ইরানি কাপ

(ইরানি ট্রফি থেকে পুনর্নির্দেশিত)

ইরানি কাপ ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের সূত্রপাত হয় ১৯৫৯-৬০ সাল নাগাদ, রনজি ট্রফি চ্যাম্পিয়নশিপের রজত জয়ন্তী উপলক্ষে। ১৯২৮ সালে বিসিসিআই-এর প্রতিষ্ঠাকালীন সদস্য জেড. আর. ইরানির নামে এই ট্রফির নামাঙ্কন হয় ১৯৭০ সালে।

ইরানি কাপ
দেশ ভারত
ব্যবস্থাপকবিসিসিআই
খেলার ধরনপ্রথম-শ্রেণীর ক্রিকেট
প্রথম টুর্নামেন্ট১৯৫৯–৬০
শেষ টুর্নামেন্ট২০১৮–১৯
পরবর্তী টুর্নামেন্ট২০২২–২৩
প্রতিযোগিতার ধরনএকটি ম্যাচ
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নবিদর্ভ (২য় শিরোপা)
সর্বাধিক সফলঅবশিষ্ট ভারত (২৮টি শিরোপা)
যোগ্যতারঞ্জি ট্রফি
সর্বাধিক রানওয়াসিম জাফর (১,২৯৪)[]
সর্বাধিক উইকেটপদ্মাকর শিবালকর (৫১)[]

নিম্নলিখিত তালিকার মাধ্যমে ইরানি কাপের মরসুমভিত্তিক ফলাফলকে তুলে ধরা হয়েছে:[]

মৌসুম বিজয়ী ফলাফল বিপক্ষ মাঠ
১৯৫৯-৬০ বোম্বে ১ম ইনিংসের লিড অবশিষ্ট ভারত ফিরোজ শাহ কোটলা
১৯৬০-৬১ অনুষ্ঠিত হয়নি
১৯৬২-৬৩ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত ব্রেবোর্ন স্টেডিয়াম
১৯৬৩-৬৪ বোম্বে ১০৯ রানে জয়ী অবশিষ্ট ভারত নীলম সঞ্জীব রেড্ডি স্টেডিয়াম
১৯৬৪-৬৫ অনুষ্ঠিত হয়নি
১৯৬৫-৬৬ বোম্বে / অবশিষ্ট ভারত
(ভাগাভাগি)
জওহরলাল নেহরু স্টেডিয়াম (চেন্নাই)
১৯৬৬-৬৭ অবশিষ্ট ভারত ৬ উইকেট বোম্বে ইডেন গার্ডেনস
১৯৬৭-৬৮ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত ব্রেবোর্ন স্টেডিয়াম
১৯৬৮-৬৯ অবশিষ্ট ভারত ১১৯ রানে জয়ী বোম্বে ব্রেবোর্ন স্টেডিয়াম
১৯৬৯-৭০ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত পুনে ক্লাব গ্রাউন্ড
১৯৭০-৭১ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত ইডেন গার্ডেনস
১৯৭১-৭২ অবশিষ্ট ভারত ১১৯ রানে জয়ী বোম্বে ব্রেবোর্ন স্টেডিয়াম
১৯৭২-৭৩ বোম্বে ২২০ রানে জয়ী অবশিষ্ট ভারত নেহরু স্টেডিয়াম, পুনে
১৯৭৩-৭৪ অবশিষ্ট ভারত ১ম ইনিংস লিড বোম্বে এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
১৯৭৪-৭৫ কর্ণাটক ১ম ইনিংসে লিড অবশিষ্ট ভারত সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ
১৯৭৫-৭৬ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১৯৭৬-৭৭ বোম্বে ১০ উইকেট অবশিষ্ট ভারত ফিরোজ শাহ কোটলা
১৯৭৭-৭৮ অবশিষ্ট ভারত ইনিংস এবং ১৬৮ রান বোম্বে ওয়াংখেড়ে স্টেডিয়াম
১৯৭৮-৭৯ অবশিষ্ট ভারত ৯ উইকেট কর্ণাটক এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
১৯৭৯-৮০ অনুষ্ঠিত হয়নি
১৯৮০-৮১ দিল্লি ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত ফিরোজ শাহ কোটলা
১৯৮১-৮২ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত নেহরু স্টেডিয়াম, ইন্দোর
১৯৮২-৮৩ অবশিষ্ট ভারত ৫ উইকেট দিল্লি ফিরোজ শাহ কোটলা
১৯৮৩-৮৪ কর্ণাটক ১ম ইনিংসে লিড অবশিষ্ট ভারত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড
১৯৮৪-৮৫ অবশিষ্ট ভারত ৪ উইকেট বোম্বে ফিরোজ শাহ কোটলা
১৯৮৫-৮৬ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
১৯৮৬-৮৭ অবশিষ্ট ভারত ইনিংস এবং ২৩২ রান দিল্লি বরকতুল্লাহ খান স্টেডিয়াম
১৯৮৭-৮৮ হায়দ্রাবাদ ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত জিমখানা মাঠ, সেকেন্দ্রাবাদ
১৯৮৮-৮৯ তামিলনাড়ু ৩ উইকেট অবশিষ্ট ভারত এমএ চিদাম্বরম স্টেডিয়াম
১৯৮৯-৯০ দিল্লি ৩০৯ রান অবশিষ্ট ভারত ওয়াংখেড়ে স্টেডিয়াম
১৯৯০-৯১ অবশিষ্ট ভারত ১ম ইনিংস লিড বাংলা এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
১৯৯১-৯২ হরিয়ানা ৪ উইকেট অবশিষ্ট ভারত নাহার সিং স্টেডিয়াম
১৯৯২-৯৩ অবশিষ্ট ভারত ইনিংস এবং ১২২ রান দিল্লি ফিরোজ শাহ কোটলা
১৯৯৩-৯৪ অবশিষ্ট ভারত ১৮১ রান পাঞ্জাব পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম
১৯৯৪-৯৫ বোম্বে ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত ওয়াংখেড়ে স্টেডিয়াম
১৯৯৫-৯৬ বোম্বে ৯ উইকেট অবশিষ্ট ভারত ওয়াংখেড়ে স্টেডিয়াম
১৯৯৬-৯৭ কর্ণাটক ৫ উইকেট অবশিষ্ট ভারত এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
১৯৯৭-৯৮ মুম্বই ৫৪ রান অবশিষ্ট ভারত ওয়াংখেড়ে স্টেডিয়াম
১৯৯৮-৯৯ কর্ণাটক ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
১৯৯৯-০০ অবশিষ্ট ভারত ইনিংস এবং ৬০ রান কর্ণাটক এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
২০০০-০১ অবশিষ্ট ভারত ১০ উইকেট মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়াম
২০০১-০২ অবশিষ্ট ভারত ৬ উইকেট বরোদা বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
২০০২-০৩ রেলওয়ে ৫ উইকেট অবশিষ্ট ভারত কারনাইল সিং স্টেডিয়াম
২০০৩-০৪ অবশিষ্ট ভারত ৩ উইকেট মুম্বই এমএ চিদাম্বরম স্টেডিয়াম
২০০৪-০৫ অবশিষ্ট ভারত ২৯০ রান মুম্বই পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম
২০০৫-০৬ রেলওয়ে ৯ উইকেট অবশিষ্ট ভারত কারনাইল সিং স্টেডিয়াম
২০০৬-০৭ অবশিষ্ট ভারত ৯ উইকেট উত্তর প্রদেশ বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
২০০৭-০৮ অবশিষ্ট ভারত ৯ উইকেট মুম্বই মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড
২০০৮-০৯ অবশিষ্ট ভারত ১৮৭ রান দিল্লি রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম
২০০৯-১০ অবশিষ্ট ভারত ১ম ইনিংস লিড মুম্বই বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
২০১০-১১ অবশিষ্ট ভারত ৩৬১ রান মুম্বই সাওয়াই মানসিংহ স্টেডিয়াম
২০১১-১২ অবশিষ্ট ভারত ৪০৪ রান রাজস্থান সাওয়াই মানসিংহ স্টেডিয়াম
২০১২-১৩ অবশিষ্ট ভারত ইনিংস এবং ৭৯ রান রাজস্থান এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
২০১৩ অবশিষ্ট ভারত ১ম ইনিংস লিড মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়াম
২০১৩-১৪ কর্ণাটক ইনিংস এবং ২২২ রান অবশিষ্ট ভারত এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
২০১৪-১৫ কর্ণাটক ২৪৬ রান অবশিষ্ট ভারত এম. চিন্নাস্বামী স্টেডিয়াম
২০১৫-১৬ অবশিষ্ট ভারত ৪ উইকেট মুম্বই ব্রেবোর্ন স্টেডিয়াম
২০১৬-১৭ অবশিষ্ট ভারত ৬ উইকেট গুজরাট ব্রেবোর্ন স্টেডিয়াম
২০১৭-১৮ বিদর্ভ ১ম ইনিংসের লিড অবশিষ্ট ভারত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
২০১৮-১৯ বিদর্ভ ১ম ইনিংস লিড অবশিষ্ট ভারত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
২০১৯–২০ অবশিষ্ট ভারত ৮ উইকেটে জয়ী সৌরাষ্ট্র সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট
২০২০-২১ অনুষ্ঠিত হয়নি

দল অনুযায়ী

সম্পাদনা
দল উপস্থিতি জয় হার ড্র শেষ জয় শেষ উপস্থিতি
অবশিষ্ট ভারত ৫৭ ২৪ ২৫ ২০২২ ২০২২
মুম্বই (বোম্বে) ২৯ ১২ ১২ ১৯৯৭ ২০১৬
কর্ণাটক ২০১৪ ২০১৫
দিল্লি ১৯৮৯ ২০০৮
রেলওয়ে ২০০৫ ২০০৫
বিদর্ভ - ২০১৯
রাজস্থান - ২০১২
হায়দ্রাবাদ ১৯৮৭ ১৯৮৭
তামিলনাড়ু ১৯৮৮ ১৯৮৮
হরিয়ানা ১৯৯১ ১৯৯১
বাংলা - ১৯৯০
পাঞ্জাব - ১৯৯৩
বরোদা - ২০০১
উত্তর প্রদেশ - ২০০৬
গুজরাট - ২০১৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Records | Irani Cup (Irani Trophy) | Most Runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯ 
  2. "Records | Irani Cup (Irani Trophy) | Most Wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯ 
  3. "Irani Trophy"