ইরানি কাপ
ইরানি কাপ ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের সূত্রপাত হয় ১৯৫৯-৬০ সাল নাগাদ, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নশিপের রজত জয়ন্তী উপলক্ষে। ১৯২৮ সালে বিসিসিআই-এর প্রতিষ্ঠাকালীন সদস্য জেড. আর. ইরানির নামে এই ট্রফির নামাঙ্কন হয় ১৯৭০ সালে।
ইরানি কাপ | |
---|---|
দেশ | ভারত |
ব্যবস্থাপক | বিসিসিআই |
খেলার ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ১৯৫৯–৬০ |
শেষ টুর্নামেন্ট | ২০২৩–২৪ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২৪–২৫ |
প্রতিযোগিতার ধরন | একটি ম্যাচ |
দলের সংখ্যা | ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | মুম্বই (১৬তম শিরোপা) |
সর্বাধিক সফল | রেস্ট অব ইন্ডিয়া (৩২টি শিরোপা) |
যোগ্যতা | রঞ্জি ট্রফি |
সর্বাধিক রান | ওয়াসিম জাফর (১,২৯৪)[১] |
সর্বাধিক উইকেট | পদ্মাকর শিবালকর (৫১)[২] |
ফলাফল
সম্পাদনানিম্নলিখিত তালিকার মাধ্যমে ইরানি কাপের মৌসুমভিত্তিক ফলাফলকে তুলে ধরা হয়েছে:[৩]
পরিসংখ্যান
সম্পাদনাদলের পরিসংখ্যান
সম্পাদনাউপস্থিতি | ||||
---|---|---|---|---|
দল | মোট | বিজয়ী | রানার্স-আপ | যৌথভাবে/ কোনো ফলাফল নেই |
রেস্ট অব ইন্ডিয়া | ৬২ | ৩০ | ৩০ | ২ |
মুম্বই | ৩০ | ১৫ | ১৪ | ১ |
কর্ণাটক | ৮ | ৬ | ২ | - |
দিল্লি | ৭ | ২ | ৪ | ১ |
রেলওয়ে | ২ | ২ | ০ | - |
রাজস্থান | ২ | ২ | ০ | - |
বিদর্ভ | ২ | ২ | ০ | - |
সৌরাষ্ট্র | ২ | ০ | ২ | - |
হায়দ্রাবাদ | ১ | ১ | ০ | - |
তামিলনাড়ু | ১ | ১ | ০ | - |
হরিয়ানা | ১ | ১ | ০ | - |
বাংলা | ১ | ০ | ১ | - |
পাঞ্জাব | ১ | ০ | ১ | - |
বরোদা | ১ | ০ | ১ | - |
উত্তরপ্রদেশ | ১ | ০ | ১ | - |
গুজরাট | ১ | ০ | ১ | - |
মধ্যপ্রদেশ | ১ | ০ | ১ | - |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Records | Irani Cup (Irani Trophy) | Most Runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ "Records | Irani Cup (Irani Trophy) | Most Wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ "Irani Trophy"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইরানি ট্রফির সংক্ষিপ্ত ইতিহাস রেডিফ_ভারত.কমে
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট বিসিসিআই.কমে
- ইরানি ট্রফি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ মার্চ ২০১৬ তারিখে স্পোর্টস১৯৫.কমে
- ইরানি ট্রফির সব ম্যাচের সূচি ক্রিকেটআর্কাইভ.কমে