আতিকুল হক চৌধুরী
আতিকুল হক চৌধুরী (জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯৩১ - মৃত্যু: ১৭ জুন, ২০১৩) বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, পরিচালক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিটিভির সেরা প্রযোজকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। [১]
আতিকুল হক চৌধুরী | |
---|---|
জন্ম | ১৫ ডিসেম্বর, ১৯৩১ |
মৃত্যু | ১৭ জুন, ২০১৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পরিচিতির কারণ | নাট্যকার, পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
পুরস্কার | বাংলা একাডেমী পুরস্কার |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাআতিকুল হক চৌধুরীর পৈতৃক বাড়ি বরিশাল জেলার উলানীয় জমিদার বাড়িতে। তিনি জন্মগ্রহণ করেন ভোলায় তার নানা বাড়িতে। [২] আতিকুল হক চৌধুরীর স্ত্রীর নাম জোহরা বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে।
কর্মজীবন
সম্পাদনা১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৬ সালে বাংলাদেশ টেলিভিশনে যোগ দেন । বাংলাদেশ টেলিভিশনে সর্বশেষ তিনি উপমহাপরিচালক ছিলেন। এরপর তিনি বেসরকারি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও তিনি ১১ বছর শিক্ষকতা করেছেন। [৩]
উল্লেখযোগ্য কাজ
সম্পাদনারচিত নাটক
সম্পাদনা- দুরবিন দিয়ে দেখুন
- নীলনকশার সন্ধানে
- সুখের উপমা
- বাবার কলম কোথায়
- জলাশয় কত দূর
- বাবার কলম কোথায়
- বৃষ্টিবালিকা [৪]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বাংলা একাডেমী পুরস্কার
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বিটিভির সেরা পরিচালক
- জাতীয় টেলিভিশন পুরস্কার, ১৯৭৬
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দৈনিক প্রথম আলো, "আতিকুল হক চৌধুরী আর নেই"| তারিখ: ১৭-০৬-২০১৩"। ২০২০-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-০৩।
- ↑ "বিডিনিউজ ২৪ ডট কম"। ২০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩।
- ↑ "বাংলানিউজ ২৪ ডট কম"। ২০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৩।
- ↑ দৈনিক কালের কন্ঠ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]