মেরিনা এরিনা
ভারতের তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম
(জওহরলাল নেহরু স্টেডিয়াম (চেন্নাই) থেকে পুনর্নির্দেশিত)
জওহরলাল নেহেরু স্টেডিয়াম, বা মেরিনা এরিনা তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত একটি ফুটবল স্টেডিয়াম। বর্তমানে এটি ফুটবল ম্যাচ ও অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হয়।
মেরিনা এরিনা | |
অবস্থান | চেন্নাই, ভারত |
---|---|
ধারণক্ষমতা | ৪০,০০০ |
উপরিভাগ | ঘাস; সঙ্গে একটি অলিম্পিক শ্রেণীর অ্যাথলেটিক ট্র্যাক |
কাঠামো ও গঠন
সম্পাদনাপূর্ববর্তী মাদ্রাজ চিড়িয়াখানার জায়গাটিতে এই মাঠটি গড়ে তোলা হয়।
ম্যাচ
সম্পাদনাবর্তমানে ইন্ডিয়ান সুপার লীগ এর চেন্নাই দলের ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ইন্ডিয়ান সুপার লীগ-এর আসরে চেন্নাই দলের ঘরের মাঠ হিসেবে সেমি-ফাইনাল ম্যাচ আয়োজনের সুযোগ পায়। অতি বর্ষার কারণে মাঠ জলমগ্ন হয়ে পরায় সেটি পুণে-তে স্থানান্তরিত হয়।
চিত্রাশালা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা