জক এডওয়ার্ডস
গ্রাহাম নীল এডওয়ার্ডস (ইংরেজি: Jock Edwards; জন্ম: ২৭ মে, ১৯৫৫) নেলসন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৬ থেকে ১৯৮১ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | গ্রাহাম নীল এডওয়ার্ডস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | নেলসন, নিউজিল্যান্ড | ২৭ মে ১৯৫৫|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | জক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৩৯) | ১৮ ফেব্রুয়ারি ১৯৭৭ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৩ মার্চ ১৯৮১ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ২২) | ২১ ফেব্রুয়ারি ১৯৭৬ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৫ ফেব্রুয়ারি ১৯৮১ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ মার্চ ২০২০ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন ‘জক’ ডাকনামে পরিচিত জক এডওয়ার্ডস।
প্রথম-শ্রেণীর ক্রিকেটসম্পাদনা
১৯৭৩-৭৪ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত জক এডওয়ার্ডসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। নেলসন এলাকায় জন্মগ্রহণকারী জক এডওয়ার্ডস নেলসন কলেজে অধ্যয়ন করেছিলেন। ছোট-খাট গড়নের অধিকারী জক এডওয়ার্ডস উইকেট-রক্ষক হিসেবে খেলতে নামেন। ব্যাটসম্যান হিসেবেও বেশ ভালো করেন।[১]
আন্তর্জাতিক ক্রিকেটসম্পাদনা
সমগ্র খেলোয়াড়ী জীবনে আটটিমাত্র টেস্ট ও ছয়টিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন জক এডওয়ার্ডস। ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৭ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৩ মার্চ, ১৯৮১ তারিখে অকল্যান্ডে সফরকারী ভারত দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৭৬-৭৭ মৌসুমে সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ব্যাটিংয়ে অভিজ্ঞ হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। ১৯৭৭-৭৮ মৌসুমে উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলেন। অকল্যান্ড টেস্টে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে ৫৫ ও ৫৪ রান তুলেন। এ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ১৯৭৮ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে নিউজিল্যান্ড দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়। এ সফরে তার ক্রীড়াশৈলী একেবারেই হতাশাব্যঞ্জক ছিল। বিবিসি ধারাভাষ্যকার দলের জনৈক সদস্য জক এডওয়ার্ডস প্রসঙ্গে মন্তব্য করেন যে, তিনি তার দেখা সবচেয়ে বাজে উইকেট-রক্ষক। বিদ্যালয় পর্যায়ের তৃতীয় একাদশের উইকেট-রক্ষকের ন্যায় তিনি অগণিত ভুল করেছেন।[২] তবে, এডওয়ার্ডস তার খেলার উত্তরণ ঘটাতে সক্ষম হন ও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।
অবসরসম্পাদনা
১৯৮০-৮১ মৌসুমে নিজ দেশে সফরকারী ভারতের বিপক্ষে তিন টেস্টে অংশগ্রহণের মাধ্যমে নিউজিল্যান্ড দলে ফিরে আসেন। তবে, ইয়ান স্মিথের ন্যায় উদীয়মান ক্রিকেটারের উত্থানে তার আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনে পরিসমাপ্তি ঘটে।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Nelson College Old Boys' Register, 1856–2006, 6th edition
- ↑ Lewis, Paul। "Keeper decision is Wright"। NZ Herald। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৫।
আরও দেখুনসম্পাদনা
বহিঃসংযোগসম্পাদনা
- ইএসপিএনক্রিকইনফোতে জক এডওয়ার্ডস (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জক এডওয়ার্ডস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- "Edwards has problems but few regrets" by Jonathan Millmow
- "Jock Edwards a leading big hitter"