বরিশালের ব্যক্তিদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
নীচে বাংলাদেশের বরিশাল বিভাগের পাশাপাশি বরিশাল শহরে বা তার আশেপাশে জন্মগ্রহণ/বসবাসকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের একটি তালিকা রয়েছে। তালিকাভুক্ত উল্লেখযোগ্য ব্যক্তিরা হয় বাংলাদেশের বরিশাল বিভাগের নাগরিক অথবা তার আশেপাশে জন্মগ্রহণ/বসবাসকারী অথবা বিদেশে বসবাসরত যার জন্ম বা আদি নিবাস বরিশাল বিভাগে।
সরকার এবং রাজনীতিসম্পাদনা
- মির্যা আগা মুহম্মদ বাকের, বুযুর্গ উমেদপুর এবং সলিমাবাদ পরগনার জমিদার, দ্বিতীয় মুর্শিদ কুলি খানের জামাতা
- শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার প্রধানমন্ত্রী (১৯––-১৯৩৩), পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী (১৯৫৪) এবং পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫–-১৯৫৮) [১]
- মোহাম্মদ আলী বগুড়া, (১৯০৯-১6363৩), বাঙালি রাজনীতিবিদ, পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী ।
- আবদুল জব্বার খান, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার (১৯–৫-১৯69৯) [২]
- খান বাহাদুর হাসেম আলী খান, রাজনীতিবিদ, আইনজীবী, সাবেক মন্ত্রিপরিষদ মন্ত্রী। কৃষক আন্দোলনের নেতা[৩]
- পাকিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতার পিতা যোগেন্দ্রনাথ মণ্ডল , পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী [৪][৫]
- মোশারেফ হোসেন শাহজাহান রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী।[৬]
- আবদুর রহমান বিশ্বাস, বাংলাদেশের রাষ্ট্রপতি (1991–1996) [৭]
- কামাল হোসেন, আইনজীবী ও রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী, বাংলাদেশের সংবিধান প্রণেতা।
- তোফায়েল আহমেদ, রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী[৮]
- আব্দুল বাতেন তালুকদার রাজনীতিবিদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী
- শাহজাদা আবদুল মালেক খান রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী[৯]
- মোহাম্মদ কেরামত আলী, প্রাক্তন মন্ত্রী
- নাজিউর রহমান মঞ্জু, রাজনীতিবিদ, প্রাক্তন মন্ত্রী[১০]
- শওকত হোসেন হিরণ, প্রাক্তন সংসদ সদস্য , বরিশালের মেয়র (২০০৮-২০১৩) [১১]
- ক্ষিতীশ চন্দ্র মন্ডল ,সাবেক প্রতিমন্ত্রী
- আবদুর রব সেরনিয়াবাত, মন্ত্রিপরিষদ মন্ত্রী [১২]
- আবুল হাসানাত আবদুল্লাহ, রাজনীতিবিদ [১৩]
- আলতাফ হোসেন চৌধুরী ,বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান, রাজনীতিবিদ, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ।[১৪]
- জাহাঙ্গীর কবির নানক, রাজনীতিবিদ, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী [১৫]
- আমির হোসেন আমু, রাজনীতিবিদ, প্রাক্তন শিল্পমন্ত্রী [১৬]
- গুরুদাস দাশগুপ্ত, ভারতীয় সংসদ সদস্য [১৭]
- শাহজাহান ওমর, বীর উত্তম, রাজনীতিবিদ [১৮]
- মণিকুন্তলা সেন, বিপ্লবী [১৯]
- প্রিয়া রঞ্জন দাশমুন্সি, প্রখ্যাত কংগ্রেস রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
- আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক পানিসম্পদ মন্ত্রী [২০]
- রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী
- আ. স. ম. ফিরোজ সাবেক চিফ হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
- আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সাবেক প্রতিমন্ত্রী।
- শ ম রেজাউল করিম, নাজিরপুর - তিনি আইনজিবী ,বাংলাদেশি রাজনীতিবিদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
- মোস্তফা জামাল হায়দার, রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী
- সৈয়দ আজিজুল হক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য মো।
- কাজী গোলাম মাহবুব, ভাষা আন্দোলনের কর্মী ও রাজনীতিবিদ
- নাসরিন জাহান রত্না, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য
শিল্প, সাহিত্য, সাংবাদিকতা এবং দর্শনসম্পাদনা
- বিজয় গুপ্ত, মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- জীবনানন্দ দাশ, বাঙালি কবি, লেখক, উপন্যাসিক এবং প্রাবন্ধিক। [২১]
- কুসুমকুমারী দাস, কবি, লেখক এবং সামাজিক কর্মী
- কামিনী রায়, বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী
- নারায়ণ গঙ্গোপাধ্যায়, লেখক এবং একাডেমিক [২২]
- বুদ্ধদেব গুহ, লেখক [২৩]
- মুকুন্দ দাস, বাঙালি কবি, গীতসংহিতা শিল্পী, সুরকার
- আহসান হাবিব, কবি ও সাংবাদিক [২৪]
- আবু জাফর ওবায়দুল্লাহ, বাঙালি কবি ও ভাষা আন্দোলনের কর্মী
- আবুল হাসান, কবি ও সাংবাদিক [২৫]
- শামসুদ্দিন আবুল কালাম, লেখক [২৬]
- সুফিয়া কামাল, কবি [২৭]
- মনোরঞ্জন ব্যাপারী সাহিত্যিক
- আসাদ চৌধুরী, কবি, লেখক, অনুবাদক, রেডিও, টেলিভিশন ব্যক্তিত্ব এবং সাংবাদিক
- তোফাজ্জল হোসেন মানিক মিয়া, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক [২৮]
- গোলাম সরোয়ার, সাংবাদিক ও লেখক, দৈনিক সমকাল ও যুগান্তর প্রতিষ্ঠাতা সম্পাদক।
- বরুণ সেনগুপ্ত, সাংবাদিক, রাজনৈতিক সমালোচক, দৈনিক বার্তমানের প্রতিষ্ঠাতা-সম্পাদক
- বজলুর রহমান, সাংবাদিক ও দ্য সংবাদের সম্পাদক
- আবদুল গাফফার চৌধুরী, লেখক, কলাম লেখক, গীতিকার।
- শামসুদ্দিন আবুল কালাম, বাঙালি লেখক
- আরজ আলী মাতুব্বার, দার্শনিক [২৯]
বিনোদনসম্পাদনা
চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ এবং রেডিওসম্পাদনা
- ওয়াসীমুল বারী রাজীব ,চলচ্চিত্র অভিনেতা।
- দিলীপ বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক
- হানিফ সংকেত, টেলিভিশন উপস্থাপক, লেখক এবং প্রযোজক, জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্তাদি’র স্রষ্টা এবং উপস্থাপক হিসাবে সর্বাধিক পরিচিত
- আলমগীর কবির (চলচ্চিত্র নির্মাতা), প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক কর্মী
- গোলাম মোস্তফা, চলচ্চিত্র অভিনেতা [৩০]
- উৎপল দত্ত, ভারতীয় অভিনেতা, পরিচালক, এবং নাট্যকার [৩১]
- মিঠুন চক্রবর্তী, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ [৩২]
- নিখিল সেন, নাট্যকার [৩৩]
- সোহেল রানা, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক
- মাসুম পারভেজ রুবেল, চলচ্চিত্র অভিনেতা
- ওমর সানী, চলচ্চিত্র অভিনেতা
- শহীদুল ইসলাম খোকন, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক
- মোশারফ করিম, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা
- মীর সাব্বির, টেলিভিশন অভিনেতা ও পরিচালক
- হাসান মাসুদ অভিনেতা, পরিচালক এবং গায়ক। সাবেক সাংবাদিক ও সামরিক কর্মকর্তা।
- তানিয়া আহমেদ, টেলিভিশন অভিনেত্রী ও মডেল মো
- আতিকুল হক চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব
- অরুন্ধতী দেবী, অভিনেত্রী এবং পরিচালক [৩৪]
- বিজরী বরকতুল্লাহ, অভিনেত্রী।
- কাবিলা, চলচ্চিত্র অভিনেতা।
- সাঈদ বাবু, মডেল ও অভিনেতা
- তৌসিফ মাহবুব নাট্ট্য অভিনেতা
- কবির খা, চলচ্চিত্র অভিনেতা।
- জান্নাতুল ফেরদৌস ঐশী, মডেল বাংলাদেশ ২০১৮।
গায়ক এবং বাদক বিশেষজ্ঞসম্পাদনা
- আলতাফ মাহমুদ, সংগীতশিল্পী এবং ভাষা আন্দোলনের কর্মী [৩৫]
- আবদুল লতিফ (সুরকার), গায়ক, সুরকার এবং গীতিকার
- খালিদ হাসান মিলু, গায়ক
- অনিল বিশ্বাস, চলচ্চিত্রের গীতিকার
- নিখিল ঘোষ, সুরকার ও শিক্ষক
- পারুল ঘোষ, প্লেব্যাক গায়ক [৩৬]
- পাপিয়া সরোয়ার, গায়ক [৩৭]
- মনবেন্দ্র মুখোপাধ্যায়, সংগীত সুরকার এবং নজরুল গীতি‘র প্রখ্যাত সংগীতশিল্পী [৩৮]
- পান্নালাল ঘোষ খ্যাতিমান সংগীতশিল্পী ও বাঁশি বাদক
- নচিকেতা চক্রবর্তী, ভারতীয় সংগীতশিল্পী
শিল্পকলা, জাদু প্রর্দশনসম্পাদনা
- জুয়েল আইচ, খ্যাতিমান যাদুকর এবং বনসুরি খেলোয়াড়
- লক্ষ্মণ দাস, রেসলার, ওয়েট লিফটার, সার্কাস পারফর্মার এবং রয়েল পাকিস্তান সার্কাসের প্রতিষ্ঠাতা
শিক্ষাবিদ ও সংস্কারকসম্পাদনা
- ব্রজমোহন দত্ত, বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবী, সমাজ সংস্কারক।
- অশ্বিনী কুমার দত্ত, বাঙালি শিক্ষাবিদ, সমাজসেবী, সমাজ সংস্কারক। [৩৯]
- আবালা বোস, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক [৪০]
- সালমান খান, আমেরিকান শিক্ষাবিদ, গণিতবিদ এবং উদ্যোক্তা, খান একাডেমির প্রতিষ্ঠাতা [৪১]
বিপ্লবী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাসম্পাদনা
- নলিনী দাস (ব্রিটিশ বিরোধি বিপ্লবি)
- নিরঞ্জন সেনগুপ্ত, বিপ্লবী
- তারকেশ্বর সেনগুপ্ত, বিপ্লবী
- ফণিভুষণ দাশগুপ্ত, বিপ্লবী
- মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা [৪২]
- মেজর এম এ জলিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেক্টর 9 কমান্ডার
- মোস্তফা কামাল (বীরশ্রেষ্ঠ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা
- হাফিজ উদ্দিন আহম্মদ সামরিক ব্যক্তিত্ব, সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা।
- গুরুদাস দাশগুপ্ত, ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির নেতা
- অর্ধেন্দু ভূষণ বর্ধন, ভারতীয় রাজনীতিবিদ, ট্রেড ইউনিয়ন নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) প্রাক্তন সাধারণ সম্পাদক
- মোয়াজ্জেম হোসেন (১৯৩২-১৯৭১)- লেঃ কমান্ডার, স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষা জন্য সামরিক বাহিনীর অভ্যন্তরে তিনি একটি গুপ্ত বিপ্লবী সেল করেন।আগরতলা ষড়যন্ত্র মামলার ২ নং আসামী।
- মেজর (অবঃ) মেহেদী আলী ইমাম (মৃত্যুঃ ১৯৯৬),মঠবাড়িয়া- স্বাধীনতাযুদ্ধের বীর সেনানী, বীরবিক্রম।
- মহিউদ্দিন আহমেদ, ভাষা সৈনিক, রাজনীতিবিদ
শিক্ষা, বিজ্ঞান ও একাডেমিকসম্পাদনা
- এ এম হারুন-অর-রশিদ, পদার্থবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
- বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক
- স্বদেশ বোস, বাংলা ভাষা আন্দোলনের কর্মী ও অর্থনীতিবিদ [৪৩]
- বাসুদেব দাসসর্মা, রসায়নবিদ [৪৪]
- কাদম্বিনী গাঙ্গুলি, প্রথম দক্ষিণ এশিয়ার মহিলা চিকিৎসক, সামাজিক কর্মী
- আচার্য দেবপ্রসাদ ঘোষ, ভারতীয় গণিতবিদ ও রাজনীতিবিদ
- হিরণময় সেন গুপ্ত, পারমাণবিক পদার্থবিদ [৪৫]
- এহসান হক, চিকিত্সক চিকিৎসক এবং সমাজসেবী [৪৬]
- সরদার ফজলুল করিম, পণ্ডিত, একাডেমিক, দার্শনিক এবং প্রাবন্ধিক [৪৭]
- নাজিয়া খানুম, ও.বি.ই ডিএল, একাডেমিক এবং পরিচালনা পরামর্শদাতা
- অমল কুমার রায়চৌধুরী, পদার্থবিদ, সাধারণ আপেক্ষিকতা এবং মহাজাগতিক বিষয়ে তাঁর গবেষণার জন্য সুপরিচিত [৪৮]
- হেম চন্দ্র রায়চৌধুরী, ইতিহাসবিদ [৪৯]
- তপন রায়চৌধুরী, ইতিহাসবিদ [৫০]
- কালীপ্রসন্ন বিদ্যারত্ন, সংস্কৃতের ভারতীয় পণ্ডিত
- বাসুদেব দাসসর্মা, বাঙালি রসায়নবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষদ
- সুখরঞ্জন সমাদ্দার, অধ্যাপক, শিক্ষাবিদ, এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা
- অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)
ধর্মীয় নেতারাসম্পাদনা
- সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম, মুসলিম আলেম, পীর সাহেব চরমোনাই
- বোরো মা, হিন্দু নেতা এবং মতুয়া মহাসঙ্ঘের এক জনক
স্পোর্টসসম্পাদনা
- পরেশ লাল রায়, ভারতীয় বক্সিংয়ের গুরু
- সোহাগ গাজী, ক্রিকেটার [৫১]
- মেহেদী হাসান, ক্রিকেটার [৫২]
- শাহরিয়ার নাফীস, ক্রিকেটার [৫৩]
- কামরুল ইসলাম রাব্বি, ক্রিকেটার
- সালমান হোসেন, ক্রিকেটার
- গোলাম কবির, ক্রিকেটার
- মোহাম্মদ মানিক, ক্রিকেটার
- গোলাম কিবরিয়া, ক্রিকেটার
- জাকারিয়া মাসুদ, ক্রিকেটার
- তানভীর ইসলাম, ক্রিকেটার
- জাহিদ হাসান আমেলি, ফুটবলার
- আমিনুল হক, ফুটবলার
আইনজীবীসম্পাদনা
- ইউসুফ হোসেন হুমায়ুন, রাজনীতিবিদ ও আইনজীবী
- আন্দালিব রহমান, রাজনীতিবিদ ও আইনজীবী
উদ্বর্তন কর্মকর্তাসম্পাদনা
- এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশের নির্বাচন কমিশনার (২০০–-২০১২)
- মোঃ নূরুল ইসলাম, গভর্নর বাংলাদেশ ব্যাংক
- কেএম নুরুল হুদা, প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা।
- আব্দুল মালেক ,তথ্যসচিব
অন্যান্যসম্পাদনা
- কর্পোরাল আবদুস সামাদ, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী
- আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মোফাসসিরে কোরআন, সাবেক সংসদ সদস্য ও যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত।
- শহীদ নূর হোসেন (১৯৬১ - ১০ নভেম্বর ১৯৮৭)মঠবাড়িয়া - রাজনৈতিক কর্মী ও শহীদ;১০ নভেম্বরকে বলা হয় শহীদ নূর হোসেন দিবস।তার খালি গায়ে লেখা ছিল "স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক"। রাজধানীর জিরো পয়েন্টে তিনি গুলিতে শহীদ
- নুরুল হক নুর ডাকসু ভিপি।
- মোহাম্মদ আবদুল মুহিত, পর্বতারোহী।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ De, Amalendu; Rahim, Enayetur (২০১২)। "Huq, AK Fazlul"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Khan, Muazzam Hussain (২০১২)। "Khan, Justice Abdul Jabbar"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ "রাজনীতিবিদ হাশেম আলী খান | দৃষ্টিকোন | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "বরিশালের যোগেন মণ্ডলকে কি কারও মনে পড়ে?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "বরিশালের যোগেন মণ্ডল ও উপমহাদেশের রাজনীতিতে সংখ্যালঘু | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের ইন্তেকাল"। www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ Ahmed, Helal Uddin (২০১২)। "Biswas, Abdur Rahman"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ "আজ তোফায়েল আহমেদের জন্মদিন"। Jugantor। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "বিজয় আমার অহংকার - বরগুনা | সারাদেশ | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "নজিউর রহমান মঞ্জুর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত | সারাদেশ"। ittefaq। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "AL lawmaker, ex-BCC mayor Hiron passes away"। The Daily Star)2014) (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ Rahman, Sheikh Mujibur। Sheikh Mujibur Rahman: The Unfinished Memoirs। Penguin। আইএসবিএন 9788184757033।
- ↑ "Barisal develops Hasnat disorder"। The Daily Star। ১৪ অক্টোবর ২০০৯।
- ↑ "বিএনপিতে আলতাফ হোসেন চৌধুরী আওয়ামী লীগ-জাপায় মনোনয়ন যুদ্ধ"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "বরিশাল আ. লীগে মেরুকরণের ইঙ্গিত! | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ মাননীয় মন্ত্রীর জীবন বৃত্তান্ত। Ministry of Industries।
- ↑ "Detailed Profile: Shri Gurudas Dasgupta"। Official Portal of the Indian Government। ১১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২০।
- ↑ "ACC taskforce probes Omar's assets in Barisal"। The Daily Star। ৭ জুন ২০০৭।
- ↑ "ক্ষমা না চাইলে খাবে না মেয়েরা, একরোখা মণিকুন্তলা"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ "শপথ নিলেন আনোয়ার হোসেন মঞ্জু | জাতীয়"। ittefaq। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২০।
- ↑ Kamal, Begum Aktar (২০১২)। "Das, Jibanananda"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Datta, Amaresh (১৯৮৮)। Encyclopaedia of Indian Literature। Sahitya Akademi। পৃষ্ঠা 1366। আইএসবিএন 978-81-260-1194-0।
- ↑ Yasmin, Sabina (২০১২)। "Barisal Zila School"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Guha, Bimal (২০১২)। "Habib, Ahsan"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Islam, Shahidul (২০১২)। "Hasan, Abul"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Pinu, Golam Kibria (২০১২)। "Kalam, Shamsuddin Abul"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Kabir, Ahmad (২০১২)। "Kamal, Begum Sufia"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Rahman, Md Hafizur (২০১২)। "Hossain, Tofazzal"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Roy, Pradip Kumar (২০১২)। "Matubbar, Aroj Ali"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Mohanta, Sambaru Chandra (২০১২)। "Mustafa, Golam"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ "Utpal Dutt"। Encyclopaedia Britannica।
- ↑ Salati, Aamir (১৭ জুন ২০১৪)। "Happy Birthday, Mithun Chakraborty: 5 interesting facts about the dancing star"। india.com।
- ↑ "Theatre Awards"। The Daily Star। ২৯ নভেম্বর ২০০৫।
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (১৯৯৯)। Encyclopaedia of Indian cinema। British Film Institute। পৃষ্ঠা 86। আইএসবিএন 978-1-57958-146-6।
- ↑ Khan, Mobarak Hossain (২০১২)। "Mahmud, Shaheed Altaf"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Misra, Susheela (২০০১)। Among Contemporary Musicians। Harman Pub. House। পৃষ্ঠা 156।
- ↑ "Birthday celebrations for Papia Sarwar"। The Daily Star। ২১ নভেম্বর ২০১৩।
- ↑ "কণ্ঠশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় | আয়োজন | The Daily Ittefaq"। Daily Ittefaq। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯।
- ↑ "Datta, Aswini Kumar - Banglapedia"। en.banglapedia.org।
- ↑ Sen Gupta, D. P. (২০০৯)। Remembering Sir J.C. Bose। World Scientific। পৃষ্ঠা 16। আইএসবিএন 9789814271615।
- ↑ Gear Views (জুলাই ১১, ২০১৫)। "Salman Khan's message: about bangla Khan Academy"। YouTube।
- ↑ Khan, Muazzam Hussain (২০১২)। "Jahangir, Birsrestha Mahiuddin"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Hossain, Urmee (২০১২)। "Bose, Swadesh"। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- ↑ Ainsworth, Susan J. (১৮ ফেব্রুয়ারি ২০০৮)। https://cen.acs.org/articles/86/i7/Obituaries.html?PageSpeed=noscript।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Hiranmay Sen Gupta"। ১৯৭০: 87। আইএসএসএন 0067-8732।
- ↑ "Dr. Ehsan Hoque, Founder and Executive Director of Distressed Children and Infants International, to Speak at Yale UNICEF Conference!" (সংবাদ বিজ্ঞপ্তি)।
- ↑ "Sardar Fazlul Karim's 86th birthday today"। The Daily Star। ১ মে ২০১১।
- ↑ Narlikar, Jayant V. (২০০৬)। "Amal Kumar Raychaudhuri" (PDF): 169–180।
- ↑ Panda, Harihar (২০০৭)। Prof. H.C. Raychaudhuri, as a Historian। Northern Book Centre। পৃষ্ঠা 2। আইএসবিএন 978-81-7211-210-3।
- ↑ Dasgupta, Swapan (২১ জানুয়ারি ২০১৩)। "Don vivant"। Business Standard।
- ↑ "Sohag Gazi"। ESPNcricinfo।
- ↑ "Mehidy Hasan"। ESPNcricinfo।
- ↑ "Shahriar Nafees"। ESPNcricinfo।