ব্রজমোহন দত্ত (১৮২৬-১৮৮৬) ছিলেন একজন বাঙালি সমাজসেবী এবং শিক্ষাবিদ। তিনি ছিলেন জাতীয়তাবাদী রাজনীতিবিদ অশ্বিনী কুমার দত্তের পিতা।

ব্রজমোহন দত্ত
জন্ম১৮২৬
বাতাজোড়, বরিশাল, ব্রিটিশ ভারত
মৃত্যু১৮৮৬
জাতীয়তাবাঙ্গালী
নাগরিকত্বব্রিটিশ ভারত
সন্তানঅশ্বিনী কুমার দত্ত

প্রাথমিক জীবন

সম্পাদনা

ব্রজমোহন দত্ত ১৮২৬ সালে ব্রিটিশ ভারতের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলার বিভিন্ন জেলাতে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উপ-বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[]

তিনি গ্রামবাংলায় সামাজিক কাজ এবং শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নিযুক্ত ছিলেন। ১৮৬৭ সালে তিনি পটুয়াখালী মহকুমা সৃষ্টিতে ভূমিকা পালন করেছিলেন। বরিশালের লোকদের মধ্যে ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি অর্থ অনুদানও দিয়েছিলেন, মহিলা শিক্ষার প্রচারের জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নদিয়ার কৃষ্ণনগরে একটি ছোট আদালতের বিচারক হিসাবে অবসর গ্রহণ করেন। [] তাঁর পুত্র অশ্বিনী কুমার দত্ত তার অবদান থেকে প্রেরণা পান এবং ১৮৮৪ সালে ব্রজমোহন দত্তের স্মৃতির স্মরণে বরিশালে ব্রজমোহন কলেজ প্রতিষ্ঠা করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "BAKARGANJ BACKGROUND" (পিডিএফ)। সংগ্রহের তারিখ মে ২, ২০১৮ 
  2. মো তুহীন মোল্লা (২০১২)। "ব্রজমোহন কলেজ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 

বহিঃসংযোগ

সম্পাদনা