রিচার্ড ইলিংওয়ার্থ

ইংরেজ ক্রিকেটার

রিচার্ড কিথ ইলিংওয়ার্থ (জন্ম: ২৩ আগস্ট, ১৯৬৭) ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, যিনি বর্তমানে প্রথম শ্রেণীর ক্রিকেট আম্পায়ার। তিনি ইংল্যান্ডের হয়ে ৯টি টেস্ট এবং ২৫টি ওডিআই খেলেছেন, সেইসাথে ১৯৯২ এবং ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন।

রিচার্ড ইলিংওয়ার্থ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রিচার্ড কেইর্থ ইলিংওয়ার্থ
জন্ম (1963-08-23) ২৩ আগস্ট ১৯৬৩ (বয়স ৬১)
ব্র্যাডফোর্ড, ইয়র্কশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো বাম হাতি অর্থোডক্স
ভূমিকাবোলার, আম্পায়ার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫৫১)
৪ জুলাই ১৯৯১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২৬ ডিসেম্বর ১৯৯৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১৩)
২৩ মে ১৯৯১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৯ মার্চ ১৯৯৬ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮২–২০০০ওরচেস্টারশায়ার
১৯৮৮–১৯৮৯নাতাল
২০০১ডার্বিশায়ার
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার৩ (২০১২–বর্তমান)
ওডিআই আম্পায়ার৩ (২০১০–বর্তমান)
এফসি আম্পায়ার৭৬ (২০০৩–বর্তমান)
এলএ আম্পায়ার৭৯ (২০০৩–বর্তমান)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৫ ৩৭৬ ৩৮১
রানের সংখ্যা ১২৮ ৬৮ ৭০২৭ ১৪৫৮
ব্যাটিং গড় ১৮.২৮ ১১.৩৩ ২২.৪৫ ১৪.৮৭
১০০/৫০ –/– –/– ৪/২১ –/১
সর্বোচ্চ রান ২৮ ১৪ ১২০* ৫৩*
বল করেছে ১৪৮৫ ১৫০১ ৬৫৮৬৮ ১৬৯১৮
উইকেট ১৯ ৩০ ৮৩১ ৪১২
বোলিং গড় ৩২.৩৬ ৩৫.২৯ ৩১.৫৪ ২৭.০৮
ইনিংসে ৫ উইকেট ২৭
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৪/৯৬ ৩/৩৩ ৭/৫০ ৫/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/– ৮/– ১৬১/– ৯৩/–
উৎস: ক্রিকইনফো, ১৭ মার্চ ২০১০

খেলোয়াড়ী কর্মজীবন

সম্পাদনা

আম্পায়ারিং কর্মজীবন

সম্পাদনা

ইলিংওয়ার্থ ২০০৬ ইংরেজ ক্রিকেট মৌসুমের জন্য ইসিবির প্রথম-শ্রেণীর সম্পূর্ণ তালিকাভুক্ত আম্পায়ার নিয়োগপ্রাপ্ত হন।[] ২০০৮ ইংরেজ ক্রিকেট মৌসুম শেষে তিনি মোট ৪৭টি প্রথম-শ্রেণীর ম্যাচ পরিচালনা করেন।[] ৯ নভেম্বর ২০০৯-এ তিনি আইসিসি’র আন্তর্জাতিক তালিকাভুক্ত আম্পায়ারে উন্নীত হন। ২০২১ সালে জুন মাসে ঘোষণা করা হয় যে তিনি ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "২০০৬ প্রথম শ্রেণীর জন্য আম্পায়ার"। ক্রিকইনফো। ২৪ অক্টোবর ২০০৫। সংগ্রহের তারিখ ২০০৯/০৩/০৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "আম্পায়ার হিসেবে প্রথম-শ্রেণী ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থ"। ক্রিকেট আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০০৯/০৩/০৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

আরও দেখুন

সম্পাদনা