পিটার ফুলটন
পিটার গর্ডন ফুলটন (ইংরেজি: Peter Fulton; জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৭৯) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ২০০৪ থেকে ২০১৪ সময়কালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলত ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন 'টু-মিটার পিটার ডাকনামে পরিচিত পিটার ফুলটন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | পিটার গর্ডন ফুলটন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড | ১ ফেব্রুয়ারি ১৯৭৯|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | টু-মিটার পিটার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৪.৯৮ মিটার (১৬ ফুট ৪ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | রডি ফুলটন (কাকা) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২৩১) | ৯ মার্চ ২০০৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৮ জুন ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৩৯) | ২ নভেম্বর ২০০৪ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৫০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ১৮) | ১৬ ফেব্রুয়ারি ২০০৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ২১ ডিসেম্বর ২০১২ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০০–বর্তমান | ক্যান্টারবারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৩ অক্টোবর ২০১৭ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাসুপরিচিত ক্রিকেট পরিবার থেকে এসেছেন পিটার ফুলটন। তার কাকা রড্ডি ফুলটনও ক্রিকেট খেলার সাথে জড়িত ছিলেন। রড্ডি ক্যান্টারবারি ও নর্দার্ন ডিস্ট্রিক্টস - উভয় দলের পক্ষেই ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা১১ মার্চ, ২০০৩ তারিখে ক্যান্টারবারির পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে পিটার ফুলটনের। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে অনুষ্ঠিত ঐ খেলায় অকল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত ৩০১ রান তোলেন। এর ফলে অভিষেকে যে-কোনো নিউজিল্যান্ডীয় খেলোয়াড়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার সবিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনা২ নভেম্বর, ২০০৪ তারিখে বাংলাদেশের বিপক্ষে তার ওডিআই অভিষেক হয়। ৮ জানুয়ারি, ২০০৬ তারিখে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত খেলায় ১১২ রানের মনোজ্ঞ সেঞ্চুরি উপহার দেন। তা সত্ত্বেও তার দল পরাজিত হয়েছিল। একই সিরিজে তিনি আরও দুটি অর্ধ-শতকের সন্ধান পেয়েছিলেন।
৯ মার্চ, ২০০৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। মার্চ, ২০১৩ সালে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজস্ব প্রথম টেস্ট সেঞ্চুরি হিসেবে ১৩৬ রান করেন। অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ১১০ রান করেন। এরফলে চতুর্থ নিউজিল্যান্ডীয় হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিগাথা রচনা করেন পিটার ফুলটন।[১] তবে ঐ টেস্টটি ড্রয়ে পরিণত হয়েছিল।
ক্রিকেট বিশ্বকাপ
সম্পাদনা২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন। ঐ প্রতিযোগিতায় তার দল সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছুতে পেরেছিল। শ্রীলঙ্কার কাছে ৮১ রানে পরাজিত হলে তার দলকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়।
একই বছরের শেষদিকে ড্যানিয়েল ভেট্টোরির অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন ফুলটন। এবারও দলটি সেমি-ফাইনাল থেকে পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
অবসর
সম্পাদনা২০১৬-১৭ মৌসুমে ফোর্ড ট্রফির চূড়ান্ত খেলায় নিউজিল্যান্ডীয় লিস্ট এ ক্রিকেট রেকর্ড গড়েন দ্রুততম সেঞ্চুরি করার মাধ্যমে।[২] এপ্রিল, ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন পিটার ফুলটন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Alderson, Andrew (২৬ মার্চ ২০১৩)। "Cricket: Peter Fulton – The unlikely hero"। NZ Herald। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৩।
- ↑ "Fulton's record ton takes Canterbury to title"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Peter Fulton retires from first-class cricket"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে পিটার ফুলটন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে পিটার ফুলটন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ("সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৭।)