পিটার রিচার্ডসন

ইংরেজ ক্রিকেটার

পিটার এডওয়ার্ড রিচার্ডসন (ইংরেজি: Peter Richardson; জন্ম: ৪ জুলাই, ১৯৩১ - মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি, ২০১৭) হেয়ারফোর্ডে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।[] ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৬ থেকে ১৯৬৩ সময়কালে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

পিটার রিচার্ডসন
১৯৬৫ সালের সংগৃহীত স্থিরচিত্রে পিটার রিচার্ডসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
পিটার এডওয়ার্ড রিচার্ডসন
জন্ম(১৯৩১-০৭-০৪)৪ জুলাই ১৯৩১
হেয়ারফোর্ড, ইংল্যান্ড
মৃত্যু১৬ ফেব্রুয়ারি ২০১৭(2017-02-16) (বয়স ৮৫)
অ্যাশফোর্ড, কেন্ট
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কডিক রিচার্ডসন (ভ্রাতা)
ব্রায়ান রিচার্ডসন (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৮২)
৭ জুন ১৯৫৬ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৯ জুলাই ১৯৬৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৯ - ১৯৬৫কেন্ট
১৯৪৯ - ১৯৫৮ওরচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৪ ৪৫৪
রানের সংখ্যা ২,০৬১ ২৬,০৫৫ ১৬৮
ব্যাটিং গড় ৩৭.৪৭ ৩৪.৬০ ৫৬.০০
১০০/৫০ ৫/৯ ৪৪/১৪০ ১/০
সর্বোচ্চ রান ১২৬ ১৮৫ ১২৭
বল করেছে ১২০ ৭৬৩
উইকেট ১১
বোলিং গড় ১৬.০০ ৪৫.৩৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/১০ ২/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ২২০/– ০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৮ এপ্রিল ২০১৭

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে কেন্টওরচেস্টারশায়ার দলের পক্ষে খেলতেন পিটার রিচার্ডসন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রিচার্ডসনের আরও দুই ভাই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। তন্মধ্যে ডিক রিচার্ডসন মাঝারীসারির ব্যাটসম্যান হিসেবে ওরচেস্টারশায়ার ও ইংল্যান্ডের পক্ষে টেস্ট খেলেন। অপর ভাই ব্রায়ান রিচার্ডসন মাঝে-মধ্যে ওয়ারউইকশায়ারের পক্ষে খেলেছেন।[]

বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান রিচার্ডসন শৌখিন খেলোয়াড় হিসেবে ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেন। ১৯৫২ সালের পূর্ব পর্যন্ত দলে নিয়মিত খেলতে পারেননি। চার বছর পর দ্রুতগতিতে তার খেলার উত্তরণ ঘটে ও ১৯৫৬ সালের অ্যাশেজ সিরিজে খেলার সুযোগ পান।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৩৪ টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পান তিনি। ৭ জুন, ১৯৫৬ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সিরিজের প্রথম টেস্টে ৮১ ও ৭৩ রান তুলেন। এরপর ওল্ড ট্রাফোর্ডে জিম লেকারের ১৯ উইকেট লাভের জনপ্রিয় খেলায় ১০৪ রান তুলেন। ঐ বছর তিনি ৪৯১ টেস্ট রান তুলেন যা বিশ্বের সর্বোচ্চ ছিল। নিজদেশে অনুষ্ঠিত পরবর্তী দুই সিরিজে ইংল্যান্ডের প্রথম পছন্দের উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন তিনি।

১৯৫৭ সালে তার ভাই ডিক রিচার্ডসনের সাথে তিনিও ট্রেন্ট ব্রিজ টেস্ট খেলেন। এরফলে ২০শ শতাব্দীতে প্রথমবারের মতো একই দলের পক্ষে দুই ভাইয়ের অংশগ্রহণ ঘটে।[][] ১৯৬১-৬২ মৌসুমে পাকিস্তান ও ভারত সফরে আসেন। এসময় তিনি নিচেরসারিতে খেলেন। এরপর ইংল্যান্ডে আরো একটি খেলায় অংশ নেন। ১৯৬৩ সালে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ২ ও ১৪ রান তুলেন ওয়েস হলচার্লি গ্রিফিথের বোলিং আক্রমণ মোকাবেলা করে।[]

কিন্তু ১৯৫৮-৫৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় দূর্বল খেলা প্রদর্শন করেন ও ইংল্যান্ড অ্যাশেজ খুঁইয়ে ফেলে।[] ১৯৬৫ সালে অবসর নেয়ার পূর্ব-পর্যন্ত কেন্টের প্রতিনিধিত্ব করেন তিনি।

মূল্যায়ন

সম্পাদনা

১৯৫৭ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটাররূপে ঘোষিত হন।

ডেইলি এক্সপ্রেসের ক্রিকেট সংবাদদাতা কলিন ব্যাটম্যান মন্তব্য করেন যে, পিটার রিচার্ডসন ক্রিকেটে অন্যতম সেরা চরিত্রগুলোর অন্যতম ছিলেন যা তার ব্যাটিংশৈলী না দেখলে বিশ্বাস করা কঠিন।

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে তার দেহাবসান ঘটে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Player Profile: Peter Richardson"। cricketarchive। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৩ 
  2. Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃষ্ঠা 140আইএসবিএন 1-869833-21-X 
  3. Bateman, Colin (১৯৯৩)। If The Cap Fits। Tony Williams Publications। পৃষ্ঠা 137আইএসবিএন 1-869833-21-X 
  4. "Peter Richardson dies aged 85"Cricket365.com (ইংরেজি ভাষায়)। ১৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
রেজ পার্কস
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট অধিনায়ক
১৯৫৬-১৯৫৮
উত্তরসূরী
ডন কেনিয়ন