হোয়াকিন রাফায়েল ফিনিক্স (ইংরেজি: Joaquín Rafael Phoenix; জন্ম ২৮ অক্টোবর ১৯৭৪)[ক][৩] হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও সমাজকর্মী। কাজের স্বীকৃতি হিসেবে ফিনিক্স একটি গ্র্যামি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন এবং তিনটি একাডেমি পুরস্কারবাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। তিনি অভিনেতা রিভার ফিনিক্স এবং অভিনেত্রী রেইন ফিনিক্স, লিবার্টি ফিনিক্স ও সামার ফিনিক্সের ভাই।

হোয়াকিন ফিনিক্স
ইংরেজি: Joaquín Phoenix
২০১৭ সালে ফিনিক্স
জন্ম
হোয়াকিন রাফায়েল ফিনিক্স

(1974-10-28) ২৮ অক্টোবর ১৯৭৪ (বয়স ৪৯)
সান হুয়ান, পুয়ের্তো রিকো
অন্যান্য নামলিফ ফিনিক্স
পেশাঅভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ, সমাজকর্মী
কর্মজীবন১৯৮২–বর্তমান
সঙ্গীরুনি মেয়ারা
(২০১৬–বর্তমান)
সন্তান
পিতা-মাতাআর্লিন ফিনিক্স
আত্মীয়
  • রিভার ফিনিক্স (ভাই)
  • রেইন ফিনিক্স (বোন)
  • লিবার্টি ফিনিক্স (বোন)
  • সামার ফিনিক্স (বোন)

ফিনিক্স তার ভাই রিভার ও বোন সামার ফিনিক্সের সাথে টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার প্রথম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ভূমিকা হল হাস্যরসাত্মক নাট্যধর্মী চলচ্চিত্র পেরেন্টহুড (১৯৮৯)। তিনি শিশু অভিনেতা হিসেবে কাজ করার সময় তার নিজের প্রদত্ত নাম লিফ ফিনিক্স নামে কাজ করতেন। পরবর্তীকালে তিনি তার জন্মনাম হোয়াকিন নামে কাজ শুরু করেন এবং টু ডাই ফর (১৯৯৫) ও কুইলস (২০০০) চলচ্চিত্র পার্শ্ব চরিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি ঐতিহাসিক মহাকাব্যিক গ্ল্যাডিয়েটর (২০০০) চলচ্চিত্রে কমোডাস চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন, এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি সঙ্গীতজ্ঞ জনি ক্যাশের জীবনীমূলক ওয়াক দ্য লাইন (২০০৫) ও দ্য মাস্টার (২০১২) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ভোল্পি কাপ অর্জন করেন। তিনি ও রিভার ফিনিক্স একমাত্র ভ্রাতৃদ্বয়, যারা অভিনয় বিভাগে একাডেমি পুরস্কারের মনোনীত হয়েছেন।[৪]

ফিনিক্সের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সাইনস (২০০২) ও দ্য ভিলেজ (২০০৪), ঐতিহাসিক নাট্যধর্মী হোটেল রুয়ান্ডা (২০০৪), প্রনয়মূলক নাট্যধর্মী হার (২০১৩), অপরাধমূলক ব্যঙ্গধর্মী ইনহেরেন্ট ভাইস (২০১৪)। এছাড়া তিনি ইউ অয়্যার নেভার রিয়েলি হিয়ার (২০১৭) চলচ্চিত্রে গুপ্তহন্তা চরিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং জোকার (২০১৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[৫] এরপর তিনি কয়েকটি স্বাধীন চলচ্চিত্রে অভিনয় করেন, তন্মধ্যে রয়েছে কামন কামন (২০২১) ও বো ইজ অ্যাফ্রেইড, যার জন্য তিনি সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন, এবং ঐতিহাসিক নাট্যধর্মী নেপোলিয়ন (২০২৩) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন।

ফিনিক্স একজন প্রাণি অধিকারকর্মী। তিনি তিন বছর বয়স থেকে সবজিভোজী এবং বৈশ্বিক মাংস গ্রহণ ও পরিবেশের এর প্রভাব নিয়ে কয়েকটি প্রামাণ্যচিত্র প্রযোজনা করেছেন। ২০১৬ সাল থেকে তিনি অভিনেত্রী রুনি মেয়ারার সাথে সম্পর্কে জড়িত, তাদের এক পুত্র রয়েছে।

টীকা সম্পাদনা

  1. বাল্যকালে ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি লিফ রাফায়েল ফিনিক্স নাম ব্যবহার করতেন। ১৫ বছর বয়সে তিনি তার প্রদত্ত নাম "হোয়াকিন রাফায়েল ফিনিক্স" ব্যবহার শুরু করেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "PREMIERE April 1988" (ইংরেজি ভাষায়)। আলেকা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  2. "Joaquin Phoenix"হেলো! (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  3. Contemporary theatre, film, and television (ইংরেজি ভাষায়), গেল রিসার্চ কো., ২০০২, পৃষ্ঠা ২১৩, আইএসবিএন 978-0-7876-6360-5 
  4. "OSCAR FIRSTS AND OTHER TRIVIA" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  5. শার্ফ, জ্যাক (৬ জানুয়ারি ২০২০)। "Joaquin Phoenix Wins Best Actor Golden Globe Over Adam Driver as Oscar Battle Heats Up"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা