দ্য মাস্টার (২০১২-এর চলচ্চিত্র)

দ্য মাস্টার পল টমাস অ্যান্ডারসন রচিত ও পরিচালিত ২০১২ সালের মার্কিন মনস্তাত্ত্বিক নাট্যধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন হোয়াকিন ফিনিক্স, ফিলিপ সিমোর হফম্যান, ও অ্যামি অ্যাডামস। চলচ্চিত্রটির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৌ কর্মকর্তা ফ্রেডি কোয়েলকে (ফিনিক্স) কেন্দ্র করে গড়ে ওঠেছে, যে যুদ্ধের পর সমাজের সাথে মিশতে সংগ্রাম করছে। সে ধর্মীয় আন্দোলনের নেতা ল্যানচেস্টার ডডের (হফম্যান) সাথে পরিচিত হয়। ডড কোয়েলের মধ্যে কিছু দেখতে পান এবং তাকে এই আন্দোলনে সামিল করে। চলচ্চিত্রটি প্রযোজনা করে অন্নপূর্ণা পিকচার্স ও গৌলার্ডি ফিল্ম কোম্পানি এবং পরিবেশনা করে দ্য ওয়েনস্টেইন কোম্পানি

দ্য মাস্টার
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
The Master
পরিচালকপল টমাস অ্যান্ডারসন
প্রযোজক
রচয়িতাপল টমাস অ্যান্ডারসন
শ্রেষ্ঠাংশে
সুরকারজনি গ্রিনউড
চিত্রগ্রাহকমিহাই মালাইমের জুনিয়র
সম্পাদক
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকদ্য ওয়েনস্টেইন কোম্পানি
মুক্তি
  • ১ সেপ্টেম্বর ২০১২ (2012-09-01) (ভেনিস)
  • ১৪ সেপ্টেম্বর ২০১২ (2012-09-14) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৩৭ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩২ মিলিয়ন
আয়$২৮.৩ মিলিয়ন[]

দ্য মাস্টার-কে ২০১০-এর দশকের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়। এটি তিনটি অস্কারের মনোনয়ন লাভ করে, সেগুলো হল ফিনিক্স শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে, হফম্যান শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা এবং অ্যাডামস শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। ২০১৬ সালে বিশ্বের ১৭৭ জন সমালোচকের ভোটে এটি একবিংশ শতাব্দীর ২৪তম সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।[] অ্যান্ডারসন প্রায়ই বলেন দ্য মাস্টার তার নির্মিত সবচেয়ে প্রিয় চলচ্চিত্র।[]

কুশীলব

সম্পাদনা
  • হোয়াকিন ফিনিক্স - ফ্রেডি কোয়েল
  • ফিলিপ সিমোর হফম্যান - ল্যানচেস্টার ডড
  • অ্যামি অ্যাডামস - পেগি ডড
  • লরা ডার্ন - হেলেন সুলিভান
  • অ্যাম্বির চাইল্ডার্স - এলিজাবেথ ডড
  • রামি মালেক - ক্লার্ক ম্যাসি
  • জেসি প্লিমন্স - ভাল ডড
  • কেভিন জে. ওকনর - বিল উইলিয়াম
  • ক্রিস্টোফার ইভান ওয়েলচ - জন মোর
  • ম্যাডিসেন বিটি - ডরিস সলস্তাদ
  • লিনা এন্দ্রে - মিসেস সলস্তাদ
  • অ্যামি ফার্গুসন - মার্থা
  • প্যাটি ম্যাকরম্যাক - মিলড্রেড ড্রামন্ড
  • জিলিয়ান বেল - সুজান গ্রেগরি
  • জশুয়া ক্লোজ - ওয়েন গ্রেগরি
  • ফিওনা ডরিফ - নৃত্যশিল্পী
  • ডেভিড ওয়ারশফ্‌স্কি - ফিলাডেলফিয়া পুলিশ
  • স্টিভেন উইগ - ফিলাডেলফিয়ার ফলোয়ার
  • ডব্লিউ. আর্ল ব্রাউন - ব্যবসায়ী

নির্মাণ

সম্পাদনা

২০০৯ সালের ডিসেম্বরে প্রথম প্রতিবেদনে প্রকাশিত হয় যে পল টমাস অ্যান্ডারসন নব ধর্মীয় সংস্থার (সায়েন্টোলজির সমতুল্য) প্রতিষ্ঠাতাকে নিয়ে একটি পাণ্ডুলিপি নিয়ে কাজ করছেন, যাতে ফিলিপ সিমোর হফম্যান অভিনয় করবেন।[][] অ্যান্ডারসনের একজন সহকর্মী জানান বিগত ১২ বছর ধরে অ্যান্ডারসনের মাথায় এই চলচ্চিত্র সম্পর্কিত ধারণা ছিল।[] এই চলচ্চিত্রের ধারণা আসে একটি উক্তি পাঠের পর থেকে যাতে বলা হয় যুদ্ধ পরবর্তী সময় আধ্যাত্মিক আন্দোলন শুরুর ফলপ্রসূ সময়।[]

অ্যান্ডারসন এই পাণ্ডুলিপি থেকে চলচ্চিত্র পরিচালনা করবেন কিনা তা নিয়ে অনিশ্চিত ছিলেন এবং সঙ্গতিপূর্ণ রূপরেখার পরিবর্তে কিছু ভিন্ন ভিন্ন দৃশ্যের সংকলন নিয়ে দ্য মাস্টার চলচ্চিত্রটি লিখতে শুরু করেন।[] তিনি দেয়ার উইল বি ব্লাড-এর শুরুর পাণ্ডুলিপির কয়েকটি অব্যবহৃত দৃশ্য, জন স্টাইনবেকএল. রন হুবার্ডের জীবনের খণ্ডবিশেষ, এবং টমাস পিঞ্চনের ভি. উপন্যাসের কিছু অংশ এবং ম্যাগনোলিয়া চলচ্চিত্রের সেটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীতে থাকাকালীন জেসন রবার্ডসের মদ্যপানের দিনগুলোর গল্প সমন্বয় করেন।[] অ্যান্ডারসন ডায়ানেটিক্স ও এর প্রারম্ভিক অনুসারীদের নিয়ে গবেষণা করেন।[] লেখার সময় অ্যান্ডারসন পাণ্ডুলিপিতে হফম্যানের পরামর্শ চান। হফম্যান পরামর্শ দেন যেন চলচ্চিত্রটি ল্যানচেস্টারের গল্পের চেয়ে ফ্রেডির গল্পে অধিক মনোযোগ দেয়।[] ইউনিভার্সাল পিকচার্স চলচ্চিত্রটির পরিবেশনার দায়িত্ব থেকে সরে যায় এবং অন্য কোন পরিবেশক পেতে ব্যর্থ হলে অ্যান্ডারসন কয়েক মাস সময় নিয়ে গল্পটির পুনর্লিখন করেন।[]

অভিনয়শিল্পী নির্বাচন

সম্পাদনা

অ্যান্ডারসন বলেন তিনি চলচ্চিত্রটির শুরুর সময় থেকেই চেয়েছিলেন ফিলিপ সিমোর হফম্যান ল্যানচেস্টার ডড চরিত্রে অভিনয় করবেন এবং তিনি হোয়াকিন ফিনিক্সকে ফ্রেডি কোয়েল চরিত্রের জন্য মাথায় রেখেছিলেন।[] ফিনিক্স আনুষ্ঠানিকভাবে ফ্রেডি চরিত্রে যোগদানের পূর্বে এই চরিত্রের জন্য জেরেমি রেনারজেমস ফ্র্যাঙ্কোর নাম শুনা যাচ্ছিল।[১০][১১][১২] ২০১০ সালের আই'ম স্টিল হিয়ার চলচ্চিত্রের পর এটি ফিনিক্সের প্রথম পর্দায় উপস্থিতি।[১৩][১৪] রিজ উইদারস্পুনকে পেগি ডড চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে অ্যামি অ্যাডামসকে বাছাই করা হয়।[১৫][১৬] ডডের কন্যার চরিত্রের জন্য অ্যামান্ডা সাইফ্রেড, এমা স্টোনডেবরা অ্যান উলের কথা বিবেচনা করা হয়েছিল, পরবর্তীকালে অ্যাম্বির চাইল্ডার্স এই চরিত্রের জন্য নির্বাচিত হন।[১৭]

সঙ্গীত

সম্পাদনা

রেডিওহেডের জনি গ্রিনউড এই চলচ্চিত্রের সুরায়োজন করেন।[১৮][১৯] এটি গ্রিনউডের সুরারোপিত দ্বিতীয় অ্যান্ডারসনের চলচ্চিত্র, এর আগে তিনি ২০০৭ সালে অ্যান্ডারসনের দেয়ার উইল বি ব্লাড চলচ্চিত্রের সুরারোপ করেছিলেন।[১৮]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Master"বক্স অফিস মোজোইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  2. "The 21st Century's 100 greatest films"বিবিসি নিউজ। ২৩ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  3. "'The Master' Is Paul Thomas Anderson's Favorite Movie, Even If He's 'Not Sure It Was Entirely Successful'"ইন্ডিওয়্যার। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  4. কঞ্জিকানিন, আঞ্জা (মে ১০, ২০১১)। "Paul Thomas Anderson's Scientology film back on track"দ্য ভ্যাঙ্কুভার অবজারভার। ক্যান ডু মিডিয়া ইঙ্ক.। অক্টোবর ৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  5. ফ্লিমিং জুনিয়র, মাইকেল (ডিসেম্বর ২, ২০০৯)। "Anderson working on 'Master'"ভ্যারাইটি। রিড বিজনেস ইনফরমেশন। নভেম্বর ৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  6. সিপলি, মাইকেল (এপ্রিল ১৮, ২০১২)। "Filmmaker's Newest Work Is About ... Something"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  7. আন্সেল, ডেভিড (আগস্ট ২০, ২০১২)। "Inside 'The Master', Paul Thomas Anderson's Supposed "Scientology" Movie"দ্য ডেইলি বিস্টদ্য নিউজউইক ডেইলি বিস্ট কোম্পানি। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  8. ক্যাম্পবেল, ক্রিস্টোফার (অক্টোবর ৩, ২০১২)। "Paul Thomas Anderson, The Man Behind 'The Master'"এনপিআর। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  9. ফাউন্ডাস, স্কট (সেপ্টেম্বর ৫, ২০১২)। "Paul Thomas Anderson, The Master's Master"দ্য ভিলেজ ভয়েসভিলেজ ভয়েস মিডিয়া। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  10. ফ্লেমিং জুনিয়র, মাইক (মে ৯, ২০১১)। "Harvey Weinstein Buys World Rights To Paul Thomas Anderson's Untitled Next Film"ডেডলাইন হলিউড। মেইল.কম। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  11. ক্যাম্পবেল, ক্রিস্টোফার (মার্চ ১৭, ২০১০)। "Jeremy Renner Joins Paul Thomas Anderson's Religious Cult Movie"। এমটিভি.কমএমটিভি নেটওয়ার্কস 
  12. ভালবি, ক্যারেন। "James Franco 'wasn't scared enough' to have a role in 'The Master'"এন্টারটেইনমেন্ট উইকলি। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  13. স্পার্লিং, নিকোল (সেপ্টেম্বর ৮, ২০১২)। "Joaquin Phoenix takes unpredictable path in 'The Master'"লস অ্যাঞ্জেলেস টাইমস। সেপ্টেম্বর ২০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  14. লিম, ডেনিস (সেপ্টেম্বর ৪, ২০১২)। "A Star Swerves a Bit; He's Fine With That"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 
  15. জ্যাগারনথ, কেভিন (জুন ১, ২০১১)। "Amy Adams Joins Paul Thomas Anderson's 'The Master'"। দ্য প্লেলিস্টইন্ডিওয়্যার 
  16. ডেভিস, এডওয়ার্ড (মে ২৪, ২০১০)। "Reese Witherspoon Offered A Role In Paul Thomas Anderson's Untitled Religion Pic? Shooting Starting In June?"। দ্য প্লেলিস্টইন্ডিওয়্যার 
  17. ড্যাং, সিমন (অক্টোবর ৪, ২০১১)। "Little-Known Ambyr Childers Books PTA's 'The Master' & Ruben Fleischer's 'Gangster Squad'"। দ্য প্লেলিস্টইন্ডিওয়্যার 
  18. জ্যাগারনথ, কেভিন (ডিসেম্বর ৫, ২০১১)। "Jonny Greenwood To Score Paul Thomas Anderson's 'The Master'"। দ্য প্লেলিস্টইন্ডিওয়্যার 
  19. ব্যাটান, ক্যারি। "Jonny Greenwood Confirmed to Score New Paul Thomas Anderson Film"। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা