোপা সর্বশেষ শিরোপা শিরোপা সংখ্যা
ডার্বিশায়ার ১৮৯৫ ১৯৩৬ ১৯৩৬
ডারহাম ১৯৯২ ২০০৮ ২০১৩
এসেক্স ১৮৯৫ ১৯৭৯ ২০১৯
গ্ল্যামারগন ১৯২১ ১৯৪৮ ১৯৯৭
গ্লুচেস্টারশায়ার ১৮৯০
হ্যাম্পশায়ার ১৮৯৫ ১৯৬১ ১৯৭৩
কেন্ট ১৮৯০ ১৯০৬ ১৯৭৮ ৬ (+১ যৌথভাবে)
ল্যাঙ্কাশায়ার ১৮৯০ ১৮৯৭ ২০১১ ৮ (+১ যৌথভাবে)
লিচেস্টারশায়ার ১৮৯৫ ১৯৭৫ ১৯৯৮
মিডলসেক্স ১৮৯০ ১৯০৩ ২০১৬ ১১ (+২ যৌথভাবে)
নর্দাম্পটনশায়ার ১৯০৫
নটিংহ্যামশায়ার ১৮৯০ ১৯০৭ ২০১০
সমারসেট ১৮৯১
সারে ১৮৯০ ১৮৯০ ২০১৮ ১৯ (+১ যৌথভাবে)
সাসেক্স ১৮৯০ ২০০৩ ২০০৭
ওয়ারউইকশায়ার ১৮৯৫ ১৯১১ ২০১২
ওরচেস্টারশায়ার ১৮৯৯ ১৯৬৪ ১৯৮৯
ইয়র্কশায়ার ১৮৯০ ১৮৯৩ ২০১৫ ৩২ (+১ যৌথভাবে)

মানচিত্রে সম্পাদনা

প্রতিযোগিতা নিয়ম বিন্যাস সম্পাদনা

পয়েন্ট পদ্ধতি সম্পাদনা

ম্যাচ ফলাফলের ভিত্তিতে সম্পাদনা

ফলাফল পয়েন্ট
জয় ১৬ পয়েন্ট+বোনাস
টাই ৮ পয়েন্ট+বোনাস
ড্র ৮ পয়েন্ট+বোনাস
হার শুধু বোনাস

খেলোয়াড়দের প্রদর্শনের ভিত্তিতে সম্পাদনা

টাইব্রেকার সম্পাদনা

যদি দুটি দল একই পয়েন্টে অবস্থান পায়, তবে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে টাই ব্রেক করা হয়:-

  • সর্বাধিক জয়
  • সর্বনিম্ন হার
  • যে দলগুলি একই পয়েন্ট প্রাপক, তাদের মধ্যেকার ম্যাচগুলিতে সর্বোচ্চ পয়েন্ট
  • সর্বোচ্চ উইকেট প্রাপ্তি
  • সর্বোচ্চ রান গ্রহণ

ফলাফল সম্পাদনা

আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়ন সম্পাদনা

ইয়র্কশায়ার দল সর্বাধিকসংখ্যক ৩২টি শিরোপাসহ একবার যৌথভাবে শিরোপা লাভ করেছে। প্রথম-শ্রেণীর বর্তমান কাউন্টি দল - গ্লুচেস্টারশায়ার, নর্দাম্পটনশায়ার ও সমারসেট আনুষ্ঠানিকভাবে কোন শিরোপা লাভ করতে পারেনি। তবে, ১৮৭০-এর দশকে গ্লুচেস্টারশায়ার দল তিনবার অনানুষ্ঠানিক শিরোপা লাভ করেছিল।

উত্তরণ ও অবনমন সম্পাদনা

২০০০ সাল থেকে দুইটি বিভাগে কাউন্টি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

সাল ১ম বিভাগ থেকে অবনমন ২য় বিভাগ থেকে উত্তরণ
২০০০ হ্যাম্পশায়ার, ডারহাম, ডার্বিশায়ার নর্দাম্পটনশায়ার, এসেক্স, গ্ল্যামারগন
২০০১ নর্দাম্পটনশায়ার, গ্ল্যামারগন, এসেক্স সাসেক্স, হ্যাম্পশায়ার, ওয়ারউইকশায়ার
২০০২ হ্যাম্পশায়ার, সমারসেট, ইয়র্কশায়ার এসেক্স, মিডলসেক্স, নটিংহ্যামশায়ার
২০০৩ এসেক্স, নটিংহ্যামশায়ার, লিচেস্টারশায়ার ওরচেস্টারশায়ার, নর্দাম্পটনশায়ার, গ্লুচেস্টারশায়ার
২০০৪ ওরচেস্টারশায়ার, ল্যাঙ্কাশায়ার, নর্দাম্পটনশায়ার নটিংহ্যামশায়ার, হ্যাম্পশায়ার, গ্ল্যামারগন
২০০৫ সারে, গ্লুচেস্টারশায়ার, গ্ল্যামারগন ল্যাঙ্কাশায়ার, ডারহাম, ইয়র্কশায়ার
২০০৬ নটিংহ্যামশায়ার, মিডলসেক্স সারে, ওরচেস্টারশায়ার
২০০৭ ওয়ারউইকশায়ার, ওরচেস্টারশায়ার সমারসেট, নটিংহ্যামশায়ার
২০০৮ কেন্ট, সারে ওয়ারউইকশায়ার, ওরচেস্টারশায়ার
২০০৯ সাসেক্স, ওরচেস্টারশায়ার কেন্ট, এসেক্স
২০১০ এসেক্স, কেন্ট সাসেক্স, ওরচেস্টারশায়ার
২০১১ হ্যাম্পশায়ার, ইয়র্কশায়ার মিডলসেক্স, সারে
২০১২ ল্যাঙ্কাশায়ার, ওরচেস্টারশায়ার ডার্বিশায়ার, ইয়র্কশায়ার
২০১৩ ডার্বিশায়ার, সারে ল্যাঙ্কাশায়ার, নর্দাম্পটনশায়ার
২০১৪ নর্দাম্পটনশায়ার, ল্যাঙ্কাশায়ার হ্যাম্পশায়ার, ওরচেস্টারশায়ার
২০১৫ ওরচেস্টারশায়ার, সাসেক্স সারে, ল্যাঙ্কাশায়ার
২০১৬ ডারহাম[ক], নটিংহ্যামশায়ার এসেক্স
২০১৭ মিডলসেক্স, ওয়ারউইকশায়ার ওরচেস্টারশায়ার, নটিংহ্যামশায়ার
২০১৮ ল্যাঙ্কাশায়ার, ওরচেস্টারশায়ার কেন্ট, ওয়ারউইকশায়ার
২০১৯ নটিংহ্যামশায়ার ল্যাঙ্কাশায়ার, নর্দাম্পটনশায়ার, গ্লুচেস্টারশায়ার

২০১৬ সালে ডারহাম চতুর্থ স্থান দখল করলেও ইসিবি কর্তৃক আর্থিক জরিমানা আরোপ করায় অবনমিত হয় ও অষ্টম স্থানে থাকা হ্যাম্পশায়ার স্থলাভিষিক্ত হয়।[৫]

কাষ্ঠনির্মিত চামচ সম্পাদনা

১৮৯৫ সালে ৯টি কাউন্টি দল থেকে ১৪টি কাউন্টি দলে বৃদ্ধি করার পর থেকে পয়েন্ট তালিকায় সর্বনিম্ন স্থানে অবস্থানকারী দলকে কাষ্ঠনির্মিত চামচ পুরস্কার প্রদান করা হয়। তন্মধ্যে, ল্যাঙ্কাশায়ার, মিডলসেক্স ও সারে দল কখনো পয়েন্ট তালিকায় সর্বনিম্ন স্থানে অবস্থান করেনি। অন্যদিকে, লিচেস্টারশায়ার দল যৌথভাবে হ্যাম্পশায়ার ও সমারসেটের সাথে দুইবার সর্বনিম্ন স্থানে ছিল।

'জয়' কাউন্টি
১৫ ডার্বিশায়ার
১২ সমারসেট
১১ নর্দাম্পটনশায়ার
১০ গ্ল্যামারগন
লিচেস্টারশায়ার
গ্লুচেস্টারশায়ার
নটিংহ্যামশায়ার
সাসেক্স
ওরচেস্টারশায়ার
ডারহাম
হ্যাম্পশায়ার
ওয়ারউইকশায়ার
এসেক্স
কেন্ট
ইয়র্কশায়ার

রেকর্ডসমূহ সম্পাদনা

সাম্প্রতিক রেকর্ডসমূহ ক্রিকেট আর্কাইভে দেখা যেতে পারে।

দলীয় সর্বোচ্চ রান সম্পাদনা

  • ৮৮৭ ইয়র্কশায়ার ব ওয়ারউইকশায়ার: এজবাস্টন, বার্মিংহাম, ১৮৯৬
  • ৮৬৩ ল্যাঙ্কাশায়ার ব সারে: দ্য ফস্টার্স ওভাল, কেনিংটন, ১৯৯০
  • ৮৫০/৭ডি. সমারসেট ব মিডলসেক্স: টনটন, ২০০৭
  • ৮১১ সারে ব সমারসেট: কেনিংটন ওভাল, ১৮৯৯
  • ৮১০/৪ডি. ওয়ারউইকশায়ার ব ডারহাম: এজবাস্টন, বার্মিংহাম, ১৯৯৪
  • ৮০৩/৪ডি. কেন্ট ব এসেক্স: ওল্ড কাউন্টি গ্রাউন্ড, ব্রেন্টফোর্ড, ১৯৩৪
  • ৮০১/৮ডি. ডার্বিশায়ার ব সমারসেট: কাউন্টি গ্রাউন্ড, টনটন, ২০০৭

দলীয় সর্বনিম্ন রান সম্পাদনা

  • ১২ নর্দাম্পটনশায়ার ব গ্লুচেস্টারশায়ার: স্পা গ্রাউন্ড, গ্লুচেস্টার, ১৯০৭
  • ১৩ নর্দাম্পটনশায়ার ব ইয়র্কশায়ার: ট্রেন্ট ব্রিজ, নটিংহাম, ১৯০১
  • ১৪ সারে ব এসেক্স: কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড, ১৯৮৩
  • ১৫ হ্যাম্পশায়ার ব ওয়ারউইকশায়ার: এজবাস্টন, বার্মিংহাম, ১৯২২ (হ্যাম্পশায়ার বিজয়ী)
  • ১৬ ওয়ারশায়ার ব কেন্ট: অ্যাঞ্জেল গ্রাউন্ড, টনব্রিজ, ১৯১৩
  • ২০ সাসেক্স ব ইয়র্কশায়ার: দ্য সার্কেল, হাল, ১৯২২
  • ২০ ডার্বিশায়ার ব ইয়র্কশায়ার: ব্রামল লেন, শেফিল্ড, ১৯৩৯
  • ২০ এসেক্স ব ল্যাঙ্কাশায়ার: এসেক্স কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড, ২০১৩

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস সম্পাদনা

ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং সম্পাদনা

  • ১০/১০ এইচ ভেরিটি: ইয়র্কশায়ার ব নটিংহ্যামশায়ার, লিডস, ১৯৩২
  • ১০/১৮ জি গিয়েরি: লিচেস্টারশায়ার ব গ্ল্যামারগন, পন্টিপ্রিড, ১৯২৯
  • ১০/৩০ সি ব্লাইদ: কেন্ট ব নর্দাম্পটনশায়ার, নর্দাম্পটন, ১৯০৭
  • ১০/৩২ এইচ পিকেট: এসেক্স ব লিচেস্টারশায়ার, লেটন, ১৮৯৫
  • ১০/৩৫ এ ড্রেক: ইয়র্কশায়ার ব সমারসেট, ওয়েসটন-এস-এম, ১৯১৪
  • ১০/৩৬ এইচ ভেরিটি: ইয়র্কশায়ার ব ওয়ারউইকশায়ার, লিডস, ১৯৩১
  • ১০/৪০ ইজি ডেনেট: গ্লুচেস্টারশায়ার ব এসেক্স, ব্রিস্টল, ১৯০৬
  • ১০/৪০ ডব্লিউ বেস্টউইক: ডার্বিশায়ার ব গ্ল্যামারগন, কার্ডিফ, ১৯২১
  • ১০/৪০ জিওবি অ্যালেন: মিডলসেক্স ব ল্যাঙ্কাশায়ার, লর্ড'স, ১৯২৯

ব্যবসায়িক অংশীদার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. CricketArchive – Most runs in County Championship
  2. CricketArchive – Most wickets in County Championship
  3. "Specsavers new County Championship sponsor"ESPN Cricinfo। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. Cricket: A Weekly Record of the Game। ১৮৮৯। পৃষ্ঠা 479। 
  5. "Durham relegated to Division Two after financial issues as Hampshire are reinstated"BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৭ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা