স্টুয়ার্ট পয়েন্টার
স্টুয়ার্ট উইলিয়াম পয়েন্টার (জন্ম: ১৮ অক্টোবর, ১৯৯০) লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় জন্মগ্রহণকারী ও ইংরেজ বংশোদ্ভূত আইরিশ ক্রিকেটার। আয়ারল্যান্ড ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ উইকেট-কিপার হিসেবে অংশগ্রহণ করছেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী স্টুয়ার্ট পয়েন্টার। কাউন্টি ক্রিকেটে ডারহামের পক্ষে খেলছেন তিনি।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | স্টুয়ার্ট উইলিয়াম পয়েন্টার | ||||||||||||||||||||||||||||
জন্ম | হ্যামারস্মিথ, লন্ডন, ইংল্যান্ড | ১৮ অক্টোবর ১৯৯০||||||||||||||||||||||||||||
ডাকনাম | স্টুয়ে, পয়েন্টস, ডিস্কো | ||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-কিপার | ||||||||||||||||||||||||||||
সম্পর্ক | ডেরিক ভিনসেন্ট (কাকা) অ্যান্ড্রু পয়েন্টার | ||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৪৫) | ৮ সেপ্টেম্বর ২০১৪ বনাম আয়ারল্যান্ড | ||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৮ সেপ্টেম্বর ২০১৪ বনাম আয়ারল্যান্ড | ||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||
২০১০-১১ | মিডলসেক্স | ||||||||||||||||||||||||||||
২০১৩ | ওয়ারউইকশায়ার | ||||||||||||||||||||||||||||
২০১৪- | ডারহাম | ||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
উৎস: cricinfo, ১৩ সেপ্টেম্বর ২০১৪ |
পয়েন্টারের কাকা ডেরিক ভিনসেন্টও আয়ারল্যান্ডের পক্ষে খেলেছেন। আয়ারল্যান্ড ও মিডলসেক্সের সদস্য অ্যান্ড্রু পয়েন্টার সম্পর্কে তার বড় ভাই।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে প্রতিনিধিত্ব করেছেন। অক্সফোর্ড এমসিসিইউ দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। তিনটি ক্যাচ নিয়ে সবাইকে আশ্চর্যান্বিত করেন তিনি। পাশাপাশি ৭৯ বলে চারটি চারের সমন্বয়ে ৪২ রান তোলেন।[১]
২০১১-১৩ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপে কানাডার বিপক্ষেও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। খেলায় তিনি ৩১ রান তোলে আয়ারল্যান্ডের ইনিংস বিজয়ে অবদান রাখেন।[২] সেপ্টেম্বর, ২০১৩ সালে ওয়ারউইকশায়ারের অন্যান্য উইকেট-কিপারের অনুপস্থিতিতে উইকেট-কিপারের দায়িত্ব পালন করেন।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাসেপ্টেম্বর, ২০১৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।[৩] ১৮ জুন, ২০১৫ তারিখে একই দলের বিপক্ষে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষিক্ত হন তিনি।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Middlesex v Oxford MCCU"। Espn Cricinfo। ২৫–২৭ মে ২০১০। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২।
- ↑ "Ireland v Canada"। Espn Cricinfo। ১৩–১৪ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২।
- ↑ "Scotland tour of Ireland, 1st ODI: Ireland v Scotland at Dublin, Sep 8, 2014"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Scotland tour of Ireland, 1st T20I: Ireland v Scotland at Bready, Jun 18, 2015"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৫।