ইরানি কাপ
ইরানি কাপ ভারতের একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের সূত্রপাত হয় ১৯৫৯-৬০ সাল নাগাদ, রনজি ট্রফি চ্যাম্পিয়নশিপের রজত জয়ন্তী উপলক্ষে। ১৯২৮ সালে বিসিসিআই-এর প্রতিষ্ঠাকালীন সদস্য জেড. আর. ইরানির নামে এই ট্রফির নামাঙ্কন হয় ১৯৭০ সালে।
ইরানি কাপ | |
---|---|
দেশ | ভারত |
ব্যবস্থাপক | বিসিসিআই |
খেলার ধরন | প্রথম-শ্রেণীর ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ১৯৫৯–৬০ |
শেষ টুর্নামেন্ট | ২০১৮–১৯ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২২–২৩ |
প্রতিযোগিতার ধরন | একটি ম্যাচ |
দলের সংখ্যা | ২ |
বর্তমান চ্যাম্পিয়ন | বিদর্ভ (২য় শিরোপা) |
সর্বাধিক সফল | অবশিষ্ট ভারত (২৮টি শিরোপা) |
যোগ্যতা | রঞ্জি ট্রফি |
সর্বাধিক রান | ওয়াসিম জাফর (১,২৯৪)[১] |
সর্বাধিক উইকেট | পদ্মাকর শিবালকর (৫১)[২] |
ফলাফল
সম্পাদনানিম্নলিখিত তালিকার মাধ্যমে ইরানি কাপের মরসুমভিত্তিক ফলাফলকে তুলে ধরা হয়েছে:[৩]
দল অনুযায়ী
সম্পাদনাদল | উপস্থিতি | জয় | হার | ড্র | শেষ জয় | শেষ উপস্থিতি |
---|---|---|---|---|---|---|
অবশিষ্ট ভারত | ৫৭ | ২৪ | ২৫ | ৮ | ২০২২ | ২০২২ |
মুম্বই (বোম্বে) | ২৯ | ১২ | ১২ | ৫ | ১৯৯৭ | ২০১৬ |
কর্ণাটক | ৮ | ৬ | ২ | ০ | ২০১৪ | ২০১৫ |
দিল্লি | ৬ | ২ | ৪ | ০ | ১৯৮৯ | ২০০৮ |
রেলওয়ে | ২ | ২ | ০ | ০ | ২০০৫ | ২০০৫ |
বিদর্ভ | ২ | ০ | ০ | ২ | - | ২০১৯ |
রাজস্থান | ২ | ০ | ২ | ০ | - | ২০১২ |
হায়দ্রাবাদ | ১ | ১ | ০ | ০ | ১৯৮৭ | ১৯৮৭ |
তামিলনাড়ু | ১ | ১ | ০ | ০ | ১৯৮৮ | ১৯৮৮ |
হরিয়ানা | ১ | ১ | ০ | ০ | ১৯৯১ | ১৯৯১ |
বাংলা | ১ | ০ | ০ | ১ | - | ১৯৯০ |
পাঞ্জাব | ১ | ০ | ১ | ০ | - | ১৯৯৩ |
বরোদা | ১ | ০ | ১ | ০ | - | ২০০১ |
উত্তর প্রদেশ | ১ | ০ | ১ | ০ | - | ২০০৬ |
গুজরাট | ১ | ০ | ১ | ০ | - | ২০১৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Records | Irani Cup (Irani Trophy) | Most Runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ "Records | Irani Cup (Irani Trophy) | Most Wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৯।
- ↑ "Irani Trophy"।