বাঁ-হাতি অর্থোডক্স স্পিন

ক্রিকেটের এক প্রকার বোলিং পদ্ধতি
(Left-arm orthodox spin থেকে পুনর্নির্দেশিত)

বাম-হাত অর্থোডক্স স্পিন বোলিং স্লো বাম-হাত অর্থোডক্স স্পিন বোলিং হিসাবে পরিচিত একপ্রকার বোলিং কৌশল। যাতে ক্রিকেট খেলায় বল ছোড়ার সময় বাম-হাতের আঙ্গুলের সাহায্যে ঘড়ির সোজা দিকের ঘুর্ণন তৈরীর মাধ্যমে স্পিন তৈরী করা হয়। [] বাম-হাত অর্থোডক্স স্পিন বলটি বামহাতি বোলারা করে থাকেন। বাম হাতের প্রথমা-তর্জনী-বৃদ্ধাঙ্গুলির সমন্বয়ে তৈরী করা স্পিন, বলটি ছোড়া হয় ক্রিকেট পিচের ডান থেকে বামে (বোলারের দৃষ্টিকোণ থেকে)।

একটি বাম-হাত অর্থোডক্স স্পিন ডেলিভারীর আবয়ব
ল্যাঙ্কাশায়ার খেলোয়াড় গ্রেস ক্যাডি এবং স্টিফেন প্যারি বাম-হাত অর্থোডক্স স্পিন বোলিং করছেন ২০১২ ফ্রেন্ড লাইফ টি২০তে।

বাম-হাত অর্থোডক্স স্পিন বোলার সাধারণত বলটি ছোড়ার পর এবং অবতরণের পূর্বে বাতাসের মধ্যে তীর্যক প্রবাহ তৈরীর চেষ্টা করে থাকে। যার ফলে ডান-হাতি ব্যাটসম্যানের বেলায় বলটি পিচে অবতরণের পর ব্যাটসম্যান থেকে দুরে সরে যেতে থাকে (অফ স্টাম্প এর দিকে)। বাতাসের মধ্যে বলের উক্ত প্রবাহ ও দিক পরিবর্তন আক্রমনের একটি কৌশল। বাম-হাত অর্থোডক্স স্পিন বোলিং অফ ব্রেক বা অফ স্পিন দুই ধরনেই হয়ে থাকে। []

বাম-হাত স্পিনারের প্রধান বৈচিত্র হচ্ছে টপস্পিনার, (যে গুলো ক্রিকেট পিচে অবতরণ করার পর টার্ন করে কম কিন্তু বাউন্স করে বেশি) আর্ম বল (যেগুলো একেবারেই টার্ন করে না, ডানহাতি ব্যাটসম্যানের বেলায় বোলারের হাতের অবস্থান নড়াচড়া অনুযায়ী তির্যক হয়ে যায়, ভাসমান বলও বলা হয়) এবং বাম-হাত স্পিনারের অপর প্রকৃতিটি হচ্ছে দোসরা (যেটি টার্ন করে উল্টা দিকে)।

উল্লেখযোগ্য ধীরগতির বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলার

সম্পাদনা
  1. অক্ষর প‍্যাটেল
  2. রঙ্গনা হেরাথ
  3. ড্যানিয়েল ভেট্টোরি
  4. গ্রেস ক্যাডি
  5. রবীন্দ্র জাদেজা
  6. সাকিব আল হাসান

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "How to bowl left-arm spin"News.bbc.co.uk। ৩০ অক্টোবর ২০০৩। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯ 
  2. "MasterClass: Left arm spin bowling with Nadeem"YouTube। ১৭ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৯