সনথ কালুপেরুমা

শ্রীলঙ্কান ক্রিকেটার

সনথ মোহন সিলভা কালুপেরুমা (সিংহলি: සනත් කලුපෙරුම; জন্ম: ২২ অক্টোবর, ১৯৬১) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৪ থেকে ১৯৮৮ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

সনথ কালুপেরুমা
සනත් කලුපෙරුම
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসনথ মোহন সিলভা কালুপেরুমা
জন্ম২২ অক্টোবর, ১৯৬১
কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কললিত কালুপেরুমা (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩২)
৯ মার্চ ১৯৮৪ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট১২ ফেব্রুয়ারি ১৯৮৮ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৩)
১৯ জানুয়ারি ১৯৮৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই২৯ মার্চ ১৯৮৮ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৮৮ ১১
ব্যাটিং গড় ১১.০০ ৫.৫০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ২৩
বল করেছে ২৪০
উইকেট -
বোলিং গড় ৬২.০০ -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/১৭ -
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/- ২/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১১ মার্চ ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতি অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন সনথ কালুপেরুমা।

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

কলম্বোর নালন্দা কলেজে সনথ কালুপেরুমা অধ্যয়ন করেছেন। ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের পক্ষে খেলেন। শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং উদ্বোধনে নামতেন ও স্পিন বোলিংয়ে দক্ষ ছিলেন। এছাড়াও স্লিপ বা গালি অঞ্চলে ফিল্ডিং করতেন।

১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত সনথ কালুপেরুমা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করলেও নিজেকে এ পর্যায়ের ক্রিকেটের সাথে তাল মেলাতে হিমসিম খান। সমসাময়িক পর্যায়ে শ্রীলঙ্কা দলে খেলোয়াড়দের যোগ্যতা ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড়দের অনুসন্ধান করছিল দল নির্বাচকমণ্ডলী। অনূর্ধ্ব-২৩ দলে চমকপ্রদ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন সনথ কালুপেরুমা। ৯ মার্চ, ১৯৮৪ তারিখে ক্যান্ডিতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ ফেব্রুয়ারি, ১৯৮৮ তারিখে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটা ঐ টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন। তবে, আশানুরূপ খেলতে ব্যর্থ হন। বল হাতে নিয়ে অফ স্পিন বোলিংয়ে ২/১৭ বোলিং পরিসংখ্যান গড়েন। সিরিজের তিন টেস্টের সবকটিতেই অংশ নেন তিনি। কিন্তু অংশগ্রহণকৃত ছয় ইনিংসে একবারের জন্যেও ৩০ রানের কোটা অতিক্রম করতে ব্যর্থ হয়েছিলেন। প্রায় চার বছর পর পুনরায় জাতীয় দলে খেলার জন্যে আহুত হন। তবে, আঘাতের কারণে এ সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিবাসিত হন। সেখানে তিনি জেলা পর্যায়ের ক্রিকেট খেলায় অংশ নিতেন। পরবর্তীতে মাউন্ট ওয়াভার্লি সি. সি. দলের অধিনায়কের দায়িত্ব পালনসহ বেসাইড ক্লাব চেল্টেনহাম ও কীসবোরা সি. সি.কে প্রশিক্ষণ দিতেন।[১]

তার জ্যেষ্ঠ ভ্রাতা ললিত কালুপেরুমা শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে প্রতিনিধিত্ব করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা