সেনুরান মুতুসামি
সেনুরান মুতুসামি (তামিল: செனுரன் முத்துசாமி; জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৪) নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের শেষদিক থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সেনুরান মুতুসামি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা | ২২ ফেব্রুয়ারি ১৯৯৪|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | সেন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | স্লো বাম-হাত অর্থোডক্স স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৩৩৭) | ২ অক্টোবর ২০১৯ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২৮ ফেব্রুয়ারি ২০২৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ডলফিন্স, কোয়াজুলু-নাটাল দলের প্রতিনিধিত্ব করেন ‘সেন’ ডাকনামে পরিচিত সেনুরান মুতুসামি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী তিনি।
শৈশবকাল
সম্পাদনাতার পূর্ব-পুরুষ ভারতের নাগপত্তনমে বসবাস করছেন।[১] ১৯৯৪ সালে গণতন্ত্রের পথে আসা মুক্ত দক্ষিণ আফ্রিকান হিসেবে তার জন্ম। সমান সুযোগ-সুবিধা নিয়ে বেড়ে উঠা শৈশবকালের পূর্ণাঙ্গ ব্যবহার করেছিলেন। ডারবানের ক্লিফটনের এক স্বাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনো করেছেন। প্রথম শ্রেণী থেকেই উঁচুমানের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা লাভ করেছেন। প্রাদেশিক দলের অনূর্ধ্ব-১১ থেকে অনূর্ধ্ব-১৯ বয়সী দলে অংশ নিয়েছেন।
তবে, কখনো ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেবার কথা ভাবেননি। গণমাধ্যম ও বাজারজাতকরণে ডিগ্রী লাভ করেন, ক্রিকেটকে অন্যদিকে রেখেছিলেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা২০১৩ সাল থেকে সেনুরান মুতুসামি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। কোয়াজুলু-নাটালের অল-রাউন্ডার সেনুরান মুতুসামি ডলফিন্সে থাকাকালীন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত ছিলেন। নিচেরদিকে মাঝারিসারির ব্যাটসম্যান ও বামহাতে স্পিন বোলিং করে থাকেন তিনি। এক পর্যায়ে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণে সক্ষমতা দেখান। বলকে ব্যাপকভাবে ঘুরাতে না পারলেও ধারাবাহিকতা ও চাতুর্য প্রদর্শনের কারণে সফল হয়েছেন।
২০১৫ সালের আফ্রিকা টি২০ কাপে কোয়াজুলু-নাটালের পক্ষে খেলার জন্যে মনোনীত হন।[২] আগস্ট, ২০১৭ সালে টি২০ গ্লোবাল লীগের উদ্বোধনী মৌসুমে কেপ টাউন নাইট রাইডার্সের সদস্য হন।[৩] তবে, অক্টোবর, ২০১৭ ক্রিকেট সাউথ আফ্রিকা কর্তৃপক্ষ শুরুতে ঐ প্রতিযোগিতাটি নভেম্বর, ২০১৮ সাল পর্যন্ত স্থগিত করে ও পরবর্তীতে বাতিল ঘোষণা করে।[৪] সেপ্টেম্বর, ২০১৮ সালে আফ্রিকা টি২০ কাপে কোয়াজুলু-নাটালের সদস্যরূপে সেনুরান মুতুসামিকে অন্তর্ভুক্ত করা হয়।[৫]
২০১৬-১৭ মৌসুম থেকে ডলফিন্সের নিয়মিত সদস্য হন। কুমার সাঙ্গাকারা’র ব্যাটিংয়ে উজ্জ্বীবিত হন। তার ব্যাটিংয়ের সাথে তাল মিলাতে থাকেন। তবে, খুব ধীরলয়ে উঁচুতে মারার দিকে অগ্রসর হন। পরের মৌসুমের গ্রীষ্মে আশাতীত সফলতা পান। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নাইটসের বিপক্ষে ব্যক্তিগত সেরা ১৮১ রানের ইনিংস খেলেন। পরবর্তীতে নিচেরদিকে চলে যান ও বোলিংয়ে মনোনিবেশ ঘটাতে থাকেন। এক পর্যায়ে বিশেষ প্রাধিকারপ্রাপ্ত ক্রিকেটে ২৬.৫৪ গড়ে ৩৩ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হন। ডলফিন্সের পক্ষ থেকে স্বীকৃতি পেতে থাকেন। বর্ষসেরা খেলোয়াড়সহ চারটি পুরস্কার কব্জায় আসে তার।
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন সেনুরান মুতুসামি। সবগুলো টেস্টই ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২ অক্টোবর, ২০১৯ তারিখে বিশাখাপত্তনমে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১০ অক্টোবর, ২০১৯ তারিখে পুনেতে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এখনো তাকে কোন ওডিআই কিংবা টি২০আইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
২০১৮ সালে ভারতে বার্ষিক স্পিন প্রশিক্ষণে দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেন। আগস্ট, ২০১৯ সালে ভারত গমনার্থে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে তার ঠাঁই হয়।[৬] সেপ্টেম্বর-অক্টোবর, ২০১৯ সালে জ্যেষ্ঠ দলের সফরকে ঘিরে দক্ষিণ আফ্রিকার এ দলের সদস্যরূপে ঐ দেশে গমন করেন। টেস্ট দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর, ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো খেলেন।[৭]
টেস্ট অভিষেক
সম্পাদনা২ অক্টোবর, ২০১৯ তারিখে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।[৮] ঐ খেলায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ২০ রানে কট এন্ড বোল্ড করে বিদেয় করে প্রথম উইকেটের সন্ধান পান।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Firmly South African' Senuran Muthusamy savours 'special' Test bow"। ESPN Cricinfo। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯।
- ↑ KwaZulu-Natal Squad / Players – ESPNcricinfo. Retrieved 31 August 2015.
- ↑ "T20 Global League announces final team squads"। T20 Global League। ৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "Cricket South Africa postpones Global T20 league"। ESPN Cricinfo। ১০ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭।
- ↑ "KwaZulu-Natal Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Nortje, Second and Muthusamy part of South Africa squads to India"। ESPN Cricinfo। ১৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৯।
- ↑ "Senuran Muthusamy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "1st Test, ICC World Test Championship at Visakhapatnam, Oct 2-6 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯।
- ↑ "Senuran Muthusamy - Know The Bowler Who Took Virat Kohli As His Debut Test Wicket"। News Nation। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে সেনুরান মুতুসামি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে সেনুরান মুতুসামি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)