মেলিসা লিও

মার্কিন অভিনেত্রী

মেলিসা চেসিংটন লিও (ইংরেজি: Melissa Chessington Leo; জন্ম: ১৪ সেপ্টেম্বর ১৯৬০)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী। ১৯৮০-এর দশকে কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করেন এবং অল মাই চিলড্রেন টিভি ধারাবাহিকে অভিনয় করে ১৯৮৫ সালে ডেটাইম এমি পুরস্কারের মনোনীত হন। তার প্রথম আলোচিত সাফল্য ছিল হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট-এর প্রথম পাঁচ মৌসুমে (১৯৯৩-১৯৯৭) ডিটেকটিভ সার্জেন্ট কে হাওয়ার্ড চরিত্রে অভিনয়।

মেলিসা লিও
Melissa Leo
২০১১ সালে হলিউড চলচ্চিত্র উৎসবে লিও
জন্ম
মেলিসা চেসিংটন লিও

(1960-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৬০ (বয়স ৬৪)
মাতৃশিক্ষায়তনমাউন্টভিউ একাডেমি অব থিয়েটার আর্টস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮৪-বর্তমান

লিও ২০০৮ সালে ফ্রোজেন রিভার চলচ্চিত্রে রে এডি চরিত্রে অভিনয় করে সমালোচনামূলক সাফল্য লাভ করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়নসহ কয়েকটি পুরস্কার ও মনোনয়ন লাভ করেন। ২০১০ সালে দ্য ফাইটার চলচ্চিত্রে অ্যালিস একলুন্ড-ওয়ার্ড চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার,[] গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার জয়সহ একাধিক পুরস্কার ও মনোনয়ন লাভ করেন।

২০১৩ সালে তিনি লুই টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি ফক্স চ্যানেলের ধারাবাহিক ওয়েওয়ার্ড পাইন্স-এ নার্স পাম এবং ২০১৭ সালে নেটফ্লিক্সের দ্য মোস্ট হেটেড ওম্যান ইন আমেরিকা-তে মার্কিন নাস্তিক্যবাদের প্রতিষ্ঠাতা মেডেলিন মারি ওহেয়ার চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মেলিসা লিও ১৯৬০ সালের ১৪ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। তার মাতা মার্গারেট (প্রদত্ত নাম: চেসিংটন) ছিলেন ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী শিক্ষক এবং পিতা তৃতীয় আর্নল্ড লিও ছিলেন গ্রোভ প্রেসের সম্পাদক, জেলে ও ইস্ট হ্যাম্পটন বেমেন্‌স অ্যাসোসিয়েশনের সাবেক মুখপাত্র। মেলিসা ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে বেড়ে ওঠেন। তার এক ভাই রয়েছে, তার নাম এরিক লিও।[] তার ফুফু শিল্প ইতিহাসবেত্তা ক্রিস্টিন লিও রোসেল।[] তার পিতামাতার বিবাহবিচ্ছেদের পর তার মাতা তাকে ও তার ভাইকে নিয়ে ভেরমন্টের পুটনির রেড ক্লোভার কমিউনে চলে যান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Melissa Leo"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "৮৩ তম অস্কারে পুরস্কার পেলেন যারা"দৈনিক প্রথম আলো। ২৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. ল্যামবার্ট, পাম (৪ ডিসেম্বর ১৯৯৫)। "She's All Right Jack"পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "Veteran Actors, First Time Nominees"ওয়াল স্ট্রিট জার্নাল (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা