বাংলা ক্রিকেট দল
ভারতের ক্রিকেট দল
বাংলা ক্রিকেট দল পূর্ব ভারতের একটি ক্রিকেট দল। বাংলা দল রঞ্জি ট্রফির একটি অন্যতম সেরা দল এবং ২০০৫-২০০৬ ও ২০০৬-২০০৭ ক্রিকেট বর্ষে পর পর দুই বার রানার্স-আপ হয়। [১] বাংলা বর্তমান (২০১২) বিজয় হাজারে ট্রফি (যা রনজি ট্রফির একদিনের সংস্করণ হিসেবে পরিচিত) চ্যাম্পিয়ন। তারা ফাইনালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলীর এর অধিনায়কত্বে মুম্বাই-কে পরাজিত করে।[২]
![]() | |
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | ![]() |
কোচ | সাইরাজ বাহুতুলে |
মালিক | ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯০৮ |
স্বাগতিক মাঠ | ইডেন গার্ডেনস |
ধারণক্ষমতা | ৬৭,০০০ |
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সম্পাদনা
সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেট গভর্নিং বডি ।
কর্মকর্তা সম্পাদনা
পদ | নাম | |
---|---|---|
১ | সিএবি প্রেসিডেন্ট | অভিষেক ডালমিয়া |
২ | সিএবি কোষাধ্যক্ষ | বিশ্বরূপ দে |
৩ | যুগ্ম সচিব |
|
বিখ্যাত খেলোয়াড় সম্পাদনা
- সৌরভ গাঙ্গুলী
- পঙ্কজ রায়
- গোপাল বোস
- অরুণ লাল
- জাগাদ্দিপেন্দ্র নারায়ন
- মনোজ তিওয়ারী
- অশোক দিন্দা
- ঋদ্ধিমান সাহা
- রণদেব বোস
- শ্রীবত্স গোস্বামী
- অভিষেক ঝুনঝুনওয়ালা
- সামি আহমেদ
- লক্ষ্মীরতন শুক্ল
সেরা পারফরম্যানস সম্পাদনা
বাংলা ক্রিকেট দলের সেরা পারফরম্যানস গুলো নিচে দেওয়া হলো:[৩]
স্থান | সাল |
---|---|
বিজয়ী | ১৯৮৯-৯০, ১৯৩৮-৩৯ |
রানার আপ | ২০০৬-০৭, ২০০৫-০৬, ১৯৯৩-৯৪, ১৯৮৮-৮৯, ১৯৭১-৭২, ১৯৬৮-৬৯, ১৯৫৮-৫৯, ১৯৫৫-৫৬, ১৯৫২-৫৩, ১৯৪৩-৪৪, ১৯৩৬-৩৭ |
বর্তমান দল সম্পাদনা
নিচে বাংলা ক্রিকেট দলের বর্তমান সদস্য তালিকা দেওয়া হলো:[৪]
- মনোজ তিওয়ারী (অধিনায়ক)
- ঋদ্ধিমান সাহা (সহ-অধিনায়ক)
- অরিন্দম দাস
- অশোক দিন্দা
- অরিন্দম ঘোষ
- অনুষ্টুপ মজুমদার
- ইরেশ সাক্সেনা
- সামি আহমেদ
- রোহন ব্যানার্জী
- পার্থসারথি ভট্টাচার্য্য
- অনির্বাণ গুপ্ত
- ঈশান পোড়েল
- দিব্যেন্দু চক্রবর্তী
- অর্ণব নন্দী
- সৌরভ সরকার
মানচিত্রে সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ Ranji Trophy Winners
- ↑ http://www.espncricinfo.com/indiandomestic2010/engine/match/526378.html
- ↑ "রঞ্জী ট্রফি বিজেতা"। ইএসপিএন ক্রিকেট তথ্য। সংগ্রহের তারিখ আগস্ট ২, ২০১১।
- ↑ "বর্তমান বাংলা দল"।