সৌরাষ্ট্র ক্রিকেট দল

(Saurashtra cricket team থেকে পুনর্নির্দেশিত)

সৌরাষ্ট্র ক্রিকেট দল ভারতের ঘরোয়া ক্রিকেটে গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র অঞ্চলের প্রতিনিধিত্ব করে।

সৌরাষ্ট্র ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কজয়দেব উনাদকট
কোচনিরাজ ওদেদরা
মালিকসৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন
দলের তথ্য
স্বাগতিক মাঠসৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেককমনওয়েলথ একাদশ
১৯৫০ সালে
রাজকুমার কলেজ মাঠ, রাজকোট
রঞ্জি ট্রফি জয়
ইরানি ট্রফি জয়
বিজয় হাজারে ট্রফি জয়
দাপ্তরিক ওয়েবসাইটএসসিএ

ইতিহাস সম্পাদনা

সৌরাষ্ট্র দল গঠনের আগে নওয়ানগরপশ্চিম ভারত সৌরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করত। নওয়ানগর ১৯৩৬/৩৭ রঞ্জিতে চ্যাম্পিয়ন হয় ও ১৯৩৭/৩৮ মরসুমে রানার্স-আপ হয়।[১] ১৯৪৩/৪৪ মরসুমে পশ্চিম ভারত রঞ্জি চ্যাম্পিয়ন হয়।

সৌরাষ্ট্র রঞ্জি ট্রফিতে ১৯৫০/৫১ রঞ্জি ট্রফিতে প্রথম অংশ নেয়। ২০১২/১৩, ২০১৫/১৬, ২০১৮/১৯ সালে তারা রানার্স-আপ হয়। ২০১৯/২০ মরসুমে ফাইনালে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।[২]

ঘরের মাঠ সম্পাদনা

বিখ্যাত খেলোয়াড় সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Ranji Trophy espncricinfo.com.
  2. "Final, Rajkot, Mar 9 – Mar 13 2020, Ranji Trophy"Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১