জন পার্কার

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার

জন মর্টন পার্কার (ইংরেজি: John Parker; জন্ম: ২১ ফেব্রুয়ারি, ১৯৫১) ডেনভার্ক এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭৩ থেকে ১৯৮১ সময়কালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষে ৩৬ টেস্ট ও ২৪টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও, এক টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

জন পার্কার
২০১৩ সালের সংগৃহীত স্থিরচিত্রে জন পার্কার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন মর্টন পার্কার
জন্ম (1951-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৫১ (বয়স ৭৩)
ডেনভার্ক, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাব্যাটসম্যান, অধিনায়ক
সম্পর্ককেনেথ পার্কার, মারে পার্কার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২৪)
২ ফেব্রুয়ারি ১৯৭৩ বনাম পাকিস্তান
শেষ টেস্ট২৬ ডিসেম্বর ১৯৮০ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭)
৩১ মার্চ ১৯৭৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই৩ ফেব্রুয়ারি ১৯৮১ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭১-১৯৭৫ওরচেস্টারশায়ার
১৯৭২-১৯৮৪নর্দার্ন ডিস্ট্রিক্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৬ ২৪ ২০৭ ১১৩
রানের সংখ্যা ১৪৯৮ ২৪৮ ১১,২৫৪ ২,১২১
ব্যাটিং গড় ২৪.৫৫ ১২.৪০ ৩৪.৮৪ ২১.৬৪
১০০/৫০ ৩/৫ ০/১ ২১/৫৩ ১/৯
সর্বোচ্চ রান ১২১ ৬৬ ১৯৫ ১০৭
বল করেছে ৪০ ১৬ ৯০৩ ২০
উইকেট ১৪
বোলিং গড় ২৪.০০ ১০.০০ ৪৮.৬৪ ১২.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/২৪ ১/১০ ৩/২৬ ১/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ৩০/- ১১/১ ১৭৭/৫ ৪৫/২
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ জানুয়ারি ২০১৮

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টস ও ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। লেগ ব্রেক গুগলি বোলিংও করতেন জন পার্কার

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তার আরও দুই ভাই - কেনেথ পার্কার ও মারে পার্কার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। তিনি ভ্রাতৃত্রয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।

১৪ বছরের খেলোয়াড়ী জীবনে ২১টি প্রথম-শ্রেণীর শতরানের সন্ধান পেয়েছেন। ১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে নর্দার্ন ডিস্ট্রিক্টসের সদস্য ছিলেন। এছাড়াও ১৯৭১ থেকে ১৯৭৫ সময়কাল পর্যন্ত ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে ওরচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২ ফেব্রুয়ারি, ১৯৭৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ৩৬ টেস্টে অংশ নিয়ে মোট তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৯৭৪ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজস্ব ৬ষ্ঠ টেস্টে মনোরম ১০৮ রান তুলেন। খেলাটি ড্রয়ে পরিণত হয়। ১৯৭৫ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ইডেন পার্কে অনুষ্ঠিত টেস্টে ১২১ রান তুলেন। তাস্বত্ত্বেও তার দল পরাজয়বরণ করে। পরের বছর ১৯৭৬ সালে ভারত সফরে যান। বোম্বের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ১০৪ রানের শতক হাঁকান। এ খেলায়ও নিউজিল্যান্ড দল পরাজিত হয়েছিল।

১৯৭৬-৭৭ মৌসুমে নিয়মিত অধিনায়ক গ্লেন টার্নারের অনুপস্থিতিতে সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।[১] ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হয়েছিল।

একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

৩১ মার্চ, ১৯৭৪ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে তার। মোট ২৪টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৭৫ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আসরে গ্লেন টার্নারের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন।[২] ঐ প্রতিযোগিতায় নিউজিল্যান্ড দল সেমি-ফাইনাল পর্যন্ত অগ্রসর হতে পেরেছিল।

তথ্যসূত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা