পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার

পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার হচ্ছে কোনো চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে সেরা পারদর্শীতার জন্য প্রদেয় পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড সংগঠন এই পুরস্কার প্রদান করে।

পার্শ্ব চরিত্রে অভিনেত্রীর সেরা অভিনয় বিভাগে স্যাগ পুরস্কার
সাম্প্রতিক বিজয়ী: ডেভাইন জয় র‍্যান্ডলফ
বিবরণচলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে সেরা পারদর্শীতার জন্য
অবস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
পুরস্কারদাতাস্যাগ-অ্যাফট্রা
প্রথম পুরস্কৃত১৯৯৫
সর্বশেষ পুরস্কৃত২০২৪
বর্তমানে আধৃতডেভাইন জয় র‍্যান্ডলফ
দ্য হোল্ডওভারস (২০২৩)
ওয়েবসাইটsagawards.org

ডায়ান উইস্ট এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি বুলেটস্‌ ওভার ব্রডওয়ে (১৯৯৪) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন। কেট উইন্সলেট সর্বাধিক দুইবার এই পুরস্কার লাভ করেন। কেট ব্লানচেট সর্বাধিক পাঁচবার এই বিভাগে মনোনয়ন লাভ করেছেন। সাম্প্রতিক বিজয়ী ডেভাইন জয় র‍্যান্ডলফ দ্য হোল্ডওভারস (২০২৩) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা
 
ডায়ান উইস্ট বুলেটস্‌ ওভার ব্রডওয়ে (১৯৯৪) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
কেট উইন্সলেট সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (১৯৯৫) ও দ্য রিডার (২০০৮) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
লরেন বাকল দ্য মিরর হ্যাজ টু ফেসেস (১৯৯৬) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
অ্যাঞ্জেলিনা জোলি গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯) চলচ্চিত্রের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
ক্যাথরিন জিটা-জোন্স শিকাগো (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
রানে জেলওয়েগার কোল্ড মাউন্টেন (২০০৩) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
র‍্যাচেল ভাইস দ্য কনস্ট্যান্ট গার্ডেনার (২০০৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
জেনিফার হাডসন ড্রিমগার্লস্‌ (২০০৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
মোনিক প্রেশাস (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
মেলিসা লিও দ্য ফাইটার (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
অক্টাভিয়া স্পেন্সার দ্য হেল্প (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
অ্যান হ্যাথাওয়ে লে মিজেরাবল (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
লুপিটা ইয়ংও টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ (২০১৩) চলচ্চিত্রে প্যাটসি চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
প্যাট্রিসিয়া আর্কেট বয়হুড (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
আলিসিয়া ভিকান্দার দ্য ডেনিশ গার্ল (২০১৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
ভায়োলা ডেভিস ফেন্সেস (২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
অ্যালিসন জ্যানি আই, টোনিয়া (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
 
এমিলি ব্লান্ট আ কোয়ায়েট প্লেস (২০১৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
লরা ডার্ন ম্যারিজ স্টোরি (২০১৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
  বিজয়ী নির্দেশ করে।

১৯৯০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯৪
(১ম)
ডায়ান উইস্ট হেলেন সিনক্লেয়ার বুলেটস্‌ ওভার ব্রডওয়ে []
উমা থারম্যান মিরা ওয়ালেস পাল্প ফিকশন
জেমি লি কার্টিস হেলেন টাস্কার ট্রু লাইজ
রবিন রাইট জেনিফার "জেনি" কুরান ফরেস্ট গাম্প
স্যালি ফিল্ড মিসেস গাম্প
১৯৯৫
(২য়)
কেট উইন্সলেট মারিয়ান ড্যাশউড সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি []
অ্যাঞ্জেলিকা হিউস্টন ম্যারি টাইলার দ্য ক্রসিং গার্ড
মিরা সরভিনো লিন্ডা অ্যাশ মাইটি আফ্রোদিতি
মেয়ার উইনিংহাম জর্জিয়া ফ্লাড জর্জিয়া
স্টকার্ড চ্যানিং রুবি ম্যাকনাট স্মোক
১৯৯৬
(৩য়)
লরেন বাকল হ্যানা মরগান দ্য মিরর হ্যাজ টু ফেসেস []
গুয়েন ভার্ডন রুথ অ্যাবানাথি মারভিন্‌স রুম
জুলিয়েত বিনোশ হানা দি ইংলিশ পেশন্ট
মারিসা টোমে মনিকা ওয়ারেন আনহুক দ্য স্টার্স
রানে জেলওয়েগার ডরোথি বয়েড জেরি ম্যাগুইয়ার
১৯৯৭
(৪র্থ)
কিম বেসিঙ্গার লিন মার্গারেট ব্রেকেন এল.এ. কনফিডেনশিয়াল []
গ্লোরিয়া স্টুয়ার্ট রোজ কালভার্ট টাইটানিক
অ্যালিসন এলিয়ট মিলি থিয়েল দ্য উইংস অব দ্য ডাভ
জুলিঅ্যান মুর অ্যাম্বার ওয়েভস বুগি নাইটস
মিনি ড্রাইভার স্কাইলার জ্যাকসন গুড উইল হান্টিং
১৯৯৮
(৫ম)
ক্যাথি বেট্‌স লিবি হোল্ডেন প্রাইমারি কালারস্‌ []
জুডি ডেঞ্চ রানী প্রথম এলিজাবেথ শেকসপিয়ার ইন লাভ
ব্রেন্ডা ব্লেদিন ম্যারি হফ লিটল ভয়েস
রেচেল গ্রিফিথস হিলারি দ্যু প্রে হিলারি অ্যান্ড জ্যাকি
লিন রেডগ্রেভ হ্যানা গডস্‌ অ্যান্ড মনস্টার্স
১৯৯৯
(৬ষ্ঠ)
অ্যাঞ্জেলিনা জোলি লিজা রো গার্ল, ইন্টারাপ্টেড []
ক্যাথরিন কিনার ম্যাক্সিন লুন্ড বিয়িং জন মালকভিচ
ক্যামেরন ডিয়াজ লট্টে সোয়ার্জ
ক্লোই সেভাইনি লানা টিসডেল বয়েজ ডোন্ট ক্রাই
জুলিঅ্যান মুর লিন্ডা প্যার্ট্রিজ ম্যাগনোলিয়া

২০০০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০০০
(৭ম)
জুডি ডেঞ্চ আরমান্দে ভোইজিন শকোলা []
কেট উইন্সলেট ম্যাডেলিন "ম্যাডি" লেক্লার্ক কুইলস্‌
কেট হাডসন পেনি লেন অলমোস্ট ফেমাস
জুলি ওয়াল্টার্স মিসেস উইলকিনসন বিলি এলিয়ট
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড এলাইন মিলার অলমোস্ট ফেমাস
২০০১
(৮ম)
হেলেন মিরেন মিসেস উইলসন গসফোর্ড পার্ক []
কেট ব্লানচেট কেট হুইলার ব্যান্ডিটস্‌
ক্যামেরন ডিয়াজ জুলিয়ানা "জুলি" জিয়ানি ভ্যানিলা স্কাই
জুডি ডেঞ্চ অ্যাগনিস হ্যাম দ্য শিপিং নিউজ
ডাকোটা ফ্যানিং লুসি ডসন আই অ্যাম স্যাম
২০০২
(৯ম)
ক্যাথরিন জিটা-জোন্স ভেলমা কেলি শিকাগো []
কুইন লতিফা ম্যাট্রন "মামা" মর্টন শিকাগো
ক্যাথি বেট্‌স রবার্টা হেরৎজেল অ্যাবাউট স্মিট
জুলিঅ্যান মুর লরা ব্রাউন দি আওয়ার্স
মিশেল ফাইফার ইংরিদ ম্যাগনুসেন হোয়াইট ওলেন্ডার
২০০৩
(১০ম)
রানে জেলওয়েগার রুবি থেউস কোল্ড মাউন্টেন [১০]
কেইশা ক্যাসল-হিউজ পাইক অ্যাপিরানা হোয়েল রাইডার
প্যাট্রিশিয়া ক্লার্কসন জয় বার্নস পিসেস অব এপ্রিল
মারিয়া বেলো ন্যাটালি বেলিসারিও দ্য কুলার
হলি হান্টার মেলানি ফ্রিল্যান্ড থার্টিন
২০০৪
(১১তম)
কেট ব্লানচেট ক্যাথরিন হেপবার্ন দি অ্যাভিয়েটর [১১]
ক্লোরিস লিচম্যান ইভলিন রাইট স্প্যাংলিশ
ভার্জিনিয়া ম্যাডসেন মায়া র‍্যান্ডাল সাইডওয়েজ
লরা লিনি ক্লারা ম্যাকমিলেন কিনসি
সোফি ওকোনেডো টাটিয়ানা রুসেসাবাজিনা হোটেল রুয়ান্ডা
২০০৫
(১২তম)
র‍্যাচেল ভাইস টেসা কোয়াইল দ্য কনস্ট্যান্ট গার্ডেনার [১২]
অ্যামি অ্যাডামস অ্যাশলি জনস্টেন জুনবাগ
ক্যাথরিন কিনার নেল হারপার ক্যাপোট
ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড গ্লোরি ডজ নর্থ কান্ট্রি
মিশেল উইলিয়ামস আলমা বিয়ারস ব্রোকব্যাক মাউন্টেন
২০০৬
(১৩তম)
জেনিফার হাডসন এফি হোয়াইট ড্রিমগার্লস [১৩]
আদ্রিয়ানা বারাজা আমেলিয়া হার্নান্দেজ বাবেল
অ্যাবিগেল ব্রেসলিন অলিভ হুভার লিটল মিস সানশাইন
কেট ব্লানচেট বাথশেবা "শেবা" হার্ট নোটস অন আ স্ক্যান্ডাল
রিংকু কুকুচি চিয়েকো ওয়াটায়া বাবেল
২০০৭
(১৪তম)
রুবি ডি মাহালি লুকাস আমেরিকান গ্যাংস্টার [১৪]
অ্যামি রায়ান হেলেন ম্যাকক্রিডি গন বেবি গন
কেট ব্লানচেট জুড কুইন আই এম নট দেয়ার
ক্যাথরিন কিনার ব্রায়নি টালিস ইনটু দ্য ওয়াইল্ড
টিল্ডা সুইন্টন ক্যারেন ক্রোয়ার মাইকেল ক্লেটন
২০০৮
(১৫তম)
কেট উইন্সলেট হানা স্মিৎজ প্রেসাস [১৫]
অ্যামি অ্যাডামস সিস্টার জেমস ডাউট
টারাজি পি. হেনসন কুইনি দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
পেনেলোপে ক্রুজ মারিয়া এলেনা ভিকি ক্রিশ্চিনা বার্সেলোনা
ভায়োলা ডেভিস মিসেস মিলার ডাউট
২০০৯
(১৬তম)
মোনিক ম্যারি লি জনস্টন প্রেসাস [১৬]
অ্যানা কেন্ড্রিক ন্যাটালি কিনার আপ ইন দি এয়ার
ডিয়ান ক্রুগা ব্রিজেট ফন হ্যামার্সমার্ক ইনগ্লোরিয়াস বাস্টার্ডস
পেনেলোপে ক্রুজ কার্লা অ্যালবানিজ নাইন
ভেরা ফারমিগা আলেক্স গোরান আপ ইন দি এয়ার

২০১০-এর দশক

সম্পাদনা
বছর অভিনেত্রী ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০১০
(১৭তম)
মেলিসা লিও অ্যালিস একলুন্ড-ওয়ার্ড দ্য ফাইটার [১৭]
অ্যামি অ্যাডামস শার্লিন ফ্লেমিং দ্য ফাইটার
মিলা কুনিস লিলি ব্ল্যাক সোয়ান
হেইলি স্টিনফেল্ড ম্যাটি রস ট্রু গ্রিট
হেলেনা বোনাম কার্টার কুইন এলিজাবেথ দ্য কিংস স্পিচ
২০১১
(১৮তম)
অক্টাভিয়া স্পেন্সার মিনি জ্যাকসন দ্য হেল্প [১৮]
বেরেনিস বেজো পেপি মিলার দি আর্টিস্ট
জেসিকা চ্যাস্টেইন সেলিয়া ফুটি দ্য হেল্প
মেলিসা ম্যাকার্থি মেগান প্রাইস ব্রাইড্‌সমেইডস্‌
জ্যানেট ম্যাকটির হুবার্ট পেজ আলবার্ট নবস
২০১২
(১৯তম)
অ্যান হ্যাথাওয়ে ফঁতিন লে মিজেরাবল [১৯]
নিকোল কিডম্যান শার্লট ব্লেস দ্য পেপারবয়
ম্যাগি স্মিথ মুরিয়েল ডনেলি দ্য বেস্ট এক্‌জোটিক ম্যারিগোল্ড হোটেল
স্যালি ফিল্ড ম্যারি টড লিংকন লিংকন
হেলেন হান্ট চেরিল কোহেন-গ্রিন দ্য সেশনস্‌
২০১৩
(২০তম)
লুপিটা ইয়ংও প্যাট্‌সি টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ [২০]
ওপরা উইনফ্রি গ্লোরিয়া জাইন্স দ্য বাটলার
জেনিফার লরেন্স রোজালিন রোসেনফেল্ড অ্যামেরিকান হাসল
জুলিয়া রবার্টস বারবারা ওয়েস্টন-ফোর্ডহ্যাম অগাস্ট: ওসেজ কাