রেস্ট অব ইন্ডিয়া ক্রিকেট দল

(রেস্ট অফ ইন্ডিয়া ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)

রেস্ট অব ইন্ডিয়া ক্রিকেট দল হল ভারতের একটি প্রথম-শ্রেণির ক্রিকেট দল যা ক্রমাগত পরিবর্তিত হয়, মৌসুমের বর্তমান রঞ্জি ট্রফি বিজয়ী ছাড়া সারা দেশের খেলোয়াড়দের দ্বারা গঠিত।[] [] এটি বার্ষিক ইরানি কাপ, "দ্য বেস্ট বনাম বেস্ট অব দ্য রেস্ট" টুর্নামেন্টের জন্য রঞ্জি ট্রফি বিজয়ীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটি আনুষ্ঠানিকভাবে ১৯৫৯-৬০ মৌসুমে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৮ মার্চ ১৯৬০ তারিখে বোম্বে ক্রিকেট দলের (বর্তমানে মুম্বই) বিপক্ষে প্রথম ম্যাচ খেলে। রেস্ট অব ভারত ক্রিকেট ৩০ বার টুর্নামেন্ট জিতেছিল এবং দুবার যৌথভাবে ট্রফি ভাগ করেছিলেন (১৯৬৫-৬৬ সালে বোম্বে এবং ১৯৭৯-৮০ সালে দিল্লির সাথে)।

রেস্ট অব ইন্ডিয়া
রেস্ট অব ভারত ক্রিকেট দলের লোগো
কর্মীবৃন্দ
অধিনায়করুতুরাজ গায়কোয়াড়
দলের তথ্য
রংসাদা (টেস্ট ক্রিকেটের জার্সি)
প্রতিষ্ঠা১৯৬০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকবোম্বে
১৯৬০ সালে
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
ইরানি কাপ জয়৩২ (৩০বার জয় এবং ২বার যৌথভাবে)
২০২৪–২৫ ইরানি কাপ

সাফল্য

সম্পাদনা

অধিনায়ক

সম্পাদনা
বছর অধিনায়ক রঞ্জি দল
১৯৫৯ নরি কন্ট্রাক্টর গুজরাত
১৯৬২ পঙ্কজ রায় বাংলা
১৯৬৩ চান্দু বোর্দে মহারাষ্ট্র
১৯৬৫
১৯৬৬ মনসুর আলি খান পতৌদি হায়দ্রাবাদ[]
১৯৬৭
১৯৬৮ হনুমন্ত সিং
১৯৬৯ মনসুর আলি খান পতৌদি
১৯৭০ চান্দু বোর্দে বরোদা
১৯৭১ শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন মাদ্রাজ
১৯৭২
১৯৭৩ ইরাপল্লী প্রসন্ন কর্ণাটক
১৯৭৪ মনসুর আলি খান পতৌদি হায়দ্রাবাদ
১৯৭৫ বিষেন সিং বেদী দিল্লি
১৯৭৬
১৯৭৭ পার্থসারথী শর্মা রাজস্থান
১৯৭৮ শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন মাদ্রাজ
১৯৭৯
১৯৮০ সুনীল গাভাস্কার বোম্বে
১৯৮১ গুন্ডাপ্পা বিশ্বনাথ কর্ণাটক
১৯৮২ সুনীল গাভাস্কার বোম্বে
১৯৮৩ মহিন্দর অমরনাথ দিল্লি
১৯৮৪ কপিল দেব হরিয়ানা
১৯৮৫ কপিল দেব হরিয়ানা
১৯৮৬ দিলীপ বেঙ্গসরকার বোম্বে
১৯৮৭ অরুণ লাল বাংলা
১৯৮৮ অরুণ লাল বাংলা
১৯৮৯ লালচাঁদ রাজপুত
১৯৯০ রবি শাস্ত্রী বোম্বে
১৯৯১ সৈয়দ কিরমানী কর্ণাটক
১৯৯২ বুরকেরি রমন তামিলনাড়ু
১৯৯৩ সঞ্জয় মাঞ্জরেকার বোম্বে
১৯৯৪ প্রবীণ আম্রে
১৯৯৫ নয়ন মোঙ্গিয়া বরোদা
১৯৯৬ নবজ্যোত সিং সিধু পাঞ্জাব
১৯৯৭ অনিল কুম্বলে কর্ণাটক
১৯৯৮ ভিভিএস লক্ষ্মণ হায়দ্রাবাদ
১৯৯৯ নয়ন মোঙ্গিয়া বরোদা
২০০০ ভিভিএস লক্ষ্মণ হায়দ্রাবাদ
২০০১ ভিভিএস লক্ষ্মণ হায়দ্রাবাদ
২০০২ যুবরাজ সিং পাঞ্জাব
২০০৩ সৌরভ গাঙ্গুলী বাংলা
২০০৪ দিনেশ মোঙ্গিয়া পাঞ্জাব
২০০৫ গৌতম গম্ভীর দিল্লি
২০০৬ ওয়াসিম জাফর মুম্বই
২০০৭ মোহাম্মদ কাইফ উত্তরপ্রদেশ
২০০৮ অনিল কুম্বলে কর্ণাটক
২০০৯ বীরেন্দ্র শেবাগ দিল্লি
২০১০ যুবরাজ সিং পাঞ্জাব
২০১১ পার্থিব প্যাটেল গুজরাত
২০১২ চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্র
২০১৩ বীরেন্দ্র শেবাগ দিল্লি
২০১৪ হরভজন সিং পাঞ্জাব
২০১৫ মনোজ তিওয়ারি বাংলা
২০১৬ নমন ওঝা মধ্যপ্রদেশ
২০১৭ চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্র
২০১৮ করুণ নায়ার কর্ণাটক
২০১৯ অজিঙ্কা রাহানে মুম্বই
২০২০ হনুমা বিহারী অন্ধ্র
২০২২ মায়াঙ্ক আগরওয়াল কর্ণাটক
২০২৩ হনুমা বিহারী অন্ধ্র
২০২৪ রুতুরাজ গায়কোয়াড় মহারাষ্ট্র

দলীয় সদস্য

সম্পাদনা

  রেস্ট অব ইন্ডিয়া[]
অধিনায়ক
রুতুরাজ গায়কোয়াড়
ব্যাটসম্যান
উইকেট-রক্ষক
অলরাউন্ডার
বোলার

অন্যান্য ফর্ম

সম্পাদনা

ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড ভারতের রেস্ট দলের নাম দিয়েছিলেন। এরা আন্তর্জাতিক দলগুলির বিরুদ্ধে সফর ম্যাচ খেলেছে এবং ১৯৭১-১৯৭২ সালে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ৩টি প্রথম-শ্রেণীর ম্যাচের একটি সিরিজ খেলেছে।[] একটি তালিকা লিস্ট এ "রেস্ট সেরা বনাম সেরা" ম্যাচটি ২ অক্টোবর ১৯৮৯ তারিখে রেস্ট অব ইন্ডিয়া এবং ১৯৮৯-৯০ দেওধর ট্রফির বিজয়ী পশ্চিম অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Team Profile at Cricketarchive
  2. Team Profile at ESPNcricinfo
  3. "The Hyderabad Connection"The New Indian Express। ১৬ মে ২০১২। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৫ 
  4. "Kishan picked in Rest of India squad for Irani Cup"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৪ 
  5. "Defence_Fund_Match_1971-72" 
  6. "Deodhar Trophy Winners v Rest 1989/90"