ডলফিন্স ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল

হলিউডবেটস ডলফিন্স দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশভিত্তিক বিশেষ প্রাধিকারপ্রাপ্ত ক্রিকেট দল। প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা সানফয়েল সিরিজে দলটি অংশ নেয়। এছাড়াও, সীমিত ওভারের প্রতিযোগিতা মোমেন্টাম ওয়ান ডে কাপরাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জে অংশ নেয়। ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড ও পিটারমারিৎজবার্গের পিটারমারিৎজবার্গ ওভালে দলটি নিজেদের খেলাগুলো আয়োজন করে থাকে।

হলিউডবেটস ডলফিন্স
কর্মীবৃন্দ
অধিনায়কদক্ষিণ আফ্রিকা খায়া জন্ডো
কোচদক্ষিণ আফ্রিকা গ্রান্ট মরগ্যান
দলের তথ্য
রং  কালো   সবুজ
প্রতিষ্ঠা২০০৩
স্বাগতিক মাঠকিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান
ধারণক্ষমতা২৫,০০০
দাপ্তরিক ওয়েবসাইটhttp://www.dolphinscricket.co.za

First-class

ODI/T20 Away

ODI/T20 Home

ডলফিন্সের সাবেক ক্রিকেটারদের মধ্যে শন পোলক, জন্টি রোডস, প্যাট সিমকক্স, ল্যান্স ক্লুজনার, অ্যান্ড্রু হাডসন, এরল স্টুয়ার্ট, ডেল বেঙ্কেনস্টেইনইমরান খান প্রোটিয়াস দলে খেলেছেন। হাশিম আমলাও অনেকগুলো বছর ডলফিন্সে খেলে পরবর্তীতে কেপ কোবরাসে চলে যান। কোলপ্যাক চুক্তির আওতায় হ্যাম্পশায়ারে যোগদানের পূর্বে কাইল অ্যাবট ডলফিন্সে খেলেছেন।[]

বিদেশী খেলোয়াড়দের মধ্যে ম্যালকম মার্শাল, কলিস কিং, হার্টলি অ্যালিয়েন, নিক্সন ম্যাকলিন, এলডিন ব্যাপটিস্ট, নিল জনসন, সনাথ জয়াসুরিয়া প্রমূখ ডলফিন্সের পক্ষে খেলেছেন।[] এছাড়াও, রবি বোপারা, গ্রাহাম অনিয়ন্সকেভিন পিটারসন দলের প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমান প্রোটিয়াস ক্রিকেটারদের মধ্যে কেশব মহারাজ, ডেভিড মিলার, ইমরান তাহির, মরনে ফন উইক, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, রবার্ট ফ্রাইলিঙ্ক, ভন ফন জার্সভেল্ড, ডেন ভিলাসএমথোকোজিসি শেজি হলিউডবেটস ডলফিন্সের প্রতিনিধিত্ব করছেন।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বিশেষ প্রাধিকারপ্রাপ্ত পদ্ধতি প্রচলনের পর কয়েকটি প্রাদেশিক দল একীভূত হয়ে দল গঠন করলেও একমাত্র দল হিসেবে এর ব্যতিক্রম।

নিজেদের সীমিত ওভারের প্রতিযোগিতার খেলাগুলোয় হলিউডবেটস ডলফিন্স কালো শার্ট ও কালো ট্রাউজারের সাথে সবুজ ছাঁচ ব্যবহার করে। তবে, অতিথি দল হিসেবে নীলচে বেগুনী রঙের শার্ট ও নীল বেগুনী রঙের সাথে হলুদ ছাঁচ ট্রাউজার ব্যবহার করে।

২০১৯-২০ মৌসুম পর্যন্ত হলিউডবেটস ডলফিন্সের প্রধান শার্ট স্পন্সরকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।[] সহযোগী স্পন্সরকারী হিসেবে রয়েছে স্থানীয় বেতার কেন্দ্র ইস্ট কোস্ট রেডিও (ইসিআর ৯৪.৫এফএম।

সম্মাননা

সম্পাদনা
  • সুপারস্পোর্ট সিরিজ (০) – ; যৌথভাবে (২) – ২০০৪-০৫, ২০০৫-০৬
  • রাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ উইনার্স ২০১৩-১৪
  • মোমেন্টাম ওয়ান ডে কাপ উইনার্স ২০১৭-১৮ (যৌথভাবে - ওয়ারিয়র্স)

২০১৭-১৮ মৌসুমের র‍াম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় হলিউডবেটস ডলফিন্স দল রানার্স-আপ হয়। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় দলটি মাল্টিপ্লাই টাইটান্সের বিপক্ষে পরাভূত হয়েছিল।[]

হলিউডবেটস ডলফিন্স ২০১৭-১৮ মৌসুমে মোমেন্টাম ওয়ান ডে কাপের সেমিফাইনালে কেপ কোবরাসকে পরাভূত করে চূড়ান্ত খেলায় অংশগ্রহণের সুযোগ পায়। কিংসমিডে চূড়ান্ত খেলায় ওয়ারিয়র্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। তবে, ডলফিন্সে প্রথম ইনিংসের মাঝামাঝি সময়ে বৃষ্টির কবলে পড়লে খেলাটি সংরক্ষিত দ্বিতীয় দিনে যায়। তবে অবিরাম বৃষ্টির কারণে উভয় দলের মাঝে ট্রফি হস্তান্তর করা হয়েছিল।[]

তালিকা

সম্পাদনা

২০০৪-০৫ মৌসুমে ডলফিন্স প্রাদেশিক দলে পরিণত হবার পর থেকে লিস্ট এ, প্রথম-শ্রেণীর ক্রিকেট ও টি২০ পর্যায়ে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের তালিকা নিম্নে দেয়া হলো:

লিস্ট এ ক্রিকেটে ডলফিন্সের খেলোয়াড়দের তালিকা edit
ক্রমিক খেলোয়াড় জাতীয়তা লিস্ট এ অভিষেক প্রতিপক্ষ মাঠ
ল্যান্স ক্লুজনার   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
ইমরান খান   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
ডগ ওয়াটসন   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
আহমেদ আমলা   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
ডেল বেঙ্কেনস্টেইন   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
আশরাফ মল   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
জন কেন্ট   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
ডানকান ব্রাউন   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
রাসেল সিমকক্স   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
১০ অ্যান্ড্রু টুইডাই   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
১১ জহির আব্রাহিম   ১২ নভেম্বর, ২০০৪ টাইটান্স ডারবান
১২ টাইরন পিলে   ১৪ নভেম্বর, ২০০৪ ওয়েস্টার্ন প্রভিন্স বোল্যান্ড কেপ টাউন
১৩ ওয়েড উইংফিল্ড   ১৯ নভেম্বর, ২০০৪ লায়ন্স ডারবান
১৪ এমফ্যুনকো এনগাম   ১৯ নভেম্বর, ২০০৪ লায়ন্স ডারবান
১৫ হাশিম আমলা   ১৮ ফেব্রুয়ারি, ২০০৫ টাইটান্স সেঞ্চুরিয়ন
১৬ ড্যারিন স্মিট   ২৫ নভেম্বর, ২০০৫ ওয়ারিয়র্স ডারবান
১৭ আগাসেন গোবিন্দার   ২৫ নভেম্বর, ২০০৫ ওয়ারিয়র্স ডারবান
১৮ মরনান্টাও হেওয়ার্ড   ১২ ডিসেম্বর, ২০০৫ ওয়ারিয়র্স পূর্ব লন্ডন
১৯ রবার্ট ফ্রাইলিঙ্ক   ১৬ ডিসেম্বর, ২০০৫ কেপ কোবরাস ডারবান
২০ ইউসুফ আব্দুল্লাহ   ২১ ডিসেম্বর, ২০০৫ ঈগলস ডারবান
২১ কাইল স্মিট   ৬ অক্টোবর, ২০০৬ ঈগলস ডারবান
২২ যোহন লু   ৬ অক্টোবর, ২০০৬ ঈগলস ডারবান
২৩ সাঈদী এমলঙ্গো   ১৩ অক্টোবর, ২০০৬ কেপ কোবরাস কেপ টাউন
২৪ এনকুলুলেকো সেরামে   ৩ নভেম্বর, ২০০৬ লায়ন্স পচেফস্ট্রুম
২৫ অ্যান্ড্রু হল   ১২ নভেম্বর, ২০০৬ কেপ কোবরাস কেপ টাউন
২৬ শন পোলক   ১২ নভেম্বর, ২০০৬ কেপ কোবরাস কেপ টাউন
২৭ ইয়াদেনে সিং   ১২ নভেম্বর, ২০০৬ কেপ কোবরাস কেপ টাউন
২৮ ডেভিড মিলার   ৮ ফেব্রুয়ারি, ২০০৮ টাইটান্স ডারবান
২৯ পিয়েরে ডি ব্রুন   ৮ ফেব্রুয়ারি, ২০০৮ টাইটান্স ডারবান
৩০ আলফন্সো টমাস   ৮ ফেব্রুয়ারি, ২০০৮ টাইটান্স ডারবান
৩১ কুইন্টন ফ্রেন্ড   ৮ ফেব্রুয়ারি, ২০০৮ টাইটান্স ডারবান
৩২ মরনে ফন বুরেন   ২৪ ফেব্রুয়ারি, ২০০৮ লায়ন্স পচেফস্ট্রুম
৩৩ রিভাশ গোবিন্দ   ২৭ ফেব্রুয়ারি, ২০০৮ জিম্বাবুয়ে হারারে
৩৪ জোনাথন ভন্দিয়ার   ৭ মার্চ, ২০০৮ ঈগলস ডারবান
৩৫ সনাথ জয়াসুরিয়া   ১৪ নভেম্বর, ২০০৮ লায়ন্স পচেফস্ট্রুম
৩৬ এইচ. ডি. অ্যাকারম্যান   ১৪ নভেম্বর, ২০০৮ লায়ন্স পচেফস্ট্রুম
৩৭ গ্রান্ট রোলি   ১৪ নভেম্বর, ২০০৮ লায়ন্স পচেফস্ট্রুম
৩৮ ক্যামেরন ডেলপোর্ট   ৪ জানুয়ারি, ২০০৯ ওয়ারিয়র্স পোর্ট এলিজাবেথ
৩৯ লুটস বসম্যান   ৪ নভেম্বর, ২০০৯ লায়ন্স পচেফস্ট্রুম
৪০ কাইল এ্যাবট   ১৩ জানুয়ারি, ২০১০ ওয়ারিয়র্স ইস্ট লন্ডন
৪১ কাইল নিপার   ১৭ জানুয়ারি, ২০১০ টাইটান্স পিটারমারিৎজবার্গ
৪২ রবি বোপারা   ২৯ অক্টোবর, ২০১০ কেপ কোবরাস ডারবান
৪৩ গ্লেন অ্যাডিকট   ২৯ অক্টোবর, ২০১০ কেপ কোবরাস ডারবান
