বাংলা ক্রিকেট দল

ভারতের ক্রিকেট দল

বাংলা ক্রিকেট দল পূর্ব ভারতের একটি ক্রিকেট দল। বাংলা দল রঞ্জি ট্রফির একটি অন্যতম সেরা দল এবং ২০০৫-২০০৬ ও ২০০৬-২০০৭ ক্রিকেট বর্ষে পর পর দুই বার রানার্স-আপ হয়। [১] বাংলা বর্তমান (২০১২) বিজয় হাজারে ট্রফি (যা রনজি ট্রফির একদিনের সংস্করণ হিসেবে পরিচিত) চ্যাম্পিয়ন। তারা ফাইনালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলীর এর অধিনায়কত্বে মুম্বাই-কে পরাজিত করে।[২]

বাংলা ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কভারত অভিমন্যু ঈশ্বরণ
কোচসাইরাজ বাহুতুলে
মালিকক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯০৮
স্বাগতিক মাঠইডেন গার্ডেনস
ধারণক্ষমতা৬৭,০০০

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সম্পাদনা

সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেট গভর্নিং বডি ।

কর্মকর্তা সম্পাদনা

পদ নাম
সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া
সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে
যুগ্ম সচিব
  • সুবীর গঙ্গোপাধ্যায়

বিখ্যাত খেলোয়াড় সম্পাদনা

সেরা পারফরম্যানস সম্পাদনা

বাংলা ক্রিকেট দলের সেরা পারফরম্যানস গুলো নিচে দেওয়া হলো:[৩]

স্থান সাল
বিজয়ী ১৯৮৯-৯০, ১৯৩৮-৩৯
রানার আপ ২০০৬-০৭, ২০০৫-০৬, ১৯৯৩-৯৪, ১৯৮৮-৮৯, ১৯৭১-৭২, ১৯৬৮-৬৯, ১৯৫৮-৫৯, ১৯৫৫-৫৬, ১৯৫২-৫৩, ১৯৪৩-৪৪, ১৯৩৬-৩৭

বর্তমান দল সম্পাদনা

নিচে বাংলা ক্রিকেট দলের বর্তমান সদস্য তালিকা দেওয়া হলো:[৪]

  1. মনোজ তিওয়ারী (অধিনায়ক)
  2. ঋদ্ধিমান সাহা (সহ-অধিনায়ক)
  3. অরিন্দম দাস
  4. অশোক দিন্দা
  5. অরিন্দম ঘোষ
  6. অনুষ্টুপ মজুমদার
  7. ইরেশ সাক্সেনা
  8. সামি আহমেদ
  9. রোহন ব্যানার্জী
  10. পার্থসারথি ভট্টাচার্য্য
  11. অনির্বাণ গুপ্ত
  12. ঈশান পোড়েল
  13. দিব্যেন্দু চক্রবর্তী
  14. অর্ণব নন্দী
  15. সৌরভ সরকার

মানচিত্রে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ranji Trophy Winners
  2. http://www.espncricinfo.com/indiandomestic2010/engine/match/526378.html
  3. "রঞ্জী ট্রফি বিজেতা"। ইএসপিএন ক্রিকেট তথ্য। সংগ্রহের তারিখ আগস্ট ২, ২০১১ 
  4. "বর্তমান বাংলা দল" 

বহিঃসংযোগ সম্পাদনা