দ্বিতীয় মুর্শিদ কুলি খান
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০২০) |
দ্বিতীয় মুর্শিদ কুলি খান বাংলার নবাবের অধীনে জাহাঙ্গীরনগর ও উড়িষ্যার নায়েব নাযিম ছিলেন। তিনি ছিলেন নবাব সুজাউদ্দিন খানের জামাতা। ১৭৪০ সালে আলীবর্দী খান বাংলার মসনদ অধিকার করলে দ্বিতীয় মুর্শিদ কুলি তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেন[১]। কিন্তু ১৭৪১ সালে তিনি আলীবর্দীর নিকট পরাজিত হন এবং বাংলা থেকে বিতাড়িত হন[১]।
দ্বিতীয় মুর্শিদ কুলি জাফর খান রুস্তম জঙ্গ | |
---|---|
জাহাঙ্গীরনগরের নায়েব নাযিম | |
সার্বভৌম শাসক | মুর্শিদ কুলি খান সুজাউদ্দিন খান |
উত্তরসূরী | গালিব আলী খান |
উড়িষ্যার নায়েব নাযিম | |
কাজের মেয়াদ ১৭৩৪ – ১৭৪১ | |
সার্বভৌম শাসক | সুজাউদ্দিন খান সরফরাজ খান আলীবর্দী খান |
পূর্বসূরী | মুহম্মদ তর্কী খান |
উত্তরসূরী | সৈয়দ আহমদ খান |
ব্যক্তিগত বিবরণ | |
দাম্পত্য সঙ্গী | দুর্দানা বেগম |
ধর্ম | ইসলাম |