শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার। এটি চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতাদের অসামান্য অভিনয় দক্ষতার জন্য প্রদান করা হয়। প্রথা অনুসারে পূর্ববর্তী বছরের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী এই পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেন।

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার
২০২১-এর বিজয়ী: ড্যানিয়েল কালুইয়া
বিবরণপার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের জন্য
দেশযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)
প্রথম পুরস্কৃত১৯৩৭
(১৯৩৬-এর চলচ্চিত্রের জন্য)
সর্বশেষ পুরস্কৃত২০২১
(২০২০-এর চলচ্চিত্রের জন্য)
বর্তমানে আধৃতড্যানিয়েল কালুইয়া
জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া (২০২০)
ওয়েবসাইটoscars.org

১৯৩৭ সালে অনুষ্ঠিত ৯ম একাডেমি পুরস্কার আয়োজনে ওয়াল্টার ব্রেনান কাম অ্যান্ড গেট ইট চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রথম এই পুরস্কার লাভ করেন।[] প্রথম দিকে অভিনেতা ও অভিনেত্রী দুই পার্শ্ব চরিত্রের জন্যই প্রতিমূর্তির পরিবর্তে ধাতু নির্মিত ফলক প্রদান করা হত।[] ১৯৪৪ সালে অনুষ্ঠিত ১৬তম আয়োজনে বিজয়ীদের প্রথম প্রতিমূর্তি প্রদান করা হয়।[] বর্তমানে এএমপিএএসের অভিনেতা শাখার ভোটের মাধ্যমে মনোনীতদের নির্বাচন করা হয়, এবং যে বা যারা বেশি ভোট পান তারাই এই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হন।[]

শুরু থেকে এখন পর্যন্ত মোট ৭৫ জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ব্রেনান সর্বাধিক তিনবার এই পুরস্কার লাভ করেছেন। ব্রেনান, রবার্ট ডুভল, আর্থার কেনেডি, জ্যাক নিকোলসন, ও ক্লদ রেইন্স সর্বাধিক চারবার এই পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন। বর্তমান বিজয়ী ড্যানিয়েল কালুইয়া জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া (২০২০) চলচ্চিত্রে ফ্রেড হ্যাম্পটন চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

একাডেমি পুরস্কারের আয়োজন অনুযায়ী নিচে তালিকা প্রদান করা হল, সাধারণত লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে চলচ্চিত্র মুক্তির পরের বছর সেইসব চলচ্চিত্রসমূহকে পুরস্কৃত করা হয়।[]

 
এই বিভাগে প্রথম বিজয়ী ওয়াল্টার ব্রেনান, তিনি কাম অ্যান্ড গেট ইট (১৯৩৬) চলচ্চিত্রের জন্য এই বিভাগে পুরস্কৃত হন; তিনি আরও কেন্টাকি (১৯৩৮) ও দ্য ওয়েস্টার্নার (১৯৪০) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য এই বিভাগে পুরস্কার লাভ করেন।
 
জোসেফ শিল্ডক্রাউট দ্য লাইফ অব এমিল জোলা (১৯৩৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
টমাস মিচেল স্টেজকোচ (১৯৩৯) চলচ্চিত্রের জন্য এই বিভাগে পুরস্কৃত হন।
 
ভ্যান হেফলিন জনি ইগার (১৯৪২)-এর জন্য পুরস্কৃত হন।
 
চার্লস কোবার্ন দ্য মোর দ্য মেরিয়ার (১৯৪৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
ব্যারি ফিট্‌জেরাল্ড গোয়িং মাই ওয়ে (১৯৪৪)-এর জন্য পুরস্কৃত হন।
 
জর্জ স্যান্ডার্স অল আবাউট ইভ (১৯৫০)-এর জন্য পুরস্কৃত হন।
 
কার্ল মালডেন আ স্ট্রিটকার নেমড ডিজায়ার (১৯৫১)-এর জন্য পুরস্কৃত হন।
 
অ্যান্থনি কুইন ভিভা সাপাটা! (১৯৫২) ও লাস্ট ফর লাইফ (১৯৫৬)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
ফ্রাঙ্ক সিনাত্রা ফ্রম হিয়ার টু ইটার্নিটি (১৯৫৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
জ্যাক লেমন মিস্টার রবার্টস (১৯৫৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
রেড বাটন্স সায়োনারা (১৯৫৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
বার্ল আইভস দ্য বিগ কান্ট্রি (১৯৫৮)-এর জন্য পুরস্কৃত হন।
 
পিটার ইউস্টিনফ তিনবার এই বিভাগে মনোনীত হন এবং স্পার্টাকাস (১৯৬০) ও টপকাপি (১৯৬৪)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
এড বিগলি সুইট বার্ড অফ ইয়থ (১৯৬২)-এর জন্য পুরস্কৃত হন।
 
কাবারেট (১৯৭২) চলচ্চিত্রের জন্য জোল গ্রে ৮ম ব্যক্তি হিসেবে একই চরিত্রের জন্য অস্কার ও টনি পুরস্কার লাভ করেন। []
 
জর্জ বাম দ্য সানশাইন বয়েজ (১৯৭৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
জেসন রবার্ডস অল দ্য প্রেসিডেন্ট্‌স মেন (১৯৭৬) ও জুলিয়া (১৯৭৭)-এর জন্য পরপর দুইবার পুরস্কৃত হন।
 
ক্রিস্টোফার ওয়াকেন দুইবার মনোনীত হন এবং দ্য ডিয়ার হান্টার (১৯৭৮)-এর জন্য এই বিভাগে পুরস্কৃত হন।
 
২০ বছর বয়সে, টিমোথি হাটন অর্ডিনারি পিপল (১৯৮০)-এর জন্য এই বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কৃত বিজয়ী হন।
 
লুইস গসেট জুনিয়র অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান (১৯৮২)-এর জন্য প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে পুরস্কৃত হন।[]
 
মাইকেল কেইন হ্যানা অ্যান্ড হার সিস্টার্স (১৯৮৬) ও দ্য সিডার হাউজ রুলস (১৯৯৯)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
শন কনারি দ্য আনটাচেবলস (১৯৮৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
কেভিন ক্লিন আ ফিশ কলড ওয়ান্ডা (১৯৮৮)-এর জন্য পুরস্কৃত হন।
 
টমি লি জোন্স দ্য ফিউজিটিভ (১৯৯৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
মার্টিন ল্যান্ডাউ এড উড (১৯৯৪)-এর জন্য পুরস্কৃত হন।
 
কেভিন স্পেসি দ্য ইউজুয়াল সাসপেক্টস (১৯৯৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
কিউবা গুডিং জুনিয়র জেরি ম্যাগুইয়ার (১৯৯৬)-এর জন্য পুরস্কৃত হন।
 
রবিন উইলিয়ামস গুড উইল হান্টিং (১৯৯৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
বেনিসিও দেল তোরো ট্রাফিক (২০০০)-এর জন্য পুরস্কৃত হন।
 
জিম ব্রডবেন্ট আইরিশ (২০০১)-এর জন্য পুরস্কৃত হন।
 
ক্রিস কুপার অ্যাডাপটেশন (২০০২)-এর জন্য পুরস্কৃত হন।
 
টিম রবিন্স মিস্টিক রিভার (২০০৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
মরগান ফ্রিম্যান মিলিয়ন ডলার বেবি (২০০৪)-এর জন্য পুরস্কৃত হন।
 
জর্জ ক্লুনি সিরিয়ানা (২০০৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
অ্যালান আর্কিন লিটল মিস সানশাইন (২০০৬)-এর জন্য পুরস্কৃত হন।
 
হাভিয়ের বারদেম নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
হিথ লেজার দ্য ডার্ক নাইট (২০০৮)-এর দ্য জোকার চরিত্রের জন্য মরণোত্তর পুরস্কৃত হন।[]
 
ক্রিস্টফ ভালৎজ ইনগ্লোরিয়াস বাস্টার্ডস (২০০৯) ও জ্যাঙ্গো আনচেইন্ড (২০১২)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
ক্রিশ্চিয়ান বেল দ্য ফাইটার (২০১০)-এর জন্য পুরস্কৃত হন।
 
২০১২ সালে ৮২ বছর বয়সে, ক্রিস্টোফার প্লামার বিগিনার্স (২০১১)-এর জন্য এই বিভাগে বয়োজ্যেষ্ঠ পুরস্কার বিজয়ী হন।
 
জ্যারেড লেটো ডালাস বায়ার্স ক্লাব (২০১৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
জে. কে. সিমন্স হুইপল্যাশ (২০১৪)-এর জন্য পুরস্কৃত হন।
 
মার্ক রাইল্যান্স ব্রিজ অফ স্পাইজ (২০১৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
মাহারশালা আলি মুনলাইট (২০১৬) ও গ্রিন বুক (২০১৮)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
স্যাম রকওয়েল থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
ব্র্যাড পিট ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এর জন্য পুরস্কৃত হন।
টেবিল চাবি
  বিজয়ী
^ মরণোত্তর বিজয়ী
* মরণোত্তর মনোনীত

১৯৩০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৩৬
(৯ম)
ওয়াল্টার ব্রেনান কাম অ্যান্ড গেট ইট সোয়ান বস্ট্রম []
মিসচা অয়ার মাই ম্যান গডফ্রি কার্লো
স্টুয়ার্ট এরউইন পিগস্কিন প্যারেড অ্যামস ডড
ব্যাসিল র‍্যাথবোন রোমিও অ্যান্ড জুলিয়েট টাইবাল্ট
আকিম তামিরভ দ্য জেনারেল ডায়েড অ্যাট ডন জেনারেল ইয়াং
১৯৩৭
(১০ম)
জোসেফ শিল্ডক্রাউট দ্য লাইফ অব এমিল জোলা আলফ্রেড ড্রাইফাস [১০]
রাফ বেলামি দি অফুল ট্রুথ ড্যান লিসন
টমাস মিচেল দ্য হ্যারিকেন ডক্টর কারসেইন্ট
এইচ. বি. ওয়ার্নার লস্ট হরাইজন চ্যাং
রোলান্ড ইয়ং টপার কসমো টপার
১৯৩৮
(১১তম)
ওয়াল্টার ব্রেনান কেন্টাকি পিটার গুডউইন [১১]
জন গারফিল্ড ফোর ডটারস মিকি বোর্ডেন
জিন লকহার্ট আলজিয়ার্স রেজিস
রবার্ট মর্লি মারি অঁতোয়ানেত ফ্রান্সের চতুর্দশ লুই
ব্যাসিল র‍্যাথবোন ইফ আই অয়ার কিং ফ্রান্সের একাদশ লুই
১৯৩৯
(১২তম)
টমাস মিচেল স্টেজকোচ ডক্টর জোসিয়া বোন [১২]
ব্রায়ান আহার্নে জুয়ারেজ সম্রাট ম্যাক্সিমিলিয়ান ভন হাবসবার্গ
হ্যারি কেরি মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন সিনেটের প্রেসিডেন্ট
ব্রায়ান ডনলেভি বিয়াউ গেস্তে সার্জেন্ট মার্কফ
ক্লদ রেইন্স মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন জোসেফ হ্যারিসন পেইন

১৯৪০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৪০
(১৩তম)
ওয়াল্টার ব্রেনান   দ্য ওয়েস্টার্নার রয় বিন [১৩]
আলবার্ট ব্যাজারম্যান ফরেন করেসপোন্ডেন্ট ভ্যান মির
উইলিয়াম গার্গেন দে ন্যু হোয়াট দে ওয়ান্টেড জো
জ্যাক ওয়াকি দ্য গ্রেট ডিক্টেটর বেনজিনি ন্যাপেলনি
জেমস স্টিভেনসন দ্য লেটার হাওয়ার্ড জয়েস
১৯৪১
(১৪তম)
ডোনাল্ড ক্রিস্প   হাউ গ্রিন ওয়াজ মাই ভ্যালি গুয়াম মরগান [১৪]
ওয়াল্টার ব্রেনান সার্জেন্ট ইয়র্ক পাস্তর রজিয়ার পাইল
চার্লস কোবার্ন দ্য ডেভিল অ্যান্ড মিস জোন্স জন পি. মেরিক
জেমস গ্লিসন হিয়ার কামস মিস্টার জর্ডান ম্যাক্স কর্কলে
সিডনি গ্রিনস্ট্রিট দ্য মাল্টিজ ফ্যালকন ক্যাস্পার গুটম্যান
১৯৪২
(১৫তম)
ভ্যান হেফলিন   জনি ঈগার জেফ হার্টনেট [১৫]
উইলিয়াম বেনডিক্স ওয়েক আইল্যান্ড অ্যালসিয়াস "স্ম্যাকসি" র‍্যান্ডাল
ওয়াল্টার হিউস্টন ইয়াঙ্কি ডুডল ড্যান্ডি জেরি কোহান
ফ্রাঙ্ক মরগান টর্টিলা ফ্ল্যাট দ্য পাইরেট
হেনরি ট্রেভারস মিসেস মিনিভার জেমস বালার্ড
১৯৪৩
(১৬তম)
চার্লস কোবার্ন   দ্য মোর দ্য মেরিয়ার বেঞ্জামিন ডিঙ্গল [১৬]
চার্লস বিকফোর্ড দ্য সং অব বার্নাডেট ফাদার পেরামেল
জে. ক্যারল নেইশ সাহারা গুইসেপ
ক্লদ রেইন্স কাসাব্লাঙ্কা ক্যাপ্টেইন লুই রেনল্ট
আকিম তামিরভ ফর হুম দ্য বেল টোলস পাবলো
১৯৪৪
(১৭তম)
ব্যারি ফিট্‌জেরাল্ড   গোয়িং মাই ওয়ে ফাদার ফিট্‌জগিবন [১৭]
হুমি ক্রোনিন দ্য সেভেন্‌থ ক্রস পল রয়েডার
ক্লদ রেইন্স মিস্টার স্কেফিংটন জব স্কেফিংটন
ক্লিফটন ওয়েব লরা ওয়াল্ডু লাইডেকার
মন্টি উলি সিন্স ইউ ওয়েন্ট অ্যাওয়ে কর্নেল উইলিয়াম জি স্মোলেট
১৯৪৫
(১৮তম)
জেমস ডান   আ ট্রি গ্রোজ ইন ব্রুকলিন জনি নোলান [১৮]
মাইকেল চেখভ স্পেলবাউন্ড ডঃ আলেকজান্ডার "আলেক্স" ব্রুলভ
জন ডাল দ্য কর্ন ইজ গ্রিন মরগ্যান ইভানস
রবার্ট মিচাম দ্য স্টোরি অফ জি আই জো ক্যাপ্টেইন বিল ওয়াকার
জে. ক্যারল নেইশ আ মেডেল ফর বেনি চার্লি মার্টিন
১৯৪৬
(১৯তম)
হ্যারর্ড রাসেল   দ্য বেস্ট ইয়ার্স অব আওয়ার লাইভ্‌স হোমার প্যারিস [১৯]
চার্লস কোবার্ন দ্য গ্রিন ইয়ার্স আলেকজান্ডার গাউ
উইলিয়াম ডেমারেস্ট দ্য জলসন স্টোরি স্টিভ মার্টিন
ক্লদ রেইন্স নটরিয়াস আলেকজান্ডার সেবাস্টেইন
ক্লিফটন ওয়েব দ্য রেজর্স এজ এলিয়ট টেমপ্লেটন
১৯৪৭
(২০তম)
এডমুন্ড গোয়েন   মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট ক্রিস ক্রিঙ্গল [২০]
চার্লস বিকফোর্ড দ্য ফার্মারস ডটার জোসেফ ক্ল্যান্সি
থমাস গোমেজ রাইড দ্য পিঙ্ক হর্স পাঞ্চো
রবার্ট রায়ান ক্রসফায়ার মন্টোগোমারি
রিচার্ড উইডমার্ক কিস অব ডেথ টমি উডু
১৯৪৮
(২১তম)
ওয়াল্টার হিউস্টন   দ্য ট্রেজার অব সিয়েরা মাদ্রি হাওয়ার্ড [২১]
চার্লস বিকফোর্ড জনি বেলিন্ডা ব্ল্যাক ম্যাকডোনাল্ড
হোসে ফেরার জোন অব আর্ক রাজা ডাউফিন
অস্কার হোমল্কা আই রিমেম্বার মামা ক্রিস হ্যালভারসন
সেসিল কেলাওয়ে দ্য লাক অফ দ্য আইরিশ হোরাস
১৯৪৯
(২২তম)
ডিন জ্যাগার   টুয়েলভ ও'ক্লক হাই মেজর হার্ভি স্টোভাল [২২]
জন আয়ারল্যান্ড অল দ্য কিংস মেন জ্যাক বার্ডেন
আর্থার কেনেডি চ্যাম্পিয়ন কনি কেলি
রাফ রিচার্ডসন দি এয়ারেস ডক্টর অস্টিন স্লোপার
জেমস হোয়াইটমোর ব্যাটলগ্রাউন্ড সার্জেন্ট কিনি

১৯৫০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৫০
(২৩তম)
জর্জ স্যান্ডার্স   অল অ্যাবাউট ইভ এডিসন ডি উইট [২৩]
জেফ চ্যান্ডলার ব্রোকেন অ্যারো ককিশে
এডমুন্ড গোয়েন মিস্টার ৮৮০ "স্কিপার" মিলার
স্যাম জাফি দ্য অ্যাসফাল্ট জাঙ্গল ডক্টর এরউইন রাইডেনস্নেইডার
এরিক ভন স্ট্রহেইম সানসেট বুলেভার ম্যাক ভন মেয়ারলিং
১৯৫১
(২৪তম)
কার্ল মালডেন   আ স্ট্রিটকার নেমড ডিজায়ার হ্যারল্ড "মিচ" মিচেল [২৪]
লিও জেন ক্যু ভাদিস পেত্রনিয়াস
কেভিন ম্যাকার্থি ডেথ অব আ সেলসম্যান বিফ লোমান
পিটার ইউস্টিনফ ক্যু ভাদিস নিরো
গিগ ইয়ং কাম ফিল দ্য কাপ বয়ড কোপল্যান্ড
১৯৫২
(২৫তম)
অ্যান্থনি কুইন   ভিভা জাপাটা! ইউফেমিও জাপাটা [২৫]
রিচার্ড বার্টন মাই কাজিন র‍্যাচেল ফিলিপ অ্যাশলে
আর্থার হানিকাট দ্য বিগ স্কাই জেব ক্যালওয়ে (বর্ণনাকারী)
ভিক্টর ম্যাকল্যাগলেন দ্য কোয়ায়েট ম্যান উইল "রেড" ডানাহের
জ্যাক প্যালন্স সাডেন ফিয়ার লেস্টার ব্লেইন
১৯৫৩
(২৬তম)
ফ্রাঙ্ক সিনাত্রা   ফ্রম হিয়ার টু ইটার্নিটি অ্যাঞ্জেলো ম্যাগিও [২৬]
এডি অ্যালবার্ট রোমান হলিডে আরভিং র‍্যাডোভিচ
ব্র্যান্ডন ডিওয়াইল্ড শেইন জোয়ি স্টারেট
জ্যাক প্যালন্স শেন জ্যাক উইলসন
রবার্ট স্ট্রস স্ট্যালাগ ১৭ সার্জেন্ট "অ্যানিমেল" কাসাভা
১৯৫৪
(২৭তম)
এডমন্ড ওব্রায়েন   দ্য বেয়ারফুট কনটেসা অস্কার মালডুন [২৭]
লি জে. কব অন দ্য ওয়াটারফ্রন্ট জনি ফ্রেন্ডলি
কার্ল মালডেন অন দ্য ওয়াটারফ্রন্ট ফাদার ব্যারি
রড স্টাইগার অন দ্য ওয়াটারফ্রন্ট চার্লি "দ্য জেন্ট" ম্যালয়
টম টালি দ্য কেইন মিউটিনি কমান্ডার ডিভ্রিয়েস
১৯৫৫
(২৮তম)
জ্যাক লেমন   মিস্টার রবার্টস ফ্রাঙ্ক থার্লো পালভার [২৮]
আর্থার কেনেডি ট্রায়াল বার্নি ক্যাসল
জো ম্যান্টেল মার্টি অ্যাঞ্জি
সাল মিনেও রেবেল উইদাউট আ কজ জন "প্লেটো" ক্রফোর্ড
আর্থার ওকনেল পিকনিক হাউয়ার্ড বেভানস
১৯৫৬
(২৯তম)
অ্যান্থনি কুইন   লাস্ট ফর লাইফ পল গগুইন [২৯]
ডন মারি বাস স্টপ ব্যুরেগার্ড "বো" ডেকার
অ্যান্থনি পারকিন্স ফ্রেন্ডলি পারসুয়েশন জশ বার্ডওয়েল
মিকি রুনি দ্য বোল্ড অ্যান্ড দ্য ব্রেভ ডোলে
রবার্ট স্ট্যাক রিটেন অন দ্য উইন্ড কাইল হ্যাডলি
১৯৫৭
(৩০তম)
রেড বাটন্স   সায়োনারা জো কেলি [৩০]
ভিত্তোরিও দে সিকা আ ফেয়ারওয়েল টু আর্মস মেজর আলেজান্দ্রো রিনালদি
সেস্যু হায়াকাওয়া দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই কর্নেল সাইতো
আর্থার কেনেডি পেটন প্লেস লুকাস ক্রস
রাস তাম্বলিন পেটন প্লেস নরম্যান পেইজ
১৯৫৮
(৩১তম)
বার্ল আইভস   দ্য বিগ কান্ট্রি রুফাস হান্নাসে [৩১]
থিওডর বিকেল দ্য ডেফিয়্যান্ট ওয়ানস শেরিফ ম্যাক্স মুলার
লি জে. কব দ্য ব্রাদার্স কারামাজভ ফিয়দর কারামাজভ
আর্থার কেনেডি সাম কেইম রানিং ফ্রাঙ্ক হিরস
গিগ ইয়ং টিচার্স পেট হ্যুুগো
১৯৫৯
(৩২তম)
হিউ গ্রিফিথ   বেন-হার শেখ ইলদেরিম [৩২]
আর্থার ওকনেল অ্যানাটমি অব আ মার্ডার পারনেল ইমেট ম্যাকার্থি
জর্জ সি. স্কট অ্যানাটমি অব আ মার্ডার সহকারী স্টেট এটর্নি জেনারেল ক্লদ ড্যান্সার
রবার্ট ভন দ্য ইয়ং ফিলাডেলফিয়ানস চেস্টার "চেস্ট" গুইন
এড উইন দ্য ডায়েরি অব আন ফ্রাংক অ্যালবার্ট ডাসেল

১৯৬০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৬০
(৩৩তম)
পিটার ইউস্টিনফ   স্পার্টাকাস লেন্টুলুস বাতিয়াতুস [৩৩]
পিটার ফক মার্ডার, ইঙ্ক. অ্যাবি "কিড টুইস্ট" রিলেস
জ্যাক ক্রুসচেন দি অ্যাপার্টমেন্ট ডক্টর ড্রাইফাস
সাল মিনেও এক্সডুস ডভ ল্যান্ডাউ
চিল উইলস দ্য অ্যালামো বিকিপার
১৯৬১
(৩৪তম)
জর্জ চাকিরিস   ওয়েস্ট সাইড স্টোরি বার্নান্ড নানেজ [৩৪]
মন্টগামারি ক্লিফট জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ রুডলফ পিটারসন
পিটার ফক পকেটফুল অফ মিরাকলস জয় বয়
জ্যাকি গ্লিসন দ্য হাসলার মিনেসেটো ফ্যাটস
জর্জ সি. স্কট [A] দ্য হাসলার বার্ট গর্ডন
১৯৬২
(৩৫তম)
এড বিগলি   সুইট বার্ড অব ইয়থ টম "বস" ফিনলে [৩৫]
ভিক্টর বোনো হোয়াট এভার হ্যাপেনড টু বেবি জেন? এডউইন ফ্ল্যাগ
টেলি সাভালাস বার্ডম্যান অব আলকাট্রাজ ফেটো গোমেজ
ওমর শরিফ লরেন্স অব অ্যারাবিয়া শেরিফ আলি ইবন এল খারিস
টেরেন্স স্ট্যাম্প বিলি বাড বিলি বাড
১৯৬৩
(৩৬তম)
মেলভিন ডগলাস   হুড হোমার বেনন [৩৬]
নিক অ্যাডামস টোয়ালাইট অব অনার বেন ব্রাউন
ববি ডারিন ক্যাপ্টেইন নিউম্যান, এম.ডি. জিম টম্পকিন্স
হিউ গ্রিফিথ টম জোন্স স্কুইয়ার ওয়েস্টার্ন
জন হিউস্টন দ্য কার্ডিনাল কার্ডিনাল গ্লেনন
১৯৬৪
(৩৭তম)
পিটার ইউস্টিনফ   টপকাপি আর্থার সিমন সিম্পসন [৩৭]
জন গিলগুড বেকেট ফ্রান্সের সপ্তম লুই
স্ট্যানলি হলওয়ে মাই ফেয়ার লেডি আলফ্রেড ডুলিটল
এডমন্ড ওব্রায়েন সেভেন ডেজ ইন মে সিনেটর রেমন্ড ক্লার্ক
লি ট্রেসি দ্য বেস্ট ম্যান প্রেসিডেন্ট আর্ট হকস্ট্যাডার
১৯৬৫
(৩৮তম)
মার্টিন বালসাম   আ থাউজেন্ড ক্লাউনস আরনল্ড বার্নস [৩৮]
ইয়ান বেনেন দ্য ফাইট অব দ্য ফিনিক্স "র‍্যাটব্যাগ" ক্রো
টম কোর্টনি ডক্টর জিভাগো পাশা অ্যান্টিপভ
মাইকেল ডান শিপ অফ ফুল্‌স কার্ল গ্লোকেন
ফ্রাঙ্ক ফিনলে ওথেলো ইয়াগো
১৯৬৬
(৩৯তম)
ওয়াল্টার ম্যাথাউ   দ্য ফরচুন কুকি উইলি গিংরিচ [৩৯]
মাকো দ্য স্যান্ড পেবল্‌স পো-হান
জেমস মেসান জর্জি গার্ল জেমস লিমিংটন
জর্জ সিগাল হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ? নিক
রবার্ট শ আ ম্যান ফর অল সিজনস্‌ ইংল্যান্ডের অষ্টম হেনরি
১৯৬৭
(৪০তম)
জর্জ কেনেডি   কুল হ্যান্ড লুক ড্র্যাগলাইন [৪০]
জন ক্যাসাভেটিস দ্য ডার্টি ডজন ভিক্টর পি ফ্রাঙ্কো
জিন হ্যাকম্যান বনি অ্যান্ড ক্লাইড বাক ব্যারো
সেসিল কেলাওয়ে গেজ হুজ কামিং টু ডিনার মনসিন্নোর মাইক রায়ান
মাইকেল জে পোলার্ড বনি অ্যান্ড ক্লাইড সি ডব্লিউ মস
১৯৬৮
(৪১তম)
জ্যাক অ্যালবার্টসন   দ্য সাবজেক্ট ওয়াজ রোজেস জন ক্লেরি [৪১]
সিমোর ক্যাসেল ফেসেস চেট
ড্যানিয়েল ম্যাসি স্টার! নোয়েল কাউয়ার্ড
জ্যাক ওয়াইল্ড অলিভার! আর্টফুল ডজার
জিন ওয়াইল্ডার দ্য প্রডিউসার্স লিও ব্লুম
১৯৬৯
(৪২তম)
গিগ ইয়ং   দে শুট হর্সেস, ডোন্ট দে? রকি গ্রেভার [৪২]
রূপার্ট ক্রস দ্য রেইভার্স নেড ম্যাককাসলিন
এলিয়ট গোল্ড বব অ্যান্ড ক্যারল অ্যান্ড টেড অ্যান্ড অ্যালিস টেড হেন্ডারসন
জ্যাক নিকোলসন ইজি রাইডার জর্জ হ্যানসন
অ্যান্থনি কোয়েল অ্যানি অফ দ্য থাউজেন্ড ডেজ থমাস উলসি

১৯৭০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৭০
(৪৩তম)
জন মিলস   রায়ান্‌স ডটার মাইকেল [৪৩]
রিচার্ড এস. কাস্তেলানো লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স ফ্রাঙ্ক ভেচিও
চিফ ড্যান জর্জ লিটল বিগ ম্যান ওল্ড লজ স্কিনস
জিন হ্যাকম্যান আই নেভার স্যাং ফর মাই ফাদার জিনি গ্যারিসন
জন মার্লি লাভ স্টোরি ফিল ক্যাভালেরি
১৯৭১
(৪৪তম)
বেন জনসন   দ্য লাস্ট পিকচার শো স্যাম দ্য লায়ন [৪৪]
জেফ ব্রিজেস দ্য লাস্ট পিকচার শো ডুয়াইন জ্যাকসন
লিওনার্ড ফ্রে ফিডলার অন দ্য রুফ মোটেল কামজোয়েল
রিচার্ড জেকেল সামটাইমস আ গ্রেট নোশন জো বেন স্ট্যাম্পার
রয় সেইডার দ্য ফ্রেঞ্চ কানেকশন "ক্লাউডি" রসো
১৯৭২
(৪৫তম)
জোয়েল গ্রে   কাবারে মাস্টার অফ সিরেমনিজ [৪৫]
এডি অ্যালবার্ট দ্য হার্টব্রেক কিড মিস্টার কর্কোরান
জেমস কান দ্য গডফাদার সনি করলেওনে
রবার্ট ডুভল দ্য গডফাদার টম হ্যাগেন
আল পাচিনো দ্য গডফাদার মাইকেল করলেওনে
১৯৭৩
(৪৬তম)
জন হাউজম্যান   দ্য পেপার চেজ চার্লস ডব্লিউ কিংসফিল্ড জুনিয়র [৪৬]
ভিনসেন্ট গার্ডেনিয়া ব্যাং দ্য ড্রাম স্লোলি ডাচ স্নেল
জ্যাক গিলফোর্ড সেভ দ্য টাইগার ফিল গ্রীন
জেসন মিলার দ্য এক্সরসিস্ট ফাদার ড্যামিয়েন কারাস
র‍্যান্ডি কোয়াইড দ্য লাস্ট ডিটেল ল্যারি মিডো
১৯৭৪
(৪৭তম)
রবার্ট ডি নিরো   দ্য গডফাদার পার্ট ২ ভিটো করলেওনে [৪৭]
ফ্রেড অ্যাস্টেয়ার দ্য টাওয়ারিং ইনফার্নো হার্লি ক্লেয়ারবর্ন
জেফ ব্রিজেস থান্ডারবোল্ট অ্যান্ড লাইটফুট লাইটফুট
মাইকেল ভি. গাজ্জো দ্য গডফাদার পার্ট ২ ফ্রাঙ্ক পেন্টানগেলি
লি স্ট্রাসবার্গ দ্য গডফাদার পার্ট ২ হাইম্যান রথ
১৯৭৫
(৪৮তম)
জর্জ বার্নস   দ্য সানশাইন বয়েজ আল লুইস [৪৮]
ব্র্যাড ডরিফ ওয়ান ফ্লু অভার কুকুস নেস্ট বিলি বিবিট
বার্গাস মেরেডিথ দ্য ডে অব দ্য লোকাস্ট হ্যারি গ্রিনার
ক্রিস স্যারাডন ডগ ডে আফটারনুন লিয়ন শার্মার
জ্যাক ওয়ার্ডেন শ্যাম্পু লেস্টার কার্ফ
১৯৭৬
(৪৯তম)
জেসন রবার্ডস   অল দ্য প্রেসিডেন্টস মেন বেন ব্র্যাডলি [৪৯]
নেড বিটি নেটওয়ার্ক আর্থার জেনসেন
বার্গাস মেরেডিথ রকি মাইকি গোল্ডমিল
লরন্স অলিভিয়ে ম্যারাথন ম্যান ডক্টর ক্রিশ্চিয়ান জেল
বার্ট ইয়ং রকি পাউলি পেনিনো
১৯৭৭
(৫০তম)
জেসন রবার্ডস   জুলিয়া ড্যাশিয়েল হ্যামেট [৫০]
মিখাইল বারিশনিকভ দ্য টার্নিং পয়েন্ট ইউরি কোপেইকিন
পিটার ফার্থ ইকুস অ্যালান স্ট্রাঞ্জ
আলেক গিনেজ স্টার ওয়ার্স অবি-ওয়ান কেনোবি
ম্যাক্সিমিলিয়ান শেল জুলিয়া ইয়োহান
১৯৭৮
(৫১তম)
ক্রিস্টোফার ওয়াকেন   দ্য ডিয়ার হান্টার নিকনার "নিক" চেভটার [৫১]
জন হার্ট মিডনাইট এক্সপ্রেস ম্যাক্স
জ্যাক ওয়ার্ডেন হেভেন ক্যান ওয়েট ম্যাক্স কর্কলে
ব্রুস ডার্ন কামিং হোম ক্যাপ্টেন বব হাইড
রিচার্ড ফার্নসওয়ার্থ কামস আ হর্সম্যান ডজার
১৯৭৯
(৫২তম)
মেলভিন ডগলাস   বিইং দেয়ার বেঞ্জামিন টার্নবল র‍্যান্ড [৫২]
রবার্ট ডুভল অ্যাপোক্যালিপ্স নাউ বিল কিলগরে
ফ্রেডেরিক ফরেস্ট দ্য রোজ হাস্টন ডায়ার
জাস্টিন হেনরি ক্রেমার ভার্সেস ক্রেমার বিলি ক্রেমার
মিকি রুনি দ্য ব্ল্যাক স্ট্যালিয়ন হেনরি ডেইলি

১৯৮০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৮০
(৫৩তম)
টিমোথি হাটন   অর্ডিনারি পিপল কনরেড জারেট [৫৩]
জাড হার্শ অর্ডিনারি পিপল ডক্টর টাইরন সি বার্গার
মাইকেল ওকিফে দ্য গ্রেট স্যান্টিনি বেন মিচাম
জো পেশি রেজিং বুল জোয়ি লামোতা
জেসন রবার্ডস মেলভিন অ্যান্ড হাওয়ার্ড হাওয়ার্ড হিউজ
১৯৮১
(৫৪তম)
জন গিলগুড   আর্থার হবসন [৫৪]
জেমস কোকো অনলি হোয়েন আই লাফ জিমি পেরি
ইয়ান হোম চ্যারিয়ট্‌স অব ফায়ার স্যাম মুসাবিনি
জ্যাক নিকোলসন রেডস ইউজিন ওনিল
হাওয়ার্ড রোলিন্স র‍্যাগটাইম ওয়াকার জুনিয়র
১৯৮২
(৫৫তম)
লুইস গসেট জুনিয়র   অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান গুন্যারি সার্জেন্ট এমিলি ফলি [৫৫]
চার্লস ডারনিং দ্য বেস্ট লিটল হোরহাউজ ইন টেক্সাস গভর্নর
জন লিথগো দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প রবার্টা মাডুন
জেমস মেসান দ্য ভার্ডিক্ট এড কনক্যানন
রবার্ট প্রিস্টন ভিক্টর ভিক্টোরিয়া ক্যারল "টডি" টড
১৯৮৩
(৫৬তম)
জ্যাক নিকোলসন   টার্মস অব এন্ডিয়ারমেন্ট গ্যারেট ব্রিডলাভ [৫৬]
চার্লস ডার্নিং টু বি অর নট টু বি কর্নেল এরহার্ডট
জন লিথগো টার্মস অব এন্ডিয়ারমেন্ট স্যাম বার্নস
স্যাম শেপার্ড দ্য রাইট স্টাফ চাক ইয়েগার
রিপ টর্ন ক্রস ক্রিক মার্শ টার্নার
১৯৮৪
(৫৭তম)
হেইং এস গর   দ্য কিলিং ফিল্ডস ডিথ প্রাণ [৫৭]
অ্যাডলফ সিজার আ সোলজার্স স্টোরি সার্জেন্ট ওয়াটারস
জন মালকভিচ প্লেসেস ইন দ্য হার্ট মিঃ উইল
প্যাট মরিটা দ্য কারাতে কিড কেসুকে মিয়াগি
রাফ রিচার্ডসন *[৫৮] গ্রেস্টোক: দ্য লিজেন্ড অব টারজান, লর্ড অব দ্য অ্যাপেস সিক্স আর্ল অফ গ্রেস্টোক
১৯৮৫
(৫৮তম)
ডন আমিচি   ককুন আর্থার সেলউইন [৫৯]
ক্লাউস মারিয়া ব্রানডাউয়া আউট অব আফ্রিকা ব্রর ফন ব্লিক্সেন-ফিনেক
উইলিয়াম হিকি প্রিজিস অনার ডন করাডো প্রিজি
রবার্ট লজিয়া জ্যাগেড এজ স্যাম র‍্যান্সম
এরিক রবার্টস রানওয়ে ট্রেন বাক
১৯৮৬
(৫৯তম)
মাইকেল কেইন   হ্যানা অ্যান্ড হার সিস্টার্স এলিয়ট ড্যানিয়েলস [৬০]
টম বেরেঞ্জার প্লাটুন সার্জেন্ট বব বার্নেস
উইলেম ডাফো প্লাটুন সার্জেন্ট এলিয়াস গ্রডিন
ডেনহোম এলিয়ট আ রুম উইথ আ ভিউ মিস্টার এমারসন
ডেনিস হপার হুসিয়ার্স উইলবার "শুটার" ফ্লেচ
১৯৮৭
(৬০তম)
শন কনারি   দ্য আনটাচেবলস্‌ জিম ম্যালন [৬১]
অ্যালবার্ট ব্রুকস ব্রডকাস্ট নিউজ অ্যারন আল্টম্যান
মরগান ফ্রিম্যান স্ট্রিট স্মার্ট লিও "ফাস্ট ব্ল্যাক" স্মলস জুনিয়র
ভিনসেন্ট গার্ডেনিয়া মুনস্ট্রাক কসমো কাস্তোরিনি
ডেনজেল ওয়াশিংটন ক্রাই ফ্রিডম স্টিভ বিকো
১৯৮৮
(৬১তম)
কেভিন ক্লিন   আ ফিশ কলড ওয়ান্ডা অট্ট ওয়েস্ট [৬২]
আলেক গিনেজ লিটল ডরিট উইলিয়াম ডরিট
মার্টিন ল্যান্ডাউ টাকার: দ্য ম্যান অ্যান্ড হিজ ড্রিম অ্যাবি কারাট্‌জ
রিভার ফিনিক্স রানিং অন এম্পটি ড্যানি পোপ
ডিন স্টকওয়েল ম্যারিড টু দ্য মব টনি "দ্য টাইগার" রোসো
১৯৮৯
(৬২তম)
ডেনজেল ওয়াশিংটন   গ্লোরি প্রাইভেট সিলাস ট্রিপ [৬৩]
ড্যানি অয়েলো ডু দ্য রাইট থিং সাল ফ্রাসিয়োঁ
ড্যান অক্রিয়ড ড্রাইভিং মিস ডেইজি বুলি ওয়ের্থান
মার্লোন ব্র্যান্ডো আ ড্রাই হোয়াইট সিজন ইয়ান ম্যাকেঞ্জি
মার্টিন ল্যান্ডাউ ক্রাইম্‌স অ্যান্ড মিসডেমিয়ানর্স জুডাহ রসেন্থা

১৯৯০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
১৯৯০
(৬৩তম)
জো পেশি   গুডফেলাস টমিডেভিটো [৬৪]
ব্রুস ডেভিসন লংটাইম কম্প্যানিয়ন ডেভিড
অ্যান্ডি গার্সিয়া দ্য গডফাদার পার্ট ৩ ভিনসেন্ট মানচিনি
গ্রাহাম গ্রিন ড্যান্সেস উইথ উল্‌ভ্‌স কিকিং বার্ড
আল পাচিনো ডিক ট্রেসি আলফনসো "বিগ বয়" কাপ্রাইস
১৯৯১
(৬৪তম)
জ্যাক প্যালন্স   সিটি স্লিকারস কার্লি ওয়াশবার্ন [৬৫]
টমি লি জোন্স জেএফকে ক্লে শ
হার্ভি কাইটেল বাগসি মিকি কোহেন
বেন কিংসলি বাগসি মেয়ার ল্যান্সকি
মাইকেল লার্নার বার্টন ফিঙ্ক জ্যাক লিপনিক
১৯৯২
(৬৫তম)
জিন হ্যাকম্যান   আনফরগিভেন লিটল বিল ডাগেট [৬৬]
জায়ে ডেভিডসন দ্য ক্রায়িং গেইম ডিল
জ্যাক নিকোলসন আ ফিউ গুড মেন কর্নেল নাথান আর জেসেপ
আল পাচিনো গ্লেনগারি গ্লেন রস রিচার্ড "রিকি" রোমা
ডেভিড পেমার মিঃ স্যাটারডে নাইট স্ট্যান ইয়ং
১৯৯৩
(৬৬তম)
টমি লি জোন্স   দ্য ফিউজিটিভ স্যামুয়েল জেরার্ড [৬৭]
লিওনার্দো ডিক্যাপ্রিও হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ আরনি গ্রেপ
রেফ ফাইঞ্জ শিন্ডলার্স লিস্ট আমোন গ্যোট
জন মালকোভিচ ইন দ্য লাইন অব ফায়ার মিচ লেরি
পিট পোসলওয়েথ ইন দ্য নেম অব দ্য ফাদার জিউসেপ কনলন
১৯৯৪
(৬৭তম)
মার্টিন ল্যান্ডাউ   এড উড বেলা লাগসি [৬৮]
স্যামুয়েল এল. জ্যাকসন পাল্প ফিকশন জুলস উইনফিল্ড
চেজ পালমিন্টেরি বুলেটস ওভার ব্রডওয়ে চীক
পল স্কোফিল্ড কুইজ শো মার্ক ভ্যান ডরেন
গ্যারি সিনিসি ফরেস্ট গাম্প লেফটেন্যান্ট ড্যান টেইলর
১৯৯৫
(৬৮তম)
কেভিন স্পেসি   দ্য ইউজুয়াল সাস্পেক্টস রজার "ভার্বাল" কিন্ট]] [৬৯]
জেমস ক্রোমওয়েল বেইব ফার্মার আর্থার হজেট
এড হ্যারিস অ্যাপোলো ১৩ জিনি ক্রাঞ্জ
ব্র্যাড পিট টুয়েলভ মাঙ্কিজ জেফ্রি গুইনেজ
টিম রথ রব রয় আর্চিবাড কানিংহ্যাম
১৯৯৬
(৬৯তম)
কিউবা গুডিং জুনিয়র   জেরি ম্যাগুয়াইর রড টিডওয়েল [৭০]
উইলিয়াম এইচ. ম্যাসি ফার্গো জেরি লুন্ডেজার্ড
আর্মিন মুলার-স্টাল শাইন পিটার হেলফগট
এডওয়ার্ড নর্টন প্রাইমাল ফিয়ার অ্যারন স্ট্যাম্পলার
জেমস উডস ঘোস্ট্‌স অব মিসিসিপি বায়রন দে লা বেকউইথ
১৯৯৭
(৭০তম)
রবিন উইলিয়ামস   গুড উইল হান্টিং ডক্টর শন ম্যাগুইয়ার [৭১]
রবার্ট ফরস্টার জ্যাকি ব্রাউন ম্যাক্স চেরি
অ্যান্থনি হপকিন্স অ্যামিস্টাড জন কুইন্সি অ্যাডামস
গ্রেগ কিনেয়ার অ্যাজ গুড অ্যাজ ইট গেটস সিমন বিশপ
বার্ট রেনল্ডস বুগি নাইটস জ্যাক হর্নার
১৯৯৮
(৭১তম)
জেমস কোবার্ন   অ্যাফ্লিকশন গ্লেন হোয়াইটহাউজ [৭২]
রবার্ট ডুভল আ সিভিল অ্যাকশন জেরোম ফ্যাচার
এড হ্যারিস দ্য ট্রুম্যান শো ক্রিস্টফ
জেফ্রি রাশ শেকসপিয়ার ইন লাভ ফিলিপ হেনস্লো
বিলি বব থর্নটন আ সিম্পল প্ল্যান জ্যাকব মিচেল
১৯৯৯
(৭২তম)
মাইকেল কেইন   দ্য সিডার হাউজ রুলস ডক্টর উইলবার লার্চ [৭৩]
টম ক্রুজ ম্যাগনলিয়া ফ্রাঙ্ক টি জে ম্যাকি
মাইকেল ক্লার্ক ডানকান দ্য গ্রিন মাইল জন কফি
জ্যুড ল দ্য ট্যালেন্টেড মিস্টার রিপলি ডিকি গ্রিনলিফ
হেইলি জোল অজমেন্ট দ্য সিক্সথ সেন্স কোল সিয়ার

২০০০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
২০০০
(৭৩তম)
বেনিসিও দেল তোরো   ট্রাফিক হাভিয়ার রদ্রিগেজ [৭৪]
জেফ ব্রিজেস দ্য কন্টেন্ডার জ্যাকসন ইভানস
উইলেম ডাফো শ্যাডো অব দ্য ভ্যাম্পায়ার ম্যাক্স স্রেক
অ্যালবার্ট ফিনি এরিন ব্রকভিচ এডওয়ার্ড এল ম্যাস্রি
হোয়াকিন ফিনিক্স গ্ল্যাডিয়েটর কমোডাস
২০০১
(৭৪তম)
জিম ব্রডবেন্ট   আইরিস জন বেলে [৭৫]
ইথান হক ট্রেনিং ডে জ্যাক হয়ট
বেন কিংসলি সেক্সি বিস্ট ডন লোগান
ইয়ান ম্যাকেলেন দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং গ্যান্ডালফ দ্য গ্রে
জন ভইট আলি হাউয়ার্ড কোসেল
২০০২
(৭৫তম)
ক্রিস কুপার   অ্যাডাপ্টেশন জন লারোচ [৭৬]
এড হ্যারিস দি আওয়ার্স রিচার্ড "রিচি" ব্রাউন
পল নিউম্যান রোড টু প্রেডিকশন জন রুনি
জন সি. রেইলি শিকাগো অ্যামস হার্ট
ক্রিস্টোফার ওয়াকেন ক্যাচ মি ইফ ইউ ক্যান ফ্রাঙ্ক অ্যাবেগনেল সিনিয়র
২০০৩
(৭৬তম)
টিম রবিন্স   মিস্টিক রিভার ডেভ বয়েল [৭৭]
আলেক বল্ডউইন দ্য কুলার শেলি ক্যাপলো
বেনিসিও দেল তোরো ২১ গ্রামস জ্যাক জর্ডান
জিমোঁ উন্সু ইন অ্যামেরিকা মাতিও
কেন ওয়াতানাবে দ্য লাস্ট সামুরাই লর্ড মরিতসুগু কাতসুমতো
২০০৪
(৭৭তম)
মরগান ফ্রিম্যান   মিলিয়ন ডলার বেবি এডি "স্ক্র্যাপ-আয়রন" ডুপ্রিস [৭৮]
অ্যালান আলডা দি অ্যাভিয়েটর ওয়েন ব্রিউস্টার
টমাস হ্যাডেন চার্চ সাইডওয়েজ জ্যাক কোলে
জেমি ফক্স কোল্যাটেরাল ম্যাক্স ডুরোচার
ক্লাইভ ওয়েন ক্লোজার ল্যারি গ্রে
২০০৫
(৭৮তম)
জর্জ ক্লুনি   সিরিয়ানা রবার্ট বার্নস [৭৯]
ম্যাট ডিলন ক্র্যাশ অফিসার জন রায়ান
পল জিয়ামাত্তি সিনড্রেলা ম্যান জো গোল্ড
জেক ইলেনহল ব্রোকব্যাক মাউন্টেইন জ্যাক টুইস্ট
উইলিয়াম হার্ট আ হিস্ট্রি অব ভায়োলেন্স রিচি কুসাক
২০০৬
(৭৯তম)
অ্যালান আর্কিন   লিটল মিস সানশাইন এডউইন হুভার [৮০]
জ্যাকি আর্ল হ্যালি লিটল চিলড্রেন রোনাল্ড জেমস ম্যাকগর্ভি
জিমোঁ উন্সু ব্লাড ডায়মন্ড সলোমন ভ্যান্ডি
এডি মার্ফি ডিমগার্লস জেমস "থান্ডার" আর্লি
মার্ক ওয়ালবার্গ দ্য ডিপার্টেড শন ডিগন্যাম
২০০৭
(৮০তম)
হাভিয়ের বারদেম   নো কান্ট্রি ফর ওল্ড মেন আন্তন শিগুর [৮১]
কেসি অ্যাফ্লেক দি অ্যাস্যাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাউয়ার্ড রবার্ট ফোর্ড রবার্ট ফোর্ড
ফিলিপ সিমোর হফম্যান চার্লি উইলসন্স ওয়ার গাস্ত আভ্রাকটস
হ্যাল হলব্রুক ইনটু দ্য ওয়াইল্ড রন ফ্রাঞ্জ
টম উইলকিনসন মাইকেল ক্লেটন আর্থার এডেনস
২০০৮
(৮১তম)
হিথ লেজার ^[] দ্য ডার্ক নাইট দ্য জোকার [৮২]
জশ ব্রোলিন মিল্ক ড্যান হোয়াইট
রবার্ট ডাউনি জুনিয়র ট্রপিক থান্ডার কার্ক লাজারাস
ফিলিপ সিমোর হফম্যান ডাউট ফাদার ব্রেন্ডন ফ্লিন
মাইকেল শ্যানন রেভলূশন্যারি রোড জন গিভিংস জুনিয়র
২০০৯
(৮২তম)
ক্রিস্টফ ভালৎজ   ইনগ্লোরিয়াস বাস্টার্ডস কর্নেল হান্স ল্যান্ডা [৮৩]
ম্যাট ডেমন ইনভিক্টাস ফ্রাঙ্কোইস পিয়েনার
উডি হ্যারেলসন দ্য মেসেঞ্জার ক্যাপ্টেইন টনি স্টোন
ক্রিস্টোফার প্লামার দ্য লাস্ট স্টেশন লিও টলস্তয়
স্ট্যানলি টুচ্চি দ্য লাভলি বোনস জর্জ হার্ভি

২০১০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা চলচ্চিত্র ভূমিকা তথ্যসূত্র
২০১০
(৮৩তম)
ক্রিশ্চিয়ান বেল   দ্য ফাইটার ডিকি একলান্ড [৮৪]
জন হকস উইন্টার্স বোন টিয়ারড্রপ ডলি
জেরেমি রেনার দ্য টাউন জেমস "জেম" কফলিন
মার্ক রাফালো দ্য কিডস আর অল রাইট পল হ্যাটফিল্ড
জেফ্রি রাশ দ্য কিংস স্পিচ লিওনেল লগ
২০১১
(৮৪তম)
ক্রিস্টোফার প্লামার   বিগিনার্স হাল ফিল্ডস [৮৫]
কেনেথ ব্র্যানা মাই উয়িক উইথ মেরিলিন লরন্স অলিভিয়ে
জোনাহ হিল মানিবল পিটার ব্র্যান্ড
নিক নল্টে ওয়ারিয়র প্যাডি কনলন
ম্যাক্স ফন সাইডো এক্সট্রিমলি লাউড অ্যান্ড ইনক্রেডিবলি ক্লোজ দ্য রেন্টার
২০১২
(৮৫তম)
ক্রিস্টফ ভালৎজ   জ্যাঙ্গো আনচেইন্ড ডঃ কিং সুলৎজ [৮৬]
অ্যালান আর্কিন আর্গো লেস্টার সিগেল
রবার্ট ডি নিরো সিলভার লিনিং প্লেবুক প্যাট্রিজিও "প্যাট" সলিটানো সিনিয়র
ফিলিপ সিমোর হফম্যান দ্য মাস্টার ল্যাংকাস্টার ডড
টমি লি জোন্স লিংকন থাডেয়াস স্টিভেনস
২০১৩
(৮৬তম)
জ্যারেড লেটো   ডালাস বায়ার্স ক্লাব রেয়ন [৮৭]
বারখাদ আবদি ক্যাপ্টেন ফিলিপস আব্দুওয়ালি মুসা
ব্র্যাডলি কুপার অ্যামেরিকান হাসল রিচার্ড "রিচি" ডিমাসো
মাইকেল ফাসবেন্ডার টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ এডউইন এপস
জোনাহ হিল দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট ডনি আজফ
২০১৪
(৮৭তম)
জে. কে. সিমন্স   হুইপল্যাশ টেরেন্স ফ্লেচার [৮৮]
রবার্ট ডুভল দ্য জাজ জোসেফ পালমার
ইথান হক বয়হুড ম্যাসন ইভানস সিনিয়র
এডওয়ার্ড নর্টন বার্ডম্যান মাইক শাইনার
মার্ক রাফালো ফক্সক্যাচার ডেভিড সুল্টজ
২০১৫
(৮৮তম)
মার্ক রাইল্যান্স   ব্রিজ অব স্পাইজ রুডলফ আবেল [৮৯]
ক্রিশ্চিয়ান বেল দ্য বিগ শর্ট মাইকেল বারি
টম হার্ডি দ্য রেভেন্যান্ট জন ফিট্‌জেরাল্ড
মার্ক রাফালো স্পটলাইট মাইকেল রেজেন্ডেজ
সিলভেস্টার স্ট্যালোন ক্রিড রকি বালবোয়া
২০১৬
(৮৯তম)
মাহারশালা আলি   মুনলাইট হুয়ান [৯০]
জেফ ব্রিজেস হেল অর হাই ওয়াটার মার্কাস হ্যামিলটন
লুকাস হেজেস ম্যানচেস্টার বাই দ্য সী প্যাট্রিক চ্যান্ডলার
দেব প্যাটেল লায়ন সারু ব্রায়ার্লি
মাইকেল শ্যানন নকচার্নাল অ্যানিম্যালস্‌ ডিটেকটিভ ববি আন্দেজ
২০১৭
(৯০তম)
স্যাম রকওয়েল   থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি অফিসার জেসন ডিক্সন [৯১]
উইলেম ডাফো দ্য ফ্লোরিডা প্রজেক্ট ববি হিকস
উডি হ্যারেলসন থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি শেরিফ উইলিয়াম উইলোবাই
ক্রিস্টোফার প্লামার অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড জে. পল গেটি
রিচার্ড জেনকিন্স দ্য শেপ অব ওয়াটার জাইলস
২০১৮
(৯১তম)
মাহারশালা আলি   গ্রিন বুক ডন শার্লি [৯২]
অ্যাডাম ড্রাইভার ব্ল্যাকক্ল্যান্সম্যান ফিলিপ "ফ্লিপ" জিমারম্যান
রিচার্ড ই. গ্র্যান্ট ক্যান ইউ এভার ফরগিভ মি? জ্যাক হক
স্যাম এলিয়ট আ স্টার ইজ বর্ন ববি মেইন
স্যাম রকওয়েল ভাইস জর্জ ডব্লিউ. বুশ
২০১৯
(৯২তম)
ব্র্যাড পিট ক্লিফ বুথ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড [৯৩]
আল পাচিনো জিমি হফ্ফা‌ দি আইরিশম্যান
অ্যান্থনি হপকিন্স পোপ ষোড়শ বেনেডিক্ট দ্য টু পোপস
জো পেশি রাসেল বাফালিনো দি আইরিশম্যান
টম হ্যাঙ্কস ফ্রেড রজার্স আ বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড

২০২০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেতা ভূমিকা চলচ্চিত্র সূত্র.
২০২০/২১
[৯৪]
(৯৩তম)
ড্যানিয়েল কালুইয়া   ফ্রেড হ্যাম্পটন জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া [৯৫]
লেসলি ওডম জুনিয়র স্যাম কুক ওয়ান নাইট ইন মায়ামি...
সাশা ব্যারন কোহেন অ্যাবি হফম্যান দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন
পল রেসি জো সাউন্ড অব মেটাল
লেকিথ স্ট্যানফিল্ড উইলিয়াম "বিল" ওনিল জুডাস অ্যান্ড ব্ল্যাক মেসায়া

একাধিকবার বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ বিজয়ী ও মনোনীত

সম্পাদনা
রেকর্ড অভিনেতা চলচ্চিত্র বয়স (বছর) তথ্যসূত্র
বয়োজ্যেষ্ঠ বিজয়ী ক্রিস্টোফার প্লামার বিগিনার্স ৮২ [৯৬]
বয়োজ্যেষ্ঠ মনোনীত অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড ৮৮ [৯৬]
বয়োকনিষ্ঠ বিজয়ী টিমোথি হাটন অর্ডিনারি পিপল ২০ [৯৬]
বয়োকনিষ্ঠ মনোনীত জাস্টিন হেনরি ক্রেমার ভার্সাস ক্রেমার [৯৬]

আরও দেখুন

সম্পাদনা

পাদটীকা

সম্পাদনা
A^ : জর্জ সি. স্কট তার মনোনয়ন প্রত্যাখ্যান করেন।[৯৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rule One: Award Definitions" (পিডিএফ)একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। পৃষ্ঠা 1। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  2. Kinn ও Piazza 2014, পৃ. 39
  3. Kinn ও Piazza 2014, পৃ. 67
  4. "Rule Six: Special Rules for the Acting Awards" (পিডিএফ)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। পৃষ্ঠা 8-7। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৭ 
  5. Crouse 2005, পৃ. 257
  6. O'Neil, Tom (অক্টোবর ৮, ২০০৮)। "Can Frank Langella win an Oscar and a Tony in the same year too?"লস অ্যাঞ্জেলেস টাইমস। Tribune Publishing। মে ১৮, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৭ 
  7. কিন ও পিয়াৎজা ২০১৪, পৃ. ২৩৩
  8. কিন ও পিয়াৎজা ২০১৪, পৃ. ৩৪৫
  9. "The 9th Academy Awards (1937) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  10. "The 10th Academy Awards (1938) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  11. "The 11th Academy Awards (1939) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  12. "The 12th Academy Awards (1940) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  13. "The 13th Academy Awards (1941) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  14. "The 14th Academy Awards (1942) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  15. "The 15th Academy Awards (1943) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  16. "The 16th Academy Awards (1944) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  17. "The 17th Academy Awards (1945) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  18. "The 18th Academy Awards (1946) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  19. "The 19th Academy Awards (1947) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  20. "The 20th Academy Awards (1948) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  21. "The 21st Academy Awards (1949) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  22. "The 22nd Academy Awards (1950) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  23. "The 23rd Academy Awards (1951) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  24. "The 24th Academy Awards (1952) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  25. "The 25th Academy Awards (1953) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  26. "The 26th Academy Awards (1954) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  27. "The 27th Academy Awards (1955) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  28. "The 28th Academy Awards (1956) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  29. "The 29th Academy Awards (1957) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  30. "The 30th Academy Awards (1958) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  31. "The 31st Academy Awards (1959) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  32. "The 32nd Academy Awards (1960) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  33. "The 33rd Academy Awards (1961) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  34. "The 34th Academy Awards (1962) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  35. "The 35th Academy Awards (1963) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  36. "The 36th Academy Awards (1964) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  37. "The 37th Academy Awards (1965) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  38. "The 38th Academy Awards (1966) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  39. "The 39th Academy Awards (1967) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  40. "The 40th Academy Awards (1968) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  41. "The 41st Academy Awards (1969) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  42. "The 42nd Academy Awards (1970) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  43. "The 43rd Academy Awards (1971) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  44. "The 44th Academy Awards (1972) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  45. "The 45th Academy Awards (1973) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  46. "The 46th Academy Awards (1974) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  47. "The 47th Academy Awards (1975) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  48. "The 48th Academy Awards (1976) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  49. "The 49th Academy Awards (1977) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  50. "The 50th Academy Awards (1978) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  51. "The 51st Academy Awards (1979) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  52. "The 52nd Academy Awards (1980) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  53. "The 53rd Academy Awards (1981) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  54. "The 54th Academy Awards (1982) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  55. "The 55th Academy Awards (1983) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  56. "The 56th Academy Awards (1984) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  57. "The 57th Academy Awards (1985) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  58. Thise 2008, পৃ. 235
  59. "The 58th Academy Awards (1986) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  60. "The 59th Academy Awards (1987) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  61. "The 60th Academy Awards (1988) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  62. "The 61st Academy Awards (1989) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  63. "The 62nd Academy Awards (1990) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  64. "The 63rd Academy Awards (1991) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  65. "The 64th Academy Awards (1992) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  66. "The 65th Academy Awards (1993) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  67. "The 66th Academy Awards (1994) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  68. "The 67th Academy Awards (1995) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  69. "The 68th Academy Awards (1996) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  70. "The 69th Academy Awards (1997) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  71. "The 70th Academy Awards (1998) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  72. "The 71st Academy Awards (1999) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  73. "The 72nd Academy Awards (2000) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  74. "The 73rd Academy Awards (2001) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  75. "The 74th Academy Awards (2002) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  76. "The 75th Academy Awards (2003) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  77. "The 76th Academy Awards (2004) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  78. "The 77th Academy Awards (2005) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  79. "The 78th Academy Awards (2006) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  80. "The 79th Academy Awards (2007) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  81. "The 80th Academy Awards (2008) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  82. "The 81st Academy Awards (2009) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  83. "The 82nd Academy Awards (2010) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  84. "The 83rd Academy Awards (2011) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  85. "The 84th Academy Awards (2012) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  86. "The 85th Academy Awards (2013) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  87. "The 86th Academy Awards (2014) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  88. "The 87th Academy Awards (2015) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  89. "The 88th Academy Awards (2016) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৭ 
  90. "The 89th Academy Awards (2017) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৭ 
  91. "The 90th Academy Awards (2018) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  92. "The 91st Academy Awards (2019) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২০ 
  93. "The 92nd Academy Awards (2020) Nominees and Winners"। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২০ 
  94. কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ৯৩তম একাডেমি পুরস্কারের সময় ২৮ ফেবুরারি ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
  95. "Complete list of nominees for the 93rd Academy Awards"এবিসি নিউজ। মার্চ ১৫, ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১ 
  96. "Oldest/Youngest Acting Nominees and Winners"। Academy of Motion Picture Arts and Sciences (AMPAS)। মার্চ ১, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১৫ 
  97. Kinn ও Piazza 2014, পৃ. 183

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা