গটেং ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দল

গটেং ক্রিকেট দল (ইংরেজি: Gauteng cricket team) দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় গটেং প্রদেশের প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। পূর্বে দলটি ট্রান্সভাল নামে পরিচিত ছিল। এপ্রিল, ১৮৯০ থেকে এপ্রিল, ১৯৯৭ সাল পর্যন্ত প্রিটোরিয়াসহ জোহেন্সবার্গের উত্তরাঞ্চল, নর্দান ট্রান্সভাল নামে পরিচিত নর্দার্নস নিয়ে দলটি ট্রান্সভাল নামে খেলে।

ইতিহাস

সম্পাদনা

প্রধান প্রতিযোগিতা হিসেবে কারি কাপ, পরবর্তীতে ক্যাসল কাপ ও বর্তমানের সুপারস্পোর্ট সিরিজ প্রতিযোগিতায় ট্রান্সভাল/গটেং ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসরে সর্বাধিক সফলতম দলে মর্যাদায় আসীন। এ পর্যন্ত দলটি ২৫বার শিরোপা জয় করে। ১৯৮০-এর দশকে ক্লাবের স্বর্ণালী সময় অতিবাহিত করে। এ পর্যায়ে দলটি মিন মেশিন নামে পরিচিতি লাভ করে।

সুপারস্পোর্ট সিরিজ খেলার উদ্দেশ্যে গটেং দলকে সাবেক ওয়েস্টার্ন ট্রান্সভাল ও বর্তমানের নর্থ ওয়েস্টের সাথে একীভূত করে হাইভেল্ড লায়ন্স দল গঠন করা হয়। অক্টোবর, ২০০৪ সাল থেকে অদ্যাবধি হাইভেল্ড লায়ন্স কেবলমাত্র ‘দ্য লায়ন্স’ নামে পরিচিতি পাচ্ছে।

সম্মাননা

সম্পাদনা
  • কারি কাপ (২৫) - ১৮৮৯-৯০, ১৮৯৪-৯৫, ১৯০২-০৩, ১৯০৩-০৪, ১৯০৪-০৫, ১৯০৬-০৭, ১৯২৩-২৪, ১৯২৫-২৬, ১৯২৬-২৭, ১৯২৯-৩০, ১৯৩৪-৩৫, ১৯৫০-৫১, ১৯৫৮-৫৯, ১৯৬৮-৬৯, ১৯৭০-৭১, ১৯৭১-৭২, ১৯৭২-৭৩, ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৭, ১৯৮৭-৮৮, ১৯৯৯-০০; যৌথভাবে (৪) - ১৯২১-২২, ১৯৩৭-৩৮, ১৯৬৫-৬৬, ১৯৬৯-৭০
  • স্ট্যান্ডার্ড ব্যাক কাপ (৬) - ১৯৮১-৮২, ১৯৮২-৮৩, ১৯৮৪-৮৫, ১৯৯২-৯৩, ১৯৯৭-৯৮, ২০০৩-০৪
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল থ্রি-ডে চ্যালেঞ্জ (২) - ২০০৬-০৭, ২০১২-১৩; যৌথভাবে (১) – ২০১৪-১৫
  • সাউথ আফ্রিকান এয়ারওয়েজ প্রভিন্সিয়াল ওয়ান-ডে চ্যালেঞ্জ (১) - ২০০৭-০৮
  • জিলেট/নিশান কাপ (৯) - ১৯৭৩-৭৪, ১৯৭৮-৭৯, ১৯৭৯-৮০, ১৯৮০-৮১, ১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪, ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৯০-৯১

উল্লেখযোগ্য খেলোয়াড়

সম্পাদনা

ক্লাইভ রাইস, জিমি কুক, সিলভেস্টার ক্লার্ক, গ্রেইম পোলক, আলভিন কালীচরণ, রয় পাইনার, হিউ পেজ, রিচার্ড স্নেল, হেনরি ফদারিংহাম, রে জেনিংস, রোহন কানহাই ট্রান্সভাল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন।

  • ওল্ড ওয়ান্ডারার্স, জোহেন্সবার্গ (১৮৯১-১৯৪৬)
  • বেরিয়া পার্ক, প্রিটোরিয়া (মাঝেমধ্যে ডিসেম্বর, ১৯০৬ - জানুয়ারি, ১৯৩২; নর্দান্সের মাঠ ১৯৩৭ থেকে)
  • উইলোমুর পার্ক, বেনোনি (মাঝেমধ্যে ডিসেম্বর, ১৯২৩ - ডিসেম্বর, ১৯৩১; নর্দান্সের মাঠ ১৯৪৮ থেকে)
  • এলিস পার্ক, জোহেন্সবার্গ (১৯৪৬-১৯৫৬)
  • নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহেন্সবার্গ (১৯৫৬-বর্তমান)
  • ভেরিনিগিং ব্রিক এন্ড টাইল রিক্রিয়েশন গ্রাউন্ড (১৯৬৬, একটি খেলা)
  • নিউ ওয়ান্ডারার্স ১নং ওভাল, জোহেন্সবার্গ (মাঝেমধ্যে নভেম্বর, ১৯৬৮ - ডিসেম্বর, ১৯৯১)
  • স্ট্রাথভাল ক্রিকেট ক্লাব এ গ্রাউন্ড, স্টিলফন্তেইন (মাঝেমধ্যে ডিসেম্বর, ১৯৬৩ - মার্চ, ১৯৭৬)
  • সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স গ্রাউন্ড, পচেফস্ট্রুম (ডিসেম্বর, ১৯৭২, একটি খেলা)
  • লেনাসিয়া স্টেডিয়াম, জোহেন্সবার্গ (মাঝেমধ্যে জানুয়ারি, ১৯৭৭ - নভেম্বর, ২০০২)
  • জর্জ লি স্পোর্টস ক্লাব, জোহেন্সবার্গ (১৯৮৩, দুইটি খেলা)
  • ডিক ফোরি স্টেডিয়াম, ভেরিনিগিং (১৯৮৯ - ১৯৯১, দুইটি খেলা)
  • এনএফ অপেনহাইমার গ্রাউন্ড, র‍্যান্ডেসফন্তেইন (১৯৯৫ - ২০০৪, তিনটি খেলা)

তথ্যসূত্র

সম্পাদনা
  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions
  • "Cricinfo"