কামরুল ইসলাম রাব্বি

বাংলাদেশী ক্রিকেটার

অন্য ব্যবহারের জন্য, দেখুন কামরুল ইসলাম (দ্ব্যর্থতা নিরসন)

কামরুল ইসলাম রাব্বি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকামরুল ইসলাম রাব্বি
জন্ম (1991-12-10) ১০ ডিসেম্বর ১৯৯১ (বয়স ৩২)
পটুয়াখালী, বরিশাল
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭৯)
২০ অক্টোবর ২০১৬ বনাম ইংল্যান্ড
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২৩ অক্টোবর ২০১৬

কামরুল ইসলাম (জন্ম: ১০ ডিসেম্বর, ১৯৯১) পটুয়াখালীতে জন্মগ্রহণকারী বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য। রাব্বি নামে সমধিক পরিচিত কামরুল ইসলাম ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটলিস্ট এ ক্রিকেটে বরিশাল বার্নার্স, বাংলাদেশ এ, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বিসিবি নির্বাচিত একাদশের পক্ষে খেলেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতে মিডিয়াম ফাস্ট বোলিং করে থাকেন। এছাড়াও ডানহাতে নিচের সারিতে ব্যাটিং করে থাকেন তিনি।[১]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

খুব অল্প বয়সেই ২০০৮-০৯ মৌসুম থেকে অদ্যাবধি বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করছেন। অক্টোবর, ২০০৮ সালে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ঐ খেলায় তাকে ব্যাটিং করতে হয়নি। কিন্তু বল হাতে নিয়ে ষোলো ওভারে পেয়েছেন ৩/৩৩।[২] এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লীগে বরিশাল বার্নার্সের পক্ষে খেলছেন তিনি।

২০০৯ সাল থেকে অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলছেন। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট লাভের ফলে ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করেন।

ঘরোয়া ক্রিকেট সম্পাদনা

২০২০-এর নভেম্বরে, ২০২০-২১ বঙ্গবন্ধু টি২০ কাপ প্রতিযোগিতা শুরুর পূর্বে ১২ নভেম্বর অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে ফরচুন বরিশাল তাকে কিনে নেয়।[৩][৪] ৮ ডিসেম্বর ২০২০, মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপরীতে নুরুল হাসান, নাজমুল হোসেন শান্তফরহাদ রেজাকে পর পর তিনটি বলে তুলে নিয়ে টি২০ ক্রিকেটে নিজের প্রথম হ্যাট্রিক লাভ করেন।[৫]

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

নভেম্বর, ২০১৫ সালে সফরকারী সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকের সিরিজে অংশ নেয়ার জন্য তাকে মনোনীত করা হয়।[৬] ২০ অক্টোবর, ২০১৬ তারিখে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেকে হয়।[৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kamrul Islam Rabbi"। CricketArchive। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  2. "FC debut for Rabbi - National Cricket League, Barisal Division v Sylhet Division"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৬ 
  3. Correspondent, Staff। "Players Draft : Complete List – Bangabandhu T20 Cup 2020 | Bangladesh Cricket Board" (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২০ 
  4. "Dhaka pick Mushy, Shakib landed by Khulna"The Daily Star। ১২ নভেম্বর ২০২০। ৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২০ 
  5. "Parvez Hossain Emon's 100, Rabbi's hat-trick, Tamim's fifty hand Barishal win"www.espncricinfo.com। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২০ 
  6. "Uncapped Rabbi picked for Zimbabwe ODIs"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৫ 
  7. "England tour of Bangladesh, 1st Test: Bangladesh v England at Chittagong, Oct 20 ,2016"। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৬ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা