ব্যারি হ্যাডলি
ব্যারি জর্জ হ্যাডলি (ইংরেজি: Barry Hadlee; জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৪১) ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করতেন ব্যারি হ্যাডলি। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের দায়িত্ব পালন করতেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ব্যারি জর্জ হ্যাডলি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ক্রাইস্টচার্চ, ক্যান্টারবারি, নিউজিল্যান্ড | ১৪ ডিসেম্বর ১৯৪১||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৮) | ৮ মার্চ ১৯৭৫ বনাম ইংল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১১ জুন ১৯৭৫ বনাম ইংল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ক্যান্টারবারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ৩১ ডিসেম্বর ২০১৭ |
বিখ্যাত ক্রিকেটার ডেল হ্যাডলি ও স্যার রিচার্ড হ্যাডলি’র ভাই তিনি। এছাড়াও, প্রথিতযশা ক্রিকেটার ওয়াল্টার হ্যাডলি’র সন্তান তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা১৯৬১-৬২ মৌসুমে ক্যান্টারবারির পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলতে নামেন। দলটির পক্ষে ১৯৮০-৮১ মৌসুম পর্যন্ত খেলতে থাকেন। এ সময়ে ৮৪টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ ছিল তার। তবে খেলোয়াড়ী জীবনের শেষদিকে সফলতা পেয়েছিলেন। তন্মধ্যে, ১৯৭৫-৭৬ মৌসুমে ৪৪.৭৬ গড়ে ৫৮২ রান তুলেছিলেন।[১] ওতাগোর বিপক্ষে খেলোয়াড়ী জীবনের শেষ মৌসুমে অপরাজিত ১৬৩ রান তুলেন যা তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল।[২]
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনা১৯৭৫ সালে নিউজিল্যান্ডের পক্ষে খেলার জন্য আমন্ত্রিত হন। সর্বমোট দুইটি ওডিআইয়ে অংশ নেয়ার সৌভাগ্য হয় ব্যারি হ্যাডলির। ৮ মার্চ, ১৯৭৫ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ১৯৭৫ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে স্বাগতিক দলের বিপক্ষে দলের দ্বিতীয় খেলায় অংশ নিয়েছিলেন। ঐ খেলায় তার দল ৮০ রানে পরাজিত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ব্যারি হ্যাডলি (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ব্যারি হ্যাডলি (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)