জাতীয় ক্রিকেট লীগ
জাতীয় ক্রিকেট লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রথম-শ্রেণীর ক্রিকেট লীগ।
জাতীয় ক্রিকেট লীগ | |
---|---|
![]() | |
দেশ | ![]() |
ব্যবস্থাপক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
খেলার ধরন | প্রথম-শ্রেণী |
প্রথম টুর্নামেন্ট | ১৯৯৯–০০ |
শেষ টুর্নামেন্ট | ২০১৮–১৯ |
দলের সংখ্যা | ৮ |
বর্তমান চ্যাম্পিয়ন | রাজশাহী বিভাগ (৬ষ্ঠ শিরোপা) |
সর্বাধিক সফল | খুলনা বিভাগ রাজশাহী বিভাগ (উভয়ের ৬ টি শিরোপ) |
![]() |
ইতিহাস ও বিন্যাসসম্পাদনা
১৯৯৯–০০ মৌসুমে প্রথম আসর শুরু হলেও ওই আসরের প্রথম শ্রেণীর মর্যাদা ছিলো না। ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পেলে পরের মৌসুম থেকে এই আসর প্রথম-শ্রেণীর মর্যাদা পায়।
২০১১–১২ থেকে প্রতিযোগিতায় ৮টি দল আছে।২০১৪–১৫ পর্যন্ত প্রত্যেক দল বাকি দলগুলোর সাথে একবার করে খেলে। তবে ২০১৫–১৬ মৌসুম থেকে তা ৪ টি করে দুই স্তরে ভাগ করে দেওয়া হয়। প্রথম স্তরের সর্বোচ্চ দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রথম স্তরের ৪র্থ দল দ্বিতীয় স্তরের নেমে যায় এবং দ্বিতীয় স্তরের ১ম দল প্রথম স্তরে উঠে আসে।[১]
দলসমূহসম্পাদনা
দল | ঘরের মাঠ | অংশগ্রহণ | শিরোপা |
---|---|---|---|
বরিশাল বিভাগ | বরিশাল বিভাগীয় স্টেডিয়াম | ১৯৯৯–২০০০ থেকে | ০ |
বিমান বাংলাদেশ এয়ারলাইনস | বিকেএসপি মাঠ | শুধুমাত্র ২০০০–০১ | ১ |
চট্টগ্রাম বিভাগ | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | ১৯৯৯–২০০০ থেকে | ১ |
ঢাক বিভাগ | খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম | ১৯৯৯–২০০০ থেকে | ৫ |
ঢাকা মেট্রোপলিশ | শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম | ২০০০-০১ এবং ২০১১–১২ থেকে | ০ |
খুলনা বিভাগ | শেখ আবু নাসের স্টেডিয়াম | ১৯৯৯–২০০০ থেকে | ৬ |
রাজশাহী বিভাগ | রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম | ১৯৯৯–২০০০ থেকে | ৬ |
রংপুর বিভাগ | রংপুর ক্রিকেট গার্ডেন | ২০১১–১২ | ১ |
সিলেট বিভাগ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ১৯৯৯–২০০০ থেকে | ০ |
জাতীয় ক্রিকেট লীগ বিজয়ীসম্পাদনা
জাতীয় ক্রিকেট লীগ জয়ী দলগুলো হলো:[২]
- ১৯৯৯–০০ – চট্টগ্রাম বিভাগ (বি.দ্র: ১৯৯৯–০০ আসরটি প্রথম–শ্রেণীর মর্যাদাভূক্ত ছিলো না)
- ২০০০–০১ – বিমান বাংলাদেশ এয়ারলাইনস
- ২০০১–০২ – ঢাকা বিভাগ
- ২০০২–০৩ – খুলনা বিভাগ
- ২০০৩–০৪ – ঢাকা বিভাগ
- ২০০৪–০৫ – ঢাকা বিভাগ
- ২০০৫–০৬ – রাজশাহী বিভাগ
- ২০০৬–০৭ – ঢাকা বিভাগ
- ২০০৭–০৮ – খুলনা বিভাগ
- ২০০৮–০৯ – রাজশাহী বিভাগ
- ২০০৯–১০ – রাজশাহী বিভাগ
- ২০১০–১১ – রাজশাহী বিভাগ
- ২০১১–১২ – রাজশাহী বিভাগ
- ২০১২–১৩ – খুলনা বিভাগ
- ২০১৩–১৪ – ঢাকা বিভাগ
- ২০১৪–১৫ – রংপুর বিভাগ
- ২০১৫–১৬ – খুলনা বিভাগ
- ২০১৬–১৭ – খুলনা বিভাগ
- ২০১৭–১৮ – খুলনা বিভাগ
- ২০১৮–১৯ – রাজশাহী বিভাগ
জাতীয় ক্রিকেট লীগ লিস্ট এ বিজয়ীসম্পাদনা
- ২০০০–০১ – বিমান বাংলাদেশি এয়ারলাইনস (১/১)
- ২০০১–০২ – সিলেট বিভাগ (১/১)
- ২০০২–০৩ – খুলনা বিভাগ (১/১)
- ২০০৩–০৪ – চট্টগ্রাম বিভাগ (১/১)
- ২০০৪–০৫ – রাজশাহী বিভাগ (১/৩)
- ২০০৫–০৬ – রাজশাহী বিভাগ (২/২)
- ২০০৬–০৭ – ঢাকা বিভাগ (১/২)
- ২০০৭–০৮ – রাজশাহী বিভাগ (৩/৩)
- ২০০৮–০৯ – বরিশাল বিভাগ (১/১)
- ২০১০–১১ – ঢাকা বিভাগ (২/২)
একদিনের প্রতিযোগিতাটি এখন আর অনুষ্ঠিত হয় না।তার বদলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করা হয়।
জাতীয় ক্রিকেট লীগ টুয়েন্টি২০ বিজয়ীসম্পাদনা
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Last-gasp win gives Rangpur maiden title"। Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫।
- ↑ "A brief history of Bangladesh domestic cricket"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৪।