রংপুর ক্রিকেট গার্ডেন
রংপুর ক্রিকেট গার্ডেন বাংলাদেশের রংপুরে অবস্থিত একটি প্রথম শ্রেণির ক্রিকেট মাঠ। এটি রংপুর স্টেডিয়ামের দক্ষিণ পাশে অবস্থিত।
অবস্থান | রংপুর সরকারি কলেজ রোড, রংপুর, বাংলাদেশ |
---|---|
ধারণক্ষমতা | ১০০০ |
উপরিভাগ | ঘাস |
২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত মাঠটি অবহেলায় পড়েছিল কিন্তু ২০১২ সালে রংপুর বিভাগ ক্রিকেট দল পুনগঠিত হলে স্টেডিয়ামটি তাদের হোমগ্রান্ড হিসাবে ব্যবহারের জন্য সংস্কার করা হয়।[১] ২০১২ সাল থেকে রংপুর বিভাগ ক্রিকেট দল এখানে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে এবং একই সময়ে এখানে আরও তিনটি প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে। ২০১২-১৩ মৌসুম থেকে শুরু থেকে, বার্ষিক জাতীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে (যার মধ্যে ২০১৫-১৬ এর ফাইনালও রয়েছে)।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Garden without a gardener"। দ্য ডেইলি স্টার। ২৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫।
- ↑ "Young Tigers Under-18s National Cricket Competition, Final"। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ক্রিকেট আর্কাইভে রংপুর ক্রিকেট গার্ডেন
- ক্রিকইনফোতে রংপুর ক্রিকেট গার্ডেন