সাঈদ বাবু
সাঈদুল ইসলাম যিনি সাঈদ বাবু (জন্ম ২৫ জুন) নামে অধিক পরিচিত হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেতা।[১][২] ২০১২ সালে ১৫তম মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তিনি খেলা খেলা সারাবেলা টেলিভিশন নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]
সাঈদ বাবু | |
---|---|
জন্ম | সাঈদুল ইসলাম ২৫ জুন ভোলা |
জাতীয়তা | বাংলাদেশি |
দাম্পত্য সঙ্গী | নাজমুন নাহার |
ওয়েবসাইট | sayedbabu |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবাবু ২৫ জুন ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।[৪] তার পিতার নাম জহিরুল ইসলাম ও মাতার নাম সায়মা খাতুন।[৪] তিন ভাই এবং চার বোনের মধ্যে তিনি সবচেয়ে কনিষ্ঠ।[৪] তিনি ভোলা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে মালয়েশিয়ায় চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া নিয়ে উচ্চ শিক্ষা লাভ করেন।[৪][৫]
কর্মজীবন
সম্পাদনাবাবু ১৯৯৫ সালে ভোলার একটি থিয়েটার ক্লাবের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।[৪] ২০০৫ সাল থেকে ঢাকায় বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়া শুরু করেন।[৫] ২০০৭ সালে এইতো প্রেম চলচ্চিত্রের একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ২০০৯ সালে বিবিসি প্রযোজিত বিশ্বাস নামক একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন।[৬][৭] ২০১৮ সালে তিনি পোড়ামন ২ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করেন।[৮][৯]
পুরস্কার
সম্পাদনা- মনোনীত: শ্রেষ্ঠ টিভি অভিনেতার জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার - খেলা খেলা সারাবেলা
ব্যক্তিগত জীবন
সম্পাদনাবাবু ব্যক্তিগত জীবনে ২০১২ সালের ১২ ডিসেম্বর নাজমুন নাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাম্প্রতিক সাঈদ বাবু"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "সাঈদ বাবুর দিনকাল..."। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "ফিরে দেখা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ "জীবনী"। সাঈদ বাবু (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "'আমার অভিনয়জীবনের একটি সেরা কাজ'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "Making learning fun"। ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "'শুটিংয়ের ফাঁকে আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করি'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "অনুদানের ছবিতে সাঈদ বাবু"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।
- ↑ "বড় পর্দায় সাঈদ বাবু"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯।