দ্বিতীয় মুর্শিদ কুলি খান

দ্বিতীয় মুর্শিদ কুলি খান বাংলার নবাবের অধীনে জাহাঙ্গীরনগর ও উড়িষ্যার নায়েব নাযিম ছিলেন। তিনি ছিলেন নবাব সুজাউদ্দিন খানের জামাতা। ১৭৪০ সালে আলীবর্দী খান বাংলার মসনদ অধিকার করলে দ্বিতীয় মুর্শিদ কুলি তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন[১]। কিন্তু ১৭৪১ সালে তিনি আলীবর্দীর নিকট পরাজিত হন এবং বাংলা থেকে বিতাড়িত হন[১]

দ্বিতীয় মুর্শিদ কুলি জাফর খান রুস্তম জঙ্গ
জাহাঙ্গীরনগরের নায়েব নাযিম
সার্বভৌম শাসকমুর্শিদ কুলি খান
সুজাউদ্দিন খান
উত্তরসূরীগালিব আলী খান
উড়িষ্যার নায়েব নাযিম
কাজের মেয়াদ
১৭৩৪ – ১৭৪১
সার্বভৌম শাসকসুজাউদ্দিন খান
সরফরাজ খান
আলীবর্দী খান
পূর্বসূরীমুহম্মদ তর্কী খান
উত্তরসূরীসৈয়দ আহমদ খান
ব্যক্তিগত বিবরণ
দাম্পত্য সঙ্গীদুর্দানা বেগম
ধর্মইসলাম

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ড. মুহম্মদ আব্দুর রহিম, (বাংলাদেশের ইতিহাস), নবাব আলীবর্দী খান, পৃ. ২৮৪–২৯৩