দ্য হেল্প (চলচ্চিত্র)

দ্য হেল্প ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন নাট্য চলচ্চিত্র। টেট টেলর পরিচালিত এই চলচ্চিত্রটি প্রকৃতপক্ষে ক্যাথরিন স্টকেট রচিত বেস্টসেলার দ্য হেল্প-এর চলচ্চিত্রায়িত রূপ। ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে '৬০-এর দশকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের সময় ইউজিনিয়া স্কিটার ফিল্যান নামের একজন শ্বেতাঙ্গ তরুণীর সাথে দু'জন কৃষ্ণাঙ্গ গৃহপরিচারিকা অ্যাবিলিন ক্লার্ক আর মিনি জ্যাকসনের সম্পর্ককে ঘিরে। একজন সাংবাদিক হিসেবে স্কিটার সিদ্ধান্ত নেয়, মিসিসিপির জ্যাকসন শহরের শ্বেতাঙ্গ পরিবারগুলোতে গৃহপরিচারিকার কাজ করার সময় কৃঞ্চাঙ্গ মহিলারা যেসব বর্ণবাদের শিকার হয়, সে সব ঘটনা নিয়ে সে একটি বই লিখবে।

দ্য হেল্প
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকটেট টেলর
প্রযোজকক্রিস কলম্বাস
মাইকেল বার্নাথন
ব্রানসন গ্রিন
চিত্রনাট্যকারটেট টেলর
উৎসক্যাথরিন স্টকেট কর্তৃক 
দ্য হেল্প
শ্রেষ্ঠাংশে
সুরকারটমাস নিউম্যান
চিত্রগ্রাহকস্টিফেন গোল্ডব্ল্যাট
সম্পাদকহিউজেন উইনবোর্ন
প্রযোজনা
কোম্পানি
টাচস্টোন পিকচার্স
ড্রিমওয়ার্কস পিকচার্স
রিলায়েন্স এন্টারটেইনমেন্ট
পার্টিসিপেন্ট মিডিয়া
ইম্যাজিনেশন আবু ধাবি
ফোর্টিন নাইন্টিটু পিকচার্স
পরিবেশকওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স
মুক্তি
  • ১০ আগস্ট ২০১১ (2011-08-10)
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভারত
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৫ মিলিয়ন[১]
আয়$২১,১৬,০৮,১১২[২]

ছবিটিতে অভিনয় করেছেন জেসিকা চ্যাস্টেইন, ভায়োলা ডেভিস, ব্রাইস ডালাস হাওয়ার্ড, অ্যালিসন জ্যানি, অক্টাভিয়া স্পেন্সার, এমা স্টোন, সিসিলি টাইসন, ক্রিস লাওয়েল প্রমুখ। প্রজোজনা করেছে ড্রিমওয়ার্কস পিকচার্স ও পরিবেশন করেছে ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স। দ্য হেল্প সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং মাত্র ২৫ মিলিয়ন ডলারের এই ছবিটি এ পর্যন্ত আয় করেছে ২১১.৬ মিলিয়ন ডলার।[২] এছাড়া ২০১২ সালে একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারট পেয়েছে দ্য হেল্প।

কুশীলব সম্পাদনা

 
১৮তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে দ্য হেল্প চলচ্চিত্রের কলাকুশলীগণ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kaufman, Amy (আগস্ট ১১, ২০১১)। "Movie Projector: 'Apes' Likely To Swing Higher than 'The Help'"Company Town – The Business Behind the Show (blog of the Los Angeles Times)। সংগ্রহের তারিখ জুলাই ৭, ২০১২ 
  2. "The Help (2011) – Box Office Mojo"। Box Office Mojo। 

বহিঃসংযোগ সম্পাদনা