মেরিনা এরিনা

ভারতের তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম

জওহরলাল নেহেরু স্টেডিয়াম, বা মেরিনা এরিনা তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম। বর্তমানে এটি ফুটবল ম্যাচ ও অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হয়।

জওহরলাল নেহেরু স্টেডিয়াম, চেন্নাই
মেরিনা এরিনা
মানচিত্র
অবস্থানচেন্নাই, ভারত
ধারণক্ষমতা৪০,০০০
উপরিভাগঘাস; সঙ্গে একটি অলিম্পিক শ্রেণীর অ্যাথলেটিক ট্র্যাক

কাঠামো ও গঠন

সম্পাদনা

পূর্ববর্তী মাদ্রাজ চিড়িয়াখানার জায়গাটিতে এই মাঠটি গড়ে তোলা হয়।

বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগ এর চেন্নাই দলের ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ইন্ডিয়ান সুপার লীগ-এর আসরে চেন্নাই দলের ঘরের মাঠ হিসেবে সেমি-ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ পায়। অতি বর্ষার কারণে মাঠ জলমগ্ন হয়ে পরায় সেটি পুণে-তে স্থানান্তরিত হয়।

চিত্রাশালা

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা