যোগেন্দ্রনাথ মণ্ডল

পাকিস্তানী রাজনীতিবিদ

যোগেন্দ্রনাথ মণ্ডল (জন্ম: ২৯ জানুয়ারি, ১৯০৪ - মৃত্যু: ৫ অক্টোবর, ১৯৬৮) আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং তফসিলি সম্প্রদায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন।[][] সংবিধান প্রণেতা হিসেবে দেশের আইন ও শ্রম মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি কমনওয়েলথ ও কাশ্মীর বিষয়ক দ্বিতীয় মন্ত্রীয় মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন।[] ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে জন্মগ্রহণকারী যোগেন্দ্রনাথ পরবর্তীকালে পাকিস্তানের মুখপত্র ছিলেন। ভারত বিভাজনের কয়েক বছর পর তিনি পাকিস্তানে অবস্থান করেন। ১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত বন্দর নগরী ও পাকিস্তানের সাবেক রাজধানী করাচীতে বসবাস করতেন। তিনি দেশ বিভাগের কয়েক বছর পরে পাকিস্তান প্রশাসনের হিন্দু বিরোধী পক্ষপাতিত্ব তুলে ধরে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পদত্যাগ জমা দেওয়ার পরে ভারতে পাড়ি জমান।[][][]

যোগেন্দ্রনাথ মণ্ডল
যোগেন্দ্রনাথ মণ্ডল
আইন ও বিচার মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৫ আগস্ট, ১৯৪৭ – ৮ অক্টোবর, ১৯৫০
সার্বভৌম শাসকষষ্ঠ জর্জ
গভর্নর-জেনারেলমুহাম্মদ আলী জিন্নাহ
খাজা নাজিমুদ্দিন
প্রধানমন্ত্রীলিয়াকত আলি খান
শ্রম মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৫ আগস্ট, ১৯৪৭ – ৮ অক্টোবর, ১৯৫০
সার্বভৌম শাসকষষ্ঠ জর্জ
রাষ্ট্রপতিলিয়াকত আলি খান
গভর্নর-জেনারেলমুহাম্মদ আলী জিন্নাহ
খাজা নাজিমুদ্দিন
কমনওয়েলথ ও কাশ্মীরবিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
১ অক্টোবর, ১৯৪৯ – ৮ অক্টোবর, ১৯৫০
সার্বভৌম শাসকষষ্ঠ জর্জ
রাষ্ট্রপতিলিয়াকত আলি খান
গভর্নর-জেনারেলমুহাম্মদ আলী জিন্নাহ
খাজা নাজিমুদ্দিন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০৪-০১-২৯)২৯ জানুয়ারি ১৯০৪
বাংলা, ব্রিটিশ ভারত
মৃত্যু৫ অক্টোবর ১৯৬৮(1968-10-05) (বয়স ৬৪)
বনগাঁ, পশ্চিমবঙ্গ, ভারত
নাগরিকত্বভারত (১৯০৪-১৯৪৭)
পাকিস্তান (১৯৪৭-১৯৫০)
ভারত (১৯৫০-১৯৬৮)
জাতীয়তাপাকিস্তানি পরে ভারতীয়
রাজনৈতিক দলমুসলিম লীগ
প্রাক্তন শিক্ষার্থীব্রজমোহন কলেজ
ধর্মহিন্দু

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দে র ২৯ শে জানুয়ারি বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের বরিশাল জেলার মৈস্তারকান্দিতে। পিতা রামদয়াল মণ্ডল ও মাতা সন্ধ্যা দেবী। যোগেন্দ্রনাথ মণ্ডল ১৯২৪ খ্রিস্টাব্দে অঙ্ক ও সংস্কৃতে ভালো নম্বর পেয়ে ম্যাট্রিক পাস করেন। এরপর বরিশালের ব্রজমোহন কলেজ থেকে আইএ এবং গণিত ও সংস্কৃত নিয়ে বিশেষ কৃতিত্বের সঙ্গে ১৯২৯ খ্রিস্টাব্দে বিএ পাস করেন। ১৯৩৪ খ্রিস্টাব্দে আইন পরীক্ষায় উত্তীর্ণ হন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৩৪ খ্রিস্টাব্দে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ছোটো আদালতে শিক্ষানবিশ হিসাবে যোগ দেন।পরে ১৯৩৬ খ্রিস্টাব্দে বরিশাল সদর আদালতে আইনজীবী হন। সেসময় হতেই তিনি সামাজিকভাবে অনগ্রসর শ্রেণির উন্নতিসাধনে জনসেবামূলক কাজকর্মে যুক্ত হন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

১৯৩৭ খ্রিস্টাব্দে নির্বাচনে নিম্নবর্গের মানুষদের দাবিদাওয়া সামনে রেখে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। সাধারণ নির্বাচনে তিনিই প্রথম তফশিলি জাতির একমাত্র প্রতিনিধি যিনি সারা ভারতে আইনসভার একটি সাধারণ আসন দখল করতে পেরেছিলেন। কেন্দ্রটি ছিল বাখরগঞ্জ। ১৯৩৮ খ্রিস্টাব্দে বঙ্গীয় বিধানসভায় তফশিলি সম্প্রদায়ভুক্ত সদস্যদের নিয়ে তিনি 'ইনডিপেনডেন্ট শিডিউলড কাস্ট পার্টি' নামে একটি নিরপক্ষ তফশিলি দল গঠন করেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে খাজা নাজিমুদ্দিনের মন্ত্রী সভায় তিনি সমবায় ও ঋণদান বিষয়ক মন্ত্রী ছিলেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে তিনি ভারতের অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রীর দায়িত্বভার পালন করেন। বাংলার সোহরাওয়ার্দির মন্ত্রী সভায় ১৯৪৬ খ্রিস্টাব্দের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত কাজ করেছেন। ১৫ আগস্ট, ১৯৪৭ সালে ভারত বিভাজন হয়। এরপর তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য ও অস্থায়ী সভাপতি হন। দলিত শ্রেণীর নেতা হিসেবে যোগেন্দ্রনাথ কতকগুলো সাধারণ বিষয় নিয়ে মুসলিম লীগের সাথে চুক্তিবদ্ধ হন। তিনি আশা করেছিলেন যে এরফলে দলিত শ্রেণীর লোকেরা লাভবান হবে। ফলশ্রুতিতে তিনি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানের মন্ত্রীসভায় আইন ও শ্রম মন্ত্রী হন। এর মাধ্যমে সরকার প্রশাসনে সর্বোচ্চ স্তরের হিন্দু সদস্য হন।

ভারতে প্রত্যাবর্তন (১৯৫০)

সম্পাদনা

পাকিস্তানি প্রশাসনের হিন্দু বিরোধী পক্ষপাতিত্ব অনুধাবন করার কথা উদ্ধৃত করে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে ১৯৫০ সালে যোগেন্দ্রনাথ মণ্ডল ভারতে ফিরে আসেন।[][][][] তিনি তার পদত্যাগের চিঠিতে অমুসলিম সংখ্যালঘুদের প্রতি সামাজিক অন্যায় ও পক্ষপাতমূলক আচরণ সম্পর্কিত ঘটনা উল্লেখ করেছেন।[] পাকিস্তান থেকে ফিরে আসার পরে অজ্ঞাতনামা জীবনযাপন করার পরে ১৯৬৮ সালের ৫ অক্টোবর তিনি তার গৃহে পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Heyworth-Dunne, James (১৯৫২)। Pakistan: the birth of a new Muslim state। University of Michigan: Renaissance Bookshop। পৃষ্ঠা 173। আইএসবিএন ASIN: B000N7G1MG |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  2. Tai Yong Tan, Gyanes Kugaisya (২০০০)। The Aftermath of partition in South Asia:Pakistan। London, UK.: Routledge Publishing Co.। পৃষ্ঠা ix–327। আইএসবিএন 0-203-45766-8 
  3. Ahmad, Salahuddin (২০০৪)। Bangladesh: Past and Present। New Delhi, India: APH Publishing Co.। পৃষ্ঠা 19–371। আইএসবিএন 978-81-7648-469-5 
  4. "Eye on Uttar Pradesh polls, BJP showcases Pakistan Dalit minister who 'came back disillusioned'"The Indian Express 
  5. "5 noted personalities who left Pakistan for India"The Express Tribune 
  6. Mandal, Jogendra Nath (৮ অক্টোবর ১৯৫০)। "Resignation letter of Jogendra Nath Mandal"Wikilivres 
  7. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬১১-৬১২। আইএসবিএন 978-8179551356 
  8. "Forgotten hero"The News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮ 

আরও দেখুন

সম্পাদনা

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা