মেলিসা লিও
মেলিসা চেসিংটন লিও (ইংরেজি: Melissa Chessington Leo; জন্ম: ১৪ সেপ্টেম্বর ১৯৬০)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী। ১৯৮০-এর দশকে কয়েকটি টেলিভিশন অনুষ্ঠান ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করেন এবং অল মাই চিলড্রেন টিভি ধারাবাহিকে অভিনয় করে ১৯৮৫ সালে ডেটাইম এমি পুরস্কারের মনোনীত হন। তার প্রথম আলোচিত সাফল্য ছিল হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট-এর প্রথম পাঁচ মৌসুমে (১৯৯৩-১৯৯৭) ডিটেকটিভ সার্জেন্ট কে হাওয়ার্ড চরিত্রে অভিনয়।
মেলিসা লিও | |
---|---|
Melissa Leo | |
জন্ম | মেলিসা চেসিংটন লিও ১৪ সেপ্টেম্বর ১৯৬০ |
মাতৃশিক্ষায়তন | মাউন্টভিউ একাডেমি অব থিয়েটার আর্টস |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৪-বর্তমান |
লিও ২০০৮ সালে ফ্রোজেন রিভার চলচ্চিত্রে রে এডি চরিত্রে অভিনয় করে সমালোচনামূলক সাফল্য লাভ করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়নসহ কয়েকটি পুরস্কার ও মনোনয়ন লাভ করেন। ২০১০ সালে দ্য ফাইটার চলচ্চিত্রে অ্যালিস একলুন্ড-ওয়ার্ড চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার,[২] গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার জয়সহ একাধিক পুরস্কার ও মনোনয়ন লাভ করেন।
২০১৩ সালে তিনি লুই টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। ২০১৫ সালে তিনি ফক্স চ্যানেলের ধারাবাহিক ওয়েওয়ার্ড পাইন্স-এ নার্স পাম এবং ২০১৭ সালে নেটফ্লিক্সের দ্য মোস্ট হেটেড ওম্যান ইন আমেরিকা-তে মার্কিন নাস্তিক্যবাদের প্রতিষ্ঠাতা মেডেলিন মারি ওহেয়ার চরিত্রে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামেলিসা লিও ১৯৬০ সালের ১৪ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। তার মাতা মার্গারেট (প্রদত্ত নাম: চেসিংটন) ছিলেন ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী শিক্ষক এবং পিতা তৃতীয় আর্নল্ড লিও ছিলেন গ্রোভ প্রেসের সম্পাদক, জেলে ও ইস্ট হ্যাম্পটন বেমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক মুখপাত্র। মেলিসা ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে বেড়ে ওঠেন। তার এক ভাই রয়েছে, তার নাম এরিক লিও।[৩] তার ফুফু শিল্প ইতিহাসবেত্তা ক্রিস্টিন লিও রোসেল।[৪] তার পিতামাতার বিবাহবিচ্ছেদের পর তার মাতা তাকে ও তার ভাইকে নিয়ে ভেরমন্টের পুটনির রেড ক্লোভার কমিউনে চলে যান।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Melissa Leo"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "৮৩ তম অস্কারে পুরস্কার পেলেন যারা"। দৈনিক প্রথম আলো। ২৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ল্যামবার্ট, পাম (৪ ডিসেম্বর ১৯৯৫)। "She's All Right Jack"। পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Veteran Actors, First Time Nominees"। ওয়াল স্ট্রিট জার্নাল (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- {{আইবিডিবি নাম}} টেমপ্লেট আইডি অনুপস্থিত ও উইকিউপাত্তেও উপস্থিত নেই।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মেলিসা লিও (ইংরেজি)
- রটেন টম্যাটোসে মেলিসা লিও (ইংরেজি)