৪৪ ডেভন কনওয়ে   ২৯ অক্টোবর, ২০১০ কেপ কোবরাস ডারবান
৪৫ তাব্রাইজ শামসী   ২৯ অক্টোবর, ২০১০ কেপ কোবরাস ডারবান
৪৬ ইমরান তাহির   ২৯ অক্টোবর, ২০১০ কেপ কোবরাস ডারবান
৪৭ ভন ফন জার্সভেল্ড   ৫ নভেম্বর, ২০১০ টাইটান্স সেঞ্চুরিয়ন
৪৮ খায়া জন্ডো   ১৪ নভেম্বর, ২০১০ কেপ কোবরাস পার্ল
৪৯ কেশব মহারাজ   ১৪ নভেম্বর, ২০১০ কেপ কোবরাস পার্ল
৫০ এমথোকোজিসি শেজি   ১৯ নভেম্বর, ২০১০ নাইটস ডারবান
৫১ ফ্রিডেল ডি ওয়েট   ৪ নভেম্বর, ২০১১ কেপ কোবরাস ডারবান
৫২ ম্যাট হিউলেট   ৬ নভেম্বর, ২০১১ ওয়ারিয়র্স পিটারমারিৎজবার্গ
৫৩ ডেন প্যাটারসন   ১৮ নভেম্বর, ২০১১ নাইটস ব্লুমফন্তেইন
৫৪ ডাইভ্যান ফন উইক   ২৩ নভেম্বর, ২০১১ টাইটান্স ডারবান
৫৫ কডি ছেত্তি   ৩০ নভেম্বর, ২০১১ কেপ কোবরাস কেপ টাউন
৫৬ প্রেনেলান সুব্রেয়েন   ৪ নভেম্বর, ২০১২ কেপ কোবরাস পিটারমারিৎজবার্গ
৫৭ লনয়াবো সতসবে   ৪ নভেম্বর, ২০১২ কেপ কোবরাস পিটারমারিৎজবার্গ
৫৮ ক্রেগ আলেকজান্ডার   ১৪ নভেম্বর, ২০১২ নাইটস ব্লুমফন্তেইন
৫৯ ক্যালভিন সাভেজ   ৫ ডিসেম্বর, ২০১২ ওয়ারিয়র্স পূর্ব লন্ডন
৬০ মরনে ফন উইক   ১৩ অক্টোবর, ২০১৩ লায়ন্স পচেফস্ট্রুম
৬১ গ্রাহাম অনিয়ন্স   ২৫ অক্টোবর, ২০১৩ কেপ কোবরাস পার্ল
৬২ অ্যান্ডিল ফেহলাকওয়াইও   ১০ অক্টোবর, ২০১৪ টাইটান্স সেঞ্চুরিয়ন
৬৩ সিবোনেলো মাখানিয়া   ১৫ অক্টোবর, ২০১৪ লায়ন্স ডারবান
৬৪ রাবিয়ান এঞ্জেলব্রেখট   ১৫ অক্টোবর, ২০১৪ লায়ন্স ডারবান
৬৫ থান্ডি সাবালালা   ১৭ অক্টোবর, ২০১৪ নাইটস ব্লুমফন্তেইন
৬৬ ড্যারিন ডুপাভিলন   ২৪ অক্টোবর, ২০১৪ লায়ন্স পচেফস্ট্রুম
৬৭ শেপো মোরকি   ২৪ অক্টোবর, ২০১৪ লায়ন্স পচেফস্ট্রুম
৬৮ রায়ান ম্যাকলারিন   ১০ ফেব্রুয়ারি, ২০১৫ টাইটান্স ডারবান
৬৯ শেপাং ডিথোলি   ১১ অক্টোবর, ২০১৫ নাইটস পিটারমারিৎজবার্গ
৭০ আয়াভুয়া মাইওলি   ২৯ জানুয়ারি, ২০১৬ কেপ কোবরাস কেপ টাউন
৭১ সারেল আরউই   ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ টাইটান্স ডারবান
৭২ সেনুরান মুতুসামি   ১ মার্চ, ২০১৭ নাইটস ব্লুমফন্তেইন
৭৩ ডেন ভিলাস   ২১ ডিসেম্বর, ২০১৭ কেপ কোবরাস ডারবান
৭৪ অ্যাটি মাপোসা   ২১ ডিসেম্বর, ২০১৭ কেপ কোবরাস ডারবান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hampshire: Kyle Abbott & Rilee Rossouw content with Kolpak move decisions"BBC। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭ 
  2. "Jayasuriya to play for Dolphins"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০০৮ 
  3. "Hollywoodbets signs new three year deal with Dolphins | Hollywoodbets Dolphins"dolphinscricket.co.za। ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭ 
  4. DEL CARME, LIAM। "Titans beat Dolphins by seven wickets to clinch the RAM SLAM T20"Times Live। Times Live। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭ 
  5. "Dolphins, Warriors share Momentum Cup title"cricket.co.za। Cricket South Africa। ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা
  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions