ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংরেজ ক্রিকেট ক্লাব
(Worcestershire County Cricket Club থেকে পুনর্নির্দেশিত)

ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (ইংরেজি: Worcestershire County Cricket Club) ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্লাবগুলোর অন্যতম। ঐতিহাসিক কাউন্টি ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করছে এ ক্লাবটি। টি২০ খেলায় দলটি ভাইটালিটি ব্ল্যাস্ট নামে পরিচিত। ২০১৮ সালে দলটি পূর্বতন বছরের ন্যায় পুনরায় শিরোপা লাভ করে। এরপর দলটির নাম পরিবর্তন করে ওরচেস্টারশায়ার র‍্যাপিডস রাখা হয়। তবে, অধিকাংশ সমর্থকের কাছে দ্য পিয়ার্স নামে পরিচিত। ১৮৬৫ সালে কাউন্টি ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ও ওরচেস্টারের নিউ রোডে এর অবস্থান।

ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নামওরচেস্টারশায়ার র‍্যাপিডস
কর্মীবৃন্দ
অধিনায়কজো লিচ
কোচঅ্যালেক্স গিডম্যান
বিদেশি খেলোয়াড়হামিশ রাদারফোর্ড
কলাম ফার্গুসন
মার্টিন গাপটিল (টি২০)
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৬৫
স্বাগতিক মাঠনিউ রোড
ধারণক্ষমতা৫,৫০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকইয়র্কশায়ার
১৮৯৯ সালে
চ্যাম্পিয়নশীপ জয়
প্রো৪০ জয়
এফপি ট্রফি জয়
ভাইটালিটিহেল্থ টুয়েন্টি২০ কাপ জয়
বিএন্ডএইচ কাপ জয়
দাপ্তরিক ওয়েবসাইটWCCC

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

শুরুরদিকে নিম্নতম মর্যাদাপ্রাপ্ত ছিল ও ১৮৯০-এর দশকে গুরুত্বপূর্ণ সদস্যের মর্যাদা পায়। এ সময়ে তিনবার শিরোপা জয় করে। ১৮৯৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপে যোগ দেয় ও প্রথম-শ্রেণীর মর্যাদা পায়।[] এরপর থেকে ওরচেস্টারশায়ার ইংল্যান্ডের প্রত্যেক শীর্ষ পর্যায়ের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

সম্মাননা

সম্পাদনা

প্রথম একাদশ সম্মাননা

সম্পাদনা
  • কাউন্টি চ্যাম্পিয়নশীপ (৫) – ১৯৬৪, ১৯৬৫, ১৯৭৪, ১৯৮৮, ১৯৮৯
দ্বিতীয় বিভাগ (১) – ২০০৩, ২০১৭
  • জিলেট/ন্যাটওয়েস্ট/সিএন্ডজি/ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি (১) – ১৯৯৪
  • ভাইটালিটি টি২০ ব্ল্যাস্ট (১) – ২০১৮
  • সানডে/প্রো ৪০ লীগ (৪) – ১৯৭১, ১৯৮৭, ১৯৮৮, ২০০৭
  • বেনসন এন্ড হেজেস কাপ (১) – ১৯৯১
  • মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপ (৩) – ১৮৯৬, ১৮৯৭, ১৮৯৮; যৌথভাবে (১) – ১৮৯৫

দ্বিতীয় একাদশ সম্মাননা

সম্পাদনা
  • দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপ (৩) - ১৯৬২, ১৯৬৩, ১৯৮২
  • দ্বিতীয় একাদশ ট্রফি (১) - ২০০৪

কাউন্টি ক্যাপ

সম্পাদনা
১৯২৮: হ্যারল্ড গিবন্স
১৯৩১: পিটার জ্যাকসন
১৯৩১: রেজ পার্কস
১৯৩৪: ডিক হাওয়ার্থ
১৯৩৭: এডউইন কুপার
১৯৩৮: ফিল কিং
১৯৩৯: রলি জেনকিন্স
১৯৩৯: চার্লস পালমার
১৯৪৬: রোনাল্ড বার্ড
১৯৪৬: অ্যালেন হোয়াইট
১৯৪৬: বব ওয়াট
১৯৪৭: ডন কেনিয়ন
১৯৪৭: হুগো ইয়ারনল্ড
১৯৪৮: ল্যাডি আউটস্ক্রুম
১৯৪৯: মাইকেল এইন্সওয়ার্থ
১৯৫০: জর্জ চেস্টারটন
১৯৫০: জর্জ ডিউস
১৯৫১: বব ব্রডবেন্ট
১৯৫২: পিটার রিচার্ডসন
১৯৫৫: জ্যাক ফ্লাভেল
১৯৫৫: মার্টিন হর্টন
১৯৫৬: রয় বুথ
১৯৫৬: ডিক রিচার্ডসন
১৯৫৭: বব বেরি
১৯৫৯: জন অলড্রিজ
১৯৫৯: লেন কোল্ডওয়েল
১৯৫৯: ডেরেক পিয়ারসন
১৯৬০: ডগ স্লেড
১৯৬১: নরম্যান গিফোর্ড
১৯৬১: রন হ্যাডলি
১৯৬২: টম গ্রেভেনি
১৯৬২: জেমস স্ট্যান্ডেন
১৯৬৫: রবার্ট কার্টার
১৯৬৫: ব্যাসিল ডি’অলিভেইরা
১৯৬৬: ব্রায়ান ব্রেইন
১৯৬৬: অ্যালেন অর্মরড
১৯৬৮: গ্লেন টার্নার
১৯৬৯: টেড হেমস্লে
 
১৯৭০: রডনি ক্যাশ
১৯৭০: ভ্যানবার্ন হোল্ডার
১৯৭২: জিম ইয়ার্ডলি
১৯৭৪: জন পার্কার
১৯৭৬: ইমরান খান
১৯৭৬: জন ইঞ্চমোর
১৯৭৮: জেমস কাম্বেস
১৯৭৮: ডেভিড হামফ্রিস
১৯৭৮: ফিল নীল
১৯৭৯: দীপক প্যাটেল
১৯৭৯: ইউনুস আহমেদ
১৯৮০: পল প্রিজন
১৯৮১: হার্টলি অ্যালিয়েন
১৯৮৪: টিম কার্টিস
১৯৮৪: ডেভিড স্মিথ
১৯৮৫: ড্যামিয়ান ডি’অলিভেইরা
১৯৮৫: নীল র‌্যাডফোর্ড
১৯৮৬: গ্রেইম হিক
১৯৮৬: রিচার্ড ইলিংওয়ার্থ
১৯৮৬: ফিল নিউপোর্ট
১৯৮৬: স্টিভ রোডস
১৯৮৬: মার্টিন ওয়েস্টন
১৯৮৭: ইয়ান বোথাম
১৯৮৭: গ্রাহাম ডিলি
১৯৮৯: স্টুয়ার্ট ল্যাম্পিট
১৯৮৯: স্টিভেন ম্যাকইউয়ান
১৯৯০: গর্ডন লর্ড
১৯৯১: টম মুডি
১৯৯৩: ক্রিস টলি
১৯৯৪: গেভিন হেইন্স
১৯৯৪: ডেভিড লেদারডেল
১৯৯৫: ফিল ওয়েস্টন
১৯৯৭: আলমগীর শেরিয়ার
১৯৯৭: রিউবেন স্পিরিং
১৯৯৮: বিক্রম সোলাঙ্কি
২০০০: গ্লেন ম্যাকগ্রা
২০০১: অ্যান্ডি বিকেল
২০০৪: নাদিম মালিক
২০০৪: রে প্রাইস
মাঠের নাম অবস্থান এফসি সময়কাল এফসি খেলা এলএ সময়কাল এলএ খেলা
বোর্নভিল ক্রিকেট গ্রাউন্ড বোর্নভিল, বার্মিংহাম ১৯১০-১৯১১ -
চেইন ওয়্যার ক্লাব গ্রাউন্ড স্টোরপোর্ট-অন-সেভার্ন, ওরচেস্টারশায়ার ১৯৮০ -
চেস্টার রোড নর্থ গ্রাউন্ড কিডারমিনস্টার, ওরচেস্টারশায়ার ১৯২১-২০০৮ ৬৮ ১৯৬৯-২০০৮ []
ইভশ্যাম ক্রিকেট ক্লাব গ্রাউন্ড ইভশ্যাম, ওরচেস্টারশায়ার ১৯৫১ -
ব্ল্যাকফিঞ্চ নিউ রোড ওরচেস্টার ১৮৯৯-বর্তমান ১,০৭২[] ১৯৬৩-বর্তমান ৪২৫[]
রেসকোর্স গ্রাউন্ড হেয়ারফোর্ড ১৯১৯-১৯৮৩ [] ১৯৮৩-১৯৮৭
সেথ সমার্স পার্ক হেলসোয়েন, ওয়েস্ট মিডল্যান্ডস ১৯৬৪-১৯৬৯ -
টিপটন রোড ডাডলি, ওয়েস্ট মিডল্যান্ডস ১৯১১-১৯৭১ ৮৮ ১৯৬৯-১৯৭৭ ১৪
ওয়ার মেমোরিয়াল অ্যাথলেটিক গ্রাউন্ড স্টোরব্রিজ, ওয়েস্ট মিডল্যান্ডস ১৯০৫-১৯৮১ ৬১ ১৯৬৯-১৯৮২
হিমলে ক্রিকেট ক্লাব হিমলে, স্ট্যাফোর্ডশায়ার - ২০০৭
ওরচেস্টার রয়্যাল গ্রামার স্কুল গ্রাউন্ড
(ফ্লাজ মিডো)
ওরচেস্টার - ২০০৭

রেকর্ড

সম্পাদনা

প্রথম-শ্রেণী

সম্পাদনা

ব্যাটিং

সম্পাদনা
  • ইনিংসে সেরা বোলিং: ৯/২৩, ফ্রেড রুট ব ল্যাঙ্কাশায়ার, ওরচেস্টার, ১৯৩১
  • খেলায় সেরা বোলিং: ১৫/৮৭, আর্থার কনওয়ে ব গ্লুচেস্টারশায়ার, মোরটন-ইন-মার্শ, ১৯১৪
  • মৌসুমে সর্বাধিক উইকেট: ২০৭, ফ্রেড রুট, ১৯২৫

প্রতি উইকেটে সর্বোচ্চ রানের জুটি

সম্পাদনা

লিস্ট এ

সম্পাদনা

ফস্টারশায়ার

সম্পাদনা

১৮৯৯ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপে প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদাপ্রাপ্তি ও অন্তর্ভূক্তির ফলে ২০শ শতাব্দীর শুরুর দিকে ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবকে মজা করে ফস্টারশায়ার নামে ডাকা হতো। এ পর্যায়ে ১৮৯৯ থেকে ১৯৩৯ সময়কালে দলটিতে একই পরিবারের সাত ভাইয়ের অংশগ্রহণ ছিল। এছাড়াও তাদের তিন ভাই দলের অধিনায়কত্ব করেছিলেন। তন্মধ্যে, ছয় ভাই ১৯০৮ থেকে ১৯১১ সাল পর্যন্ত একযোগে খেলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ACS (১৯৮২)। A Guide to First-Class Cricket Matches Played in the British Isles। Nottingham: ACS। 
  2. Four other List A matches, all involving Worcestershire Cricket Board, have been played at Kidderminster.
  3. One other first-class match, a 1972 England v Rest of England Test trial, has been played at New Road.
  4. Three One Day Internationals have also been played at New Road: West Indies v Zimbabwe in the 1983 World Cup, and Australia v Scotland and Sri Lanka v Zimbabwe in the 1999 World Cup. The 2003 C&G Trophy game between Worcestershire Cricket Board and Worcestershire is included in this figure, although it was technically a Worcs CB home fixture.
  5. One other first-class match, between HK Foster's XI and the Australian Imperial Forces, has been played at the Racecourse Ground.

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা