জেসন রবার্ডস
জেসন নেলসন রবার্ডস জুনিয়র (ইংরেজি: Jason Nelson Robards Jr.; ২৬ জুলাই ১৯২২ - ২৬ ডিসেম্বর ২০০০)[২] ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন - এই তিন মাধ্যমেই অভিনয় করেছেন এবং তার কাজের জন্য তিনি টনি পুরস্কার, একাডেমি পুরস্কার ও এমি পুরস্কার অর্জন করেছেন। ফলে তিনি অভিনয়ের ত্রি-মুকুট বিজয়ীদের একজন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।
জেসন রবার্ডস | |
---|---|
Jason Robards | |
জন্ম | জেসন নেলসন রবার্ডস জুনিয়র ২৬ জুলাই ১৯২২ |
মৃত্যু | ২৬ ডিসেম্বর ২০০০ ব্রিজপোর্ট, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৮)
মৃত্যুর কারণ | ফুসফুসের ক্যান্সার |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৪৭–২০০০ |
দাম্পত্য সঙ্গী | এলিনর পিটম্যান (বি. ১৯৪৮; বিচ্ছেদ. ১৯৫৮) রেচেল টেলর (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৬১) লরেন বাকল (বি. ১৯৬১; বিচ্ছেদ. ১৯৬৯) লোই ওকনর (বি. ১৯৭০) |
সন্তান | ৬, স্যাম রবার্ডস সহ |
পিতা-মাতা | জেসন রবার্ডস সিনিয়র (পিতা) হোপ ম্যাক্সিন (মাতা) |
পুরস্কার | পূর্ণ তালিকা |
সামরিক কর্মজীবন | |
আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
সেবা/ | মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী |
কার্যকাল | ১৯৪০–১৯৪৬ |
পদমর্যাদা | প্রথম শ্রেণীর পেটি অফিসার[১] |
যুদ্ধ/সংগ্রাম | দ্বিতীয় বিশ্বযুদ্ধ |
পুরস্কার | নৌবাহিনীর ভালো আচরণের পদক মার্কিন প্রতিরক্ষা সেবা পদক মার্কিন ক্যাম্পেইন পদক এশিয়াটিক-প্যাসিফিক ক্যাম্পেইন পদক দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের পদক[১] |
তিনি মার্কিন নাট্যকার ইউজিন ওনিলের নাটকগুলোতে অভিনয় করে প্রসিদ্ধি অর্জন করেন এবং তার কর্মজীবনের বাকি সময়েও ওনিলের নাটকে অভিনয় করে যান।[৩] তিনি সাধারণ ও ঐতিহাসিক ব্যক্তি - দুই ধরনের চরিত্রেই অভিনয় করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনারবার্ডস ১৯২২ সালের ২৬শে জুলাই শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জেসন রবার্ডস সিনিয়র ছিলেন একজন অভিনেতা। তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করতেন এবং হলিউডের শুরুর সময়ের দ্য গ্যাম্বলারস (১৯২৯) ছবিতে অভিনয় করেছিলেন। তার মাতা হোপ ম্যাক্সিন (জন্মনাম: গ্ল্যানভিল) রবার্ডস।[৪] রবার্ডস পূর্বপুরুষগণ জার্মান, ইংরেজ, ওয়েলশ, আইরিশ ও সুয়েডীয় ছিলেন।
অভিনয় জীবন
সম্পাদনারবার্টস যুদ্ধের পরে অভিনয় শুরু করেন। তার অভিনয় জীবন ধীর গতিতে এগিয়ে যেতে থাকে। তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে যান এবং প্রথমে বেতারে ও পরে মঞ্চে অপ্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তার প্রথম চলচ্চিত্র ছিল দ্যাট মিউজিক। এটি ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তার প্রথম বড় কাজের সুযোগ আসে হোসে কুইন্টেরোর ১৯৫৬ সালের অফ-ব্রডওয়ে মঞ্চে ইউজিন ওনিলের লেখা দি আইসম্যান কামেথ-এর পুনরুজ্জীবিতকরণে ও এর ১৯৬০ সালের টেলিভিশন চলচ্চিত্রে। এতে তিনি দার্শনিক বিক্রয়কর্মী হিকি চরিত্রে অভিনয় করেন এবং মঞ্চে কাজের জন্য ওবিই পুরস্কার লাভ করেন। তিনি পরে আবার ১৯৮৫ সালে কুইন্টেরোর নির্দেশনায় ব্রডওয়ে মঞ্চে একই নাটকের পুনরুজ্জীবিতকরণে অভিনয় করেন। রবার্ডস ওনিলের পুলিৎজার ও টনি পুরস্কার বিজয়ী লং ডেস জার্নি ইনটু নাইট-এর মূল ব্রডওয়ে মঞ্চনাটকে জেমি টাইরোন চরিত্রে অভিনয় করেন। এই নাটকটিও নির্দেশনা দেন কুইন্টেরো। রবার্ডস ১৯৬২ সালে এই নাটকের চলচ্চিত্ররূপে একই চরিত্রে অভিনয় করেন এবং ১৯৮৮ সালে একই নাটকের জেমস টাইরোন সিনিয়র চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত ও কুইন্টেরো পরিচালিত ওনিলের অন্যান্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে হিউজি (১৯৬৪), আ টাচ অব দ্য পোয়েট (১৯৭৭) এবং আ মুন ফর দ্য মিসবিগটেন (১৯৭৩)। আ মুন ফর দ্য মিসবিগটেন অবলম্বনে ১৯৭৫ সালে এবং হিউজি অবলম্বনে ১৯৮৪ সালে টেলিভিশন নাটক নির্মাণ করা হয়।
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৬ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | অল দ্য প্রেসিডেন্ট্স ম্যান | বিজয়ী | [৫] |
১৯৭৭ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জুলিয়া | বিজয়ী | [৬] |
১৯৮০ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | মেলভিন অ্যান্ড হাওয়ার্ড | মনোনীত | [৭] |
বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১৯৬৫ | শ্রেষ্ঠ অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র | আ থাউজেন্ড ক্লাউনস | মনোনীত | [৮] |
১৯৭৬ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | অল দ্য প্রেসিডেন্ট্স ম্যান | মনোনীত | [৯] |
১৯৭৭ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জুলিয়া | মনোনীত | [১০] |
১৯৮০ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | মেলভিন অ্যান্ড হাওয়ার্ড | মনোনীত | [১১] |
১৯৮৪ | শ্রেষ্ঠ অভিনেতা - মিনি ধারাবাহিক বা টিভি চলচ্চিত্র | শাখারভ | মনোনীত | [১২] |
বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১৯৮৭ | সেরা অভিনেতা - মিনি ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠান | ইনহেরিট দ্য উইন্ড | বিজয়ী | |
১৯৭৯ | সেরা অভিনেতা - সীমিত ধারাবাহিক বা বিশেষ অনুষ্ঠান | এফ.ডি.আর.: দ্য লাস্ট ইয়ার | মনোনীত | |
১৯৭৬ | সেরা অভিনেতা - সীমিত ধারাবাহিক | ওয়াশিংটন: বিহাইন্ড ক্লোজড ডোরস | মনোনীত | |
১৯৭৪ | সেরা অভিনেতা - নাট্য বা হাস্যরসাত্মক বিশেষ অনুষ্ঠান | আ মুন ফর দ্য মিসবিগটেন | মনোনীত | |
১৯৬৩ | সেরা অভিনেতা - একক পরিবেশনা | অ্যাবি লিংকন ইন ইলিনয় | মনোনীত |
বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
১৯৭৬ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | অল দ্য প্রেসিডেন্ট্স ম্যান | মনোনীত | [১৩] |
১৯৭৭ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | জুলিয়া | মনোনীত | [১৪] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Robards, Jason Nelson, Jr., RM1c"। Together We Served। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Jason Robards"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮।
- ↑ "Jason Robards | American actor"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮।
- ↑ "Hollywood actor Jason Robards dies"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৮।
- ↑ "The 49th Academy Awards (1977) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "The 50th Academy Awards (1978) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "The 53rd Academy Awards (1981) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Winners & Nominees 1966"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Winners & Nominees 1977"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Winners & Nominees 1978"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Winners & Nominees 1981"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Winners & Nominees 1985"। গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।
- ↑ "Film in 1977 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Film in 1979 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে জেসন রবার্ডস (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জেসন রবার্ডস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেসন রবার্ডস (ইংরেজি)