চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

(Golden Globe Award for Best Supporting Actress – Motion Picture থেকে পুনর্নির্দেশিত)

চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেত্রীর জন্য প্রদান করা হয়। ১৯৪৪ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে। শুরু থেকেই এই বিভাগে নামে পরিবর্তন দেখা গেছে; ২০০৫ সাল থেকে দাপ্তরিকভাবে এই বিভাগকে "চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর শ্রেষ্ঠ অভিনয় পারদর্শিতা" নামে ডাকা হচ্ছে।

চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২২-এর বিজয়ী: ডেভাইন জয় র‍্যান্ডলফ
বিবরণচলচ্চিত্রের সেরা পার্শ্ব অভিনেত্রী
দেশমার্কিন যুক্তরাষ্ট্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতডেভাইন জয় র‍্যান্ডলফ
দ্য হোল্ডওভারস (২০২৩)
ওয়েবসাইটgoldenglobes.com

এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী কাটিনা পাক্সিনু, তিনি ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন। ছয়জন অভিনেত্রী এই পুরস্কার দুইবার করে লাভ করেছেন, তারা হলেন ক্যারেন ব্ল্যাক, রুথ গর্ডন, অ্যাঞ্জেলা ল্যান্সবারি, অ্যাগনেস মুরহেড, মেরিল স্ট্রিপকেট উইন্সলেট। এই বিভাগে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী ডেভাইন জয় র‍্যান্ডলফ দ্য হোল্ডওভারস (২০২৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।[]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সম্পাদনা
 
কাটিনা পাক্সিনু ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩)-এ অভিনয়ের জন্য এই বিভাগে প্রথম পুরস্কৃত হন।
 
অ্যাগনেস মুরহেড মিসেস পার্কিংটন (১৯৪৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
অ্যাঞ্জেলা ল্যান্সবারি দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে (১৯৪৫) ও দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট (১৯৬২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
 
অ্যান ব্যাক্সটার দ্য রেজর্স এজ (১৯৪৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
সেলেস্ট হোম জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
এলেন কর্বি আই রিমেম্বার মামা (১৯৪৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
মেরিল স্ট্রিপ ক্রেমার ভার্সাস ক্রেমার (১৯৭৯) ও অ্যাডাপ্টেশন. (২০০২)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
 
অ্যাঞ্জেলিনা জোলি গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯)-এ জন্য পুরস্কৃত হন।
 
কেড হাডসন অলমোস্ট ফেমাস (২০০০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জেনিফার কনেলি এ বিউটিফুল মাইন্ড (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
রানে জেলওয়েগার কোল্ড মাউন্টেন (২০০৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
ন্যাটালি পোর্টম্যান ক্লোজার (২০০৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
র‍্যাচেল ভাইস দ্য কনস্ট্যান্ট গার্ডেনার (২০০৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জেনিফার হাডসন ড্রিমগার্লস্‌ (২০০৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
কেট ব্লানচেট আ'ম নট দেয়ার (২০০৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
কেট উইন্সলেট দ্য রিডার (২০০৮) ও স্টিভ জবস (২০১৫)-এ অভিনয়ের জন্য দুইবার পুরস্কৃত হন।
 
মোনিক প্রেশাস (২০০৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
মেলিসা লিও দ্য ফাইটার (২০১০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
অক্টাভিয়া স্পেন্সার দ্য হেল্প (২০১১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
অ্যান হ্যাথাওয়ে লে মিজেরাবল (২০১২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জেনিফার লরেন্স আমেরিকান হাসল (২০১৩)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
প্যাট্রিশিয়া আর্কেট বয়হুড (২০১৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
ভায়োলা ডেভিস ফেন্সেস (২০১৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
অ্যালিসন জ্যানি আই, টনিয়া (২০১৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
রেজিনা কিং ইফ বিয়েল স্ট্রিট কুড টক (২০১৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
লরা ডার্ন ম্যারিজ স্টোরি (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জোডি ফস্টার দ্য মৌরিতানিয়ান (২০২০)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
আরিয়ানা ডাবোজ ওয়েস্ট সাইড স্টোরি (২০২১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
অ্যাঞ্জেলা বাসেট ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (২০২২)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী অভিনেত্রীদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৪০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৪৩ কাটিনা পাক্সিনু পিলার ফর হুম দ্য বেল টোলস []
১৯৪৪ অ্যাগনেস মুরহেড ব্যারোনেস আস্পাসিয়া কন্তি মিসেস পার্কিংটন []
১৯৪৫ অ্যাঞ্জেলা ল্যান্সবারি সিভিল ভেইন দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে []
১৯৪৬ অ্যান ব্যাক্সটার সোফি ম্যাকডোনাল্ড দ্য রেজর্স এজ []
১৯৪৭ সেলেস্ট হোম অ্যানি ডেট্রি জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট []
১৯৪৮ এলেন কর্বি ট্রিনা আই রিমেম্বার মামা []
১৯৪৯ মার্সেডিজ ম্যাক্যামব্রিজ সাদি বার্ক অল দ্য কিংস মেন []

১৯৫০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৫০ জোসেফিন হল ভেটা লুই সিমন্স হার্ভি []
জুডি হলিডে ডরিস অ্যাটিঞ্জার অ্যাডাম্‌স রিব
থেলমা রিটার বার্ডি কুনান অল অ্যাবাউট ইভ
১৯৫১ কিম হান্টার স্টেলা কোয়াল্‌স্কি আ স্ট্রিটকার নেমড ডিজায়ার [১০]
থেলমা রিটার এলেন ম্যাকনাল্টি দ্য মেটিং সিজন
লি গ্র্যান্ট দ্য শপলিফটার ডিটেকটিভ স্টোরি
১৯৫২ ক্যাটি জুরাডো হেলেন রামিরেজ হাই নুন [১১]
গ্লোরিয়া গ্রাহাম রোজাম্যারি বার্টলো দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল
মিলড্রেড ডানক সেনোরা এসপেজো ভিভা সাপাতা!
১৯৫৩ গ্রেস কেলি লিন্ডা নর্ডলি মোগ্যাম্বো [১২]
১৯৫৪ জ্যান স্টার্লিং শেলি ম্যাকি দ্য হাই অ্যান্ড দ্য মাইটি [১৩]
১৯৫৫ মারিসা পাভান রোজা দেল রোজ দ্য রোজ ট্যাটু [১৪]
১৯৫৬ এইলিন হেকার্ট হর্টিঞ্জি ডেইগল দ্য বেড সিড [১৫]
ডরথি ম্যালোন ম্যারিলি হ্যাডলি রিটেন অন দ্য উইন্ড
প্যাটি ম্যাকরম্যাক রোডা পেনমার্ক দ্য বেড সিড
মার্জরি মেইন হাড্‌সপেথ ফ্রেন্ডলি পারসুয়েশন
মিলড্রেড ডানক আন্ট রোজ কমফোর্ট বেবি ডল
১৯৫৭ এলসা ল্যানচেস্টার মিস প্লিমসল উইটনেস ফ্রম দ্য প্রসিকিউশন [১৬]
মিলড্রেড ডানক মিস এলসি থর্নটন পেটন প্লেস
মিয়োশি উমেকি কাটসুমি কেলি সায়োনারা
হিদার সিয়ার্স ইস্থার কস্টেলো দ্য স্টোরি অব ইস্থার কস্টেলো
হোপ ল্যাং সেলিনা ক্রস পেটন প্লেস
১৯৫৮ হারমায়োনি জিনগোল্ড মাদাম আলভারেজ জিজি [১৭]
ওয়েন্ডি হিলার প্যাট কুপার সেপারেট টেবলস্‌
ক্যারা উইলিয়ামস বিলি'র মা দ্য ডিফায়্যান্ট ওয়ানস্‌
পেগি ক্যাস অ্যাগনেস গুচ আন্টি মেম
মরিন স্ট্যাপলটন ফে ডয়েল লোনলিহার্টস
১৯৫৯ সুজান কোনার সারাহ জেন ইমিটেশন অব লাইফ [১৮]
ইডিথ এভান্স রেভ. মাদার এমানুয়েল দ্য নান্‌স স্টোরি
ইস্টেল হেম্‌সলি গ্র্যান্ডমা "গ্র্যাম" মার্টিন টেক আ জায়ান্ট স্টেপ
জুয়ানিটা মুর অ্যানি জনসন ইমিটেশন অব লাইফ
শেলি উইন্টার্স প্রেট্রোনেলা ফান ডান দ্য ডায়েরি অব আন ফ্রাংক

১৯৬০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৬০ জ্যানেট লেই মারিয়োঁ ক্রেন সাইকো [১৯]
ইনা বালিন নাটালি বেনজিঙ্গার ফ্রম দ্য টেরেস
ম্যারি উর ক্ল্যারা ডউস সন্স অ্যান্ড লাভার্স
শার্লি জোন্স লুলু বেইন্স এলমার গ্যান্ট্রি
শার্লি নাইট রেনি ফ্লাড দ্য ডার্ক অ্যাট দ্য টপ অব দ্য স্টেয়ার্স
১৯৬১ রিতা মোরেনো আনিতা ওয়েস্ট সাইড স্টোরি [২০]
জুডি গারল্যান্ড আইরিন হফম্যান ওয়ালনার জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ
পামেলা টিফিন স্কার্লেট হ্যাজেলটাইন ওয়ান, টু, থ্রি
ফে বেইন্টার অ্যামেলিয়া টিলফোর্ড দ্য চিলড্রেন্‌স আওয়ার
লটে লেনিয়া কন্টেসা দ্য রোমান স্প্রিং অব মিসেস স্টোন
১৯৬২ অ্যাঞ্জেলা ল্যান্সবারি মিসেস আইসলিন দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট [২১]
কে স্টিভেন্স নার্স ডিডি দি ইন্টার্নস
গ্যাব্রিয়েলা প্যালোটা রোসালবা মাসিমো দ্য পিজিওন দ্যাট টুক রোম
জেসিকা ট্যান্ডি মিসেস অ্যাডামস হেমিংওয়েস অ্যাডভেঞ্চার অব আ ইয়াং ম্যান
তারিতা তেরিপেইয়া মাইমিতি মিউটিনি অন দ্য বাউন্টি
প্যাটি ডিউক হেলেন কেলার দ্য মিরাকল ওয়ার্কার
মার্থা রে লুলু বিলি রোজ্‌স জাম্বো
শার্লি নাইট হেভেনলি ফিনলি সুইট বার্ড অব ইয়ুথ
সুজান কোনার মার্থা ফ্রয়েড ফ্রয়েড: দ্য সিক্রেট প্যাশন
হারমায়োনি জিনগোল্ড ইউলালি ম্যাকেচনি শিন দ্য মিউজিক ম্যান
১৯৬৩ মার্গারেট রাদারফোর্ড ব্রাইটনের ডিউকপত্নী দ্য ভি.আই.পি.জ [২২]
ওয়েন্ডি হিলার অ্যানা বার্নিয়ার্স টয়েস ইন দি অ্যাটিক
জোন গ্রিনউড লেডি বেলাস্টন টম জোন্স
ডায়ান বেকার এমিলি স্ট্র্যাটম্যান দ্য প্রাইজ
প্যাট্রিশিয়া নিল আলমা ব্রাউন হাড
লাইজলটে পালভার সোনিয়া আ গ্লোবাল অ্যাফেয়ার
লিন্ডা মার্শ টমনা সিনিকোগ্লো আমেরিকা আমেরিকা
লিলিয়া স্কালা মাদার মারিয়া লিলিজ অব দ্য ফিল্ড
১৯৬৪ অ্যাগনেস মুরহেড ভেলমা ক্লাদার হাস... হাস, সুইট শার্লট [২৩]
১৯৬৫ রুথ গর্ডন মিসেস ক্লোভার ইনসাইড ডেইজি ক্লোভার [২৪]
১৯৬৬ জোসেলিন লাগার্ড রানী মালামা হাওয়াই [২৫]
১৯৬৭ ক্যারল চ্যানিং মুজি ফন হসমেয়ার থরোলি মডার্ন মিলি [২৬]
১৯৬৮ রুথ গর্ডন মিনি কাস্টভেট রোজমেরিস বেবি [২৭]
১৯৬৯ গোল্ডি হন টনি সিমন্স ক্যাকটাস ফ্লাওয়ার [২৮]

১৯৭০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৭০ ক্যারেন ব্ল্যাক রায়েট ডিপেস্টো ফাইভ ইজি পিসেস [২৯]
মরিন স্ট্যাপলটন ইনেজ গুয়েরেরো এয়ারপোর্ট
টিনা চেন নিউক সিন দ্য হাওয়াইয়ান্স
লি গ্র্যান্ট জয়েস এন্ডার্স দ্য ল্যান্ডলর্ড
স্যালি কেলারম্যান মার্গারেট ওহুলিহ্যান ম্যাশ
১৯৭১ অ্যান-মার্গরেট ববি কার্নাল নজেল [৩০]
১৯৭২ শেলি উইন্টার্স বেল রোজেন দ্য পসেইডন অ্যাডভেঞ্চার [৩১]
১৯৭৩ লিন্ডা ব্লেয়ার রিগান ম্যাকনেইল দ্য একসর্‌সিস্ট [৩২]
১৯৭৪ ক্যারেন ব্ল্যাক মার্টল উইলসন দ্য গ্রেট গেটসবি [৩৩]
১৯৭৫ ব্রেন্ডা ভেসারো লিন্ডা রিগ্‌স জ্যাকুলিন সুজান্‌স ওয়ান্স ইজ নট এনাফ [৩৪]
১৯৭৬ ক্যাথরিন রস মিরা হসার ভয়েজ অব দ্য ডেম্‌ড [৩৫]
১৯৭৭ ভানেসা রেডগ্রেভ জুলিয়া জুলিয়া [৩৬]
১৯৭৮ ডায়ান ক্যানন জুলিয়া ফার্ন্সওর্থ হেভেন ক্যান ওয়েট [৩৭]
১৯৭৯ মেরিল স্ট্রিপ জোয়ানা ক্রেমার ক্রেমার ভার্সাস ক্রেমার [৩৮]
ক্যাথলিন বেলার এলিজাবেথ (বাফি) কোনিগ প্রমিজেস ইন দ্য ডার্ক
ক্যান্ডিস বার্জেন জেসিকা পটার স্টার্টিং ওভার
জেন আলেকজান্ডার মার্গারেট ফেল্পস ক্রেমার ভার্সাস ক্রেমার
ভ্যালারি হার্পার ফে মেডউইক চ্যাপ্টার টু

১৯৮০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৮০ ম্যারি স্টিনবার্জেন লিন্ডা ডামার মেলভিন অ্যান্ড হাউয়ার্ড [৩৯]
১৯৮১ জোন হ্যাকেট টোবি ল্যান্ডাউ অনলি হোয়াইল আই লাফ [৪০]
১৯৮২ জেসিকা ল্যাং জুলি নিকোলস সটসি [৪১]
১৯৮৩ শের ডলি পালেকার সিল্কউড [৪২]
১৯৮৪ পেগি অ্যাশক্রফ্‌ট মিসেস মুর আ প্যাসেজ টু ইন্ডিয়া [৪৩]
১৯৮৫ মেগ টিলি সিস্টার অ্যাগনেস অ্যাগনেস অব গড [৪৪]
১৯৮৬ ম্যাগি স্মিথ শার্লট বার্টলেট আ রুম উইথ ভিউ [৪৫]
১৯৮৭ অলিম্পিয়া ডুকাকিস রোজ কাস্তুরিনি মুনস্ট্রাক [৪৬]
১৯৮৮ সিগুর্নি উইভার ক্যাথরিন পার্কার ওয়ার্কিং গার্ল [৪৭]
১৯৮৯ জুলিয়া রবার্টস শেলবি ইটেনটন ল্যাচারি স্টিল ম্যাগনোলিয়াজ [৪৮]
ডায়ান উইস্ট হেলেন বাকম্যান প্যারেন্টহুড
ব্রিজেট ফন্ডা ম্যান্ডি রাইস-ডেভিস স্ক্যান্ডাল
ব্রেন্ডা ফ্রিকার মিসেস ব্রাউন মাই লেফট ফুট
লরা সান জাকোমো সিন্থিয়া বিশপ সেক্স, লাইজ, অ্যান্ড ভিডিওটেপ

১৯৯০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
১৯৯০ উপি গোল্ডবার্গ ওডা মে ব্রাউন গোস্ট [৪৯]
১৯৯১ মার্সেডিজ রুল অ্যানি নাপোলিতানি দ্য ফিশার কিং [৫০]
১৯৯২ জোন প্লাউরাইট মিসেস ফিশার এনচেন্টেড এপ্রিল [৫১]
১৯৯৩ উইনোনা রাইডার মে ওয়েল্যান্ড দি এজ অব ইনোসেন্স [৫২]
১৯৯৪ ডায়ান উইস্ট হেলেন সিনক্লেয়ার বুলেট্‌স ওভার ব্রডওয়ে [৫৩]
১৯৯৫ মিরা সরভিনো লিন্ডা অ্যাশ মাইটি আফ্রোদিতি [৫৪]
১৯৯৬ লরেন বাকল হ্যানা মরগ্যান দ্য মিরর হ্যাজ টু ফেসেস [৫৫]
১৯৯৭ কিম বেসিঙ্গার লিন ব্রেকেন এল.এ. কনফিডেনশিয়াল [৫৬]
১৯৯৮ লিন রেডগ্রেভ হ্যানা গড অ্যান্ড মনস্টার্স [৫৭]
১৯৯৯ অ্যাঞ্জেলিনা জোলি লিসা রোই গার্ল, ইন্টারাপ্টেড [৫৮]
ক্যাথরিন কিনার ম্যাক্সিন লুন্ড বিয়িং জন মালকোভিচ
ক্যামেরন ডিয়াজ লটে শোয়ার্টজ
ক্লোই সেভাইনি লানা টিসডেল বয়েজ ডোন্ট ক্রাই
ন্যাটালি পোর্টম্যান অ্যান অগাস্ট অ্যানিহোয়্যার বাট হিয়্যার
সামান্থা মর্টন হ্যাটি সুইট অ্যান্ড লোডাউন

২০০০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০০০ কেট হাডসন পেনি লেন অলমোস্ট ফেমাস [৫৯]
ক্যাথরিন জিটা-জোন্স হেলেনা আয়ালা ট্রাফিক
জুডি ডেঞ্চ আর্মাঁদ ভোয়াজাঁ শকোলা
জুলি ওয়াল্টার্স স্যান্ড্রা উইলকিনসন বিলি ইলিয়ট
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড এলেইন মিলার অলমোস্ট ফেমাস
২০০১ জেনিফার কনেলি অ্যালিশিয়া ন্যাশ আ বিউটিফুল মাইন্ড [৬০]
কেট উইন্সলেট আইরিস মার্ডক আইরিস
ক্যামেরন ডিয়াজ জুলি জান্নি ভ্যানিলা স্কাই
মারিসা টোমে ন্যাটালি স্ট্রাউট ইন দ্য বেডরুম
ম্যাগি স্মিথ কনস্ট্যান্স ট্রেন্টাম গসফোর্ড পার্ক
হেলেন মিরেন মিসেস উইলসন
২০০২ মেরিল স্ট্রিপ সুজান অরলিন অ্যাডাপ্টেশন [৬১]
কুইন লতিফা ম্যাট্রন "মামা" মর্টন শিকাগো
ক্যাথি বেট্‌স রবার্টা হার্টজেল অ্যাবাউট স্মিট
ক্যামেরন ডিয়াজ জেনি এভারডিন গ্যাংস অব নিউ ইয়র্ক
সুজান সার‍্যান্ডন মিনি স্লোকাম্ব ইগবি গোজ ডাউন
২০০৩ রানে জেলওয়েগার রুবি থিউস কোল্ড মাউন্টেন [৬২]
প্যাট্রিশিয়া ক্লার্কসন জন বার্নস পিসেস অব এপ্রিল
মারিয়া বেলো ন্যাটালি বেলিসারিও দ্য কুলার
হলি হান্টার মেলানি ফ্রিল্যান্ড থার্টিন
হোপ ডেভিস জয়েস ব্র্যাবনার আমেরিকান স্প্লেন্ডর
২০০৪ ন্যাটালি পোর্টম্যান অ্যালিস আইরেজ/জেন জোন্স ক্লোজার [৬৩]
কেট ব্লানচেট ক্যাথরিন হেপবার্ন দি অ্যাভিয়েটর
ভার্জিনিয়া ম্যাডসেন মায়া র‍্যান্ডল সাইডওয়েস
মেরিল স্ট্রিপ এলিনর শ দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট
লরা লিনি ক্লারা ম্যাকমিলেন কিনসি
২০০৫ র‍্যাচেল ভাইস টেসা কোয়াইল দ্য কনস্ট্যান্ট গার্ডেনার [৬৪]
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড গ্লোরি ডজ নর্থ কান্ট্রি
মিশেল উইলিয়ামস আলমা বিরস দেল মার ব্রোকব্যাক মাউন্টেন
শার্লি ম্যাকলেইন এলা হার্শ ইন হার শুজ
স্কার্লেট জোহ্যানসন নোলা রাইস ম্যাচ পয়েন্ট
২০০৬ জেনিফার হাডসন এফি হোয়াইট ড্রিমগার্লস [৬৫]
আদ্রিয়ানা বারাজা আমেলিয়া হার্নান্দেজ বাবেল
এমিলি ব্লান্ট এমিলি শার্লটন দ্য ডেভিল ওয়্যারস প্রাডা
কেট ব্লানচেট বাথশেবা "শেবা" হার্ট নোটস অন আ স্ক্যান্ডাল
রিংকু কুকুচি চিয়েকো ওয়াটায়া বাবেল
২০০৭ কেট ব্লানচেট জুড কোয়াইন আই এম নট দেয়ার [৬৬]
অ্যামি রায়ান হেলেন ম্যাকক্রিডি গন বেবি গন
জুলিয়া রবার্টস জোয়ান হেরিং চার্লি উইলসন্‌স ওয়ার
টিল্ডা সুইন্টন ক্যারেন ক্রোয়ার মাইকেল ক্লেটন
সার্শা রোনান ব্রায়নি টালিস অ্যাটোনমেন্ট
২০০৮ কেট উইন্সলেট * হ্যানা স্মিৎজ দ্য রিডার [৬৭]
অ্যামি অ্যাডামস সিস্টার জেমস ডাউট
পেনেলোপে ক্রুজ মারিয়া এলেনা ভিকি ক্রিশ্চিনা বার্সেলোনা
ভায়োলা ডেভিস মিসেস মিলার ডাউট
মারিসা টোমে কাসিডি/পাম দ্য রেসলার
২০০৯ মোনিক মেরি লি জনস্টন প্রেশাস [৬৮]
অ্যানা কেন্ড্রিক নাটালি কিনার আপ ইন দি এয়ার
জুলিঅ্যান মুর শার্লি মিলার আ সিঙ্গল ম্যান
পেনেলোপে ক্রুজ কার্লা অ্যালবানিজ নাইন
ভেরা ফারমিগা আলেক্স গোরান আপ ইন দি এয়ার

২০১০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০১০ মেলিসা লিও অ্যালিস একলুন্ড-ওয়ার্ড দ্য ফাইটার [৬৯]
অ্যামি অ্যাডামস শার্লিন ফ্লেমিং দ্য ফাইটার
জ্যাকি উইভার জেনিন "স্মার্ফ" কডি অ্যানিমেল কিংডম
মিলা কুনিস লিলি/দ্য ব্ল্যাক সোয়ান ব্ল্যাক সোয়ান
হেলেনা বোনাম কার্টার রাজমাতা এলিজাবেথ দ্য কিংস স্পিচ
২০১১ অক্টাভিয়া স্পেন্সার মিনি জ্যাকসন দ্য হেল্প [৭০]
জেসিকা চ্যাস্টেইন সেলিয়া ফুটি দ্য হেল্প
জ্যানেট ম্যাকটির হুবার্ট পেজ আলবার্ট নবস
বেরেনিস বেজো পেপ মিলার দি আর্টিস্ট
শেইলিন উডলি আলেকজান্দ্রা কিং দ্য ডিসেড্যান্টস
২০১২ অ্যান হ্যাথাওয়ে ফঁতিন লে মিজেরাবল [৭১]
অ্যামি অ্যাডামস পেগি ডড দ্য মাস্টার
নিকোল কিডম্যান শার্লট ব্লেস দ্য পেপারবয়
স্যালি ফিল্ড ম্যারি টড লিংকন লিংকন
হেলেন হান্ট শেরিল কোহেন-গ্রিন দ্য সেশনস্‌
২০১৩ জেনিফার লরেন্স রোজালিন রোসেনফেল্ড আমেরিকান হাসল [৭২]
জুন স্কুইব কেট গ্র্যান্ট নেব্রাস্কা
জুলিয়া রবার্টস বারবারা ওয়েস্টন-ফোর্ডহ্যাম অগাস্ট: ওসেজ কাউন্টি
লুপিটা ইয়ংও প্যাটসি টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
স্যালি হকিন্স জিঞ্জার ব্লু জেসমিন
২০১৪ প্যাট্রিশিয়া আর্কেট অলিভিয়া ইভানস বয়হুড [৭৩]
এমা স্টোন স্যাম টমসন বার্ডম্যান
কিয়ারা নাইটলি জোন ক্লার্ক দি ইমিটেশন গেম
জেসিকা চ্যাস্টেইন অ্যানা মোরালস আ মোস্ট ভায়োলেন্ট ইয়ার
মেরিল স্ট্রিপ ডাইনি ইনটু দ্য উডস
২০১৫ কেট উইন্সলেট জোয়ানা হফম্যান স্টিভ জবস [৭৪]
আলিসিয়া ভিকান্দার আভা এক্স মাকিনা
জেন ফন্ডা ব্রেন্ডা মরেল ইয়ুথ
জেনিফার জেসন লেই ডেইজি ডোমেরগু দ্য হেটফুল এইট
হেলেন মিরেন হেডা হপার ট্রাম্বো
২০১৬ ভায়োলা ডেভিস রোজ ম্যাক্সসন ফেন্সেস [৭৫]
অক্টাভিয়া স্পেন্সার ডরোথি ভন হিডেন ফিগারস্‌
নাওমি হ্যারিস পলা মুনলাইট
নিকোল কিডম্যান সু ব্রায়ার্লি লায়ন
মিশেল উইলিয়ামস র‍্যান্ডি চ্যান্ডলার ম্যানচেস্টার বাই দ্য সী
২০১৭ অ্যালিসন জ্যানি লাভোনা গোল্ডেন আই, টনিয়া [৭৬]
অক্টাভিয়া স্পেন্সার জেল্ডা ফুলার দ্য শেপ অব ওয়াটার
ম্যারি জে. ব্লাইজ ফ্লোরেন্স জ্যাকসন মাডবাউন্ড
লরি মেটকাফ মারিয়োঁ ম্যাকফার্সন লেডি বার্ড
হং চাউ এনগক লান ট্রান ডাউনসাইজিং
২০১৮ রেজিনা কিং শ্যারন রিভারস ইফ বিল স্ট্রিট কুড টক [৭৭]
অ্যামি অ্যাডামস লিন চেনি ভাইস
এমা স্টোন অ্যাবিগেইল ম্যাশাম দ্য ফেভারিট
ক্লেয়ার ফয় জ্যানেট শিয়ারন আর্মস্ট্রং ফার্স্ট ম্যান
র‍্যাচেল ভাইস সারা চার্চিল দ্য ফেভারিট
২০১৯ লরা ডার্ন নোরা ফ্যানশ ম্যারিজ স্টোরি [৭৮]
অ্যানেট বেনিং ডায়ান ফেইনস্টেইন দ্য রিপোর্ট
ক্যাথি বেট্‌স বারবারা "ববি" জুয়েল রিচার্ড জুয়েল
জেনিফার লোপেজ রামোনা ভেগা হাসলার্স
মার্গো রবি কায়লা পস্পিসিল বোম্বশেল

২০২০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০২০ জোডি ফস্টার ন্যান্সি হল্যান্ডার দ্য মৌরিতানিয়ান [৭৯]
অলিভিয়া কলম্যান অ্যান দ্য ফাদার
অ্যামান্ডা সাইফ্রেড ম্যারিয়ন ডেভিস ম্যাংক
গ্লেন ক্লোজ বনি "মামাউ" ভ্যান্স হিলিবিলি এলিজি
হেলেনা জেঙ্গেল ইয়োহানা লোয়েনবার্জার নিউ অব দ্য ওয়ার্ল্ড
২০২১ আরিয়ানা ডাবোজ আনিটা ওয়েস্ট সাইড স্টোরি [৮০]
আনজানু এলিস ওরাসিন "ব্র্যান্ডি" প্রাইস কিং রিচার্ড
কেইট্রিওনা বালফ মা বেলফাস্ট
কিয়ার্স্টন ডান্‌স্ট রোজ বারব্যাঙ্ক দ্য পাওয়ার অব দ্য ডগ
রুথ নেগা কেলার বেলো পাসিং
২০২২ অ্যাঞ্জেলা বাসেট রানী রামোন্ডা ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার [৮১]
কেরি কনডন সিওভান সুলেভেন দ্য বানশিস অব ইনিশেরিন
কেরি মুলিগান মেগান টোয়াহি শি সেইড
জেমি লি কার্টিস দের্দ্র বোবের্দে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
ডলি ডি লিওন এবিগেইল ট্রায়াঙ্গেল অব স্যাডনেস
২০২৩ ডেভাইন জয় র‍্যান্ডলফ ম্যারি ল্যাম্ব দ্য হোল্ডওভারস
এমিলি ব্লান্ট ক্যাথরিন "কিটি" অপেনহাইমার অপেনহাইমার
জুলিঅ্যান মুর গ্রেসি আথার্টন-ইয়ু মে ডিসেম্বর
জোডি ফস্টার বনি স্টল নাইঅ্যাড
ড্যানিয়েল ব্রুকস সোফিয়া জনসন দ্য কালার পার্পল
রোজামন্ড পাইক লেডি এলসপেথ ক্যাটন সল্টবার্ন

* কেট উইন্সলেট শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।

একাধিক বিজয়

সম্পাদনা
২ বার

দুয়ের অধিক মনোনয়ন

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. নর্ডিক, কিমবার্লি (৭ জানুয়ারি ২০২৪)। "Golden Globes: Winners List"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২৪ 
  2. "Winners & Nominees 1944"গোল্ডেন গ্লোব। ২৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  3. "Winners & Nominees 1945"গোল্ডেন গ্লোব। ২৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  4. "Winners & Nominees 1946"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  5. "Winners & Nominees 1947"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  6. "Winners & Nominees 1948"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  7. "Winners & Nominees 1949"গোল্ডেন গ্লোব। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  8. "Winners & Nominees 1950"গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  9. "Winners & Nominees 1951"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  10. "Winners & Nominees 1952"গোল্ডেন গ্লোব। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  11. "Winners & Nominees 1953"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  12. "Winners & Nominees 1954"গোল্ডেন গ্লোব। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  13. "Winners & Nominees 1955"গোল্ডেন গ্লোব। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  14. "Winners & Nominees 1956"গোল্ডেন গ্লোব। ২৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  15. "Winners & Nominees 1957"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  16. "Winners & Nominees 1958"গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  17. "Winners & Nominees 1959"গোল্ডেন গ্লোব। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  18. "Winners & Nominees 1960"গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  19. "Winners & Nominees 1961"গোল্ডেন গ্লোব। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  20. "Winners & Nominees 1962"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  21. "Winners & Nominees 1963"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  22. "Winners & Nominees 1964"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  23. "Winners & Nominees 1965"গোল্ডেন গ্লোব। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  24. "Winners & Nominees 1966"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  25. "Winners & Nominees 1967"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  26. "Winners & Nominees 1968"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  27. "Winners & Nominees 1969"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  28. "Winners & Nominees 1970"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  29. "Winners & Nominees 1971"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  30. "Winners & Nominees 1972"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  31. "Winners & Nominees 1973"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  32. "Winners & Nominees 1974"গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  33. "Winners & Nominees 1975"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  34. "Winners & Nominees 1976"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  35. "Winners & Nominees 1977"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  36. "Winners & Nominees 1978"গোল্ডেন গ্লোব। ৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  37. "Winners & Nominees 1979"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  38. "Winners & Nominees 1980"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  39. "Winners & Nominees 1981"গোল্ডেন গ্লোব। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  40. "Winners & Nominees 1982"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  41. "Winners & Nominees 1983"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  42. "Winners & Nominees 1984"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  43. "Winners & Nominees 1985"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  44. "Winners & Nominees 1986"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  45. "Winners & Nominees 1987"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  46. "Winners & Nominees 1988"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  47. "Winners & Nominees 1989"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  48. "Winners & Nominees 1990"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  49. "Winners & Nominees 1991"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  50. "Winners & Nominees 1992"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  51. "Winners & Nominees 1993"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  52. "Winners & Nominees 1994"গোল্ডেন গ্লোব। ২৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  53. "Winners & Nominees 1995"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  54. "Winners & Nominees 1996"গোল্ডেন গ্লোব। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  55. "Winners & Nominees 1997"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  56. "Winners & Nominees 1998"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  57. "Winners & Nominees 1999"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  58. "Winners & Nominees 2000"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  59. "Winners & Nominees 2001"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  60. "Winners & Nominees 2002"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  61. "Winners & Nominees 2003"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  62. "Winners & Nominees 2004"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  63. "Winners & Nominees 2005"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  64. "Winners & Nominees 2006"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  65. "Winners & Nominees 2007"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  66. "Winners & Nominees 2008"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  67. "Winners & Nominees 2009"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  68. "Winners & Nominees 2010"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  69. "Winners & Nominees 2011"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  70. "Winners & Nominees 20112"গোল্ডেন গ্লোব। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  71. "Winners & Nominees 2013"গোল্ডেন গ্লোব। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  72. "Winners & Nominees 2014"গোল্ডেন গ্লোব। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  73. "Winners & Nominees 2015"গোল্ডেন গ্লোব। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  74. "Winners & Nominees 2016"গোল্ডেন গ্লোব। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  75. "Winners & Nominees 2017"গোল্ডেন গ্লোব। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  76. "Winners & Nominees 2018"গোল্ডেন গ্লোব। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৮ 
  77. "Winners & Nominees 2019"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৯ 
  78. "Winners & Nominees 2020"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  79. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  80. "Winners & Nominees 2022"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  81. "Winners & Nominees 2023"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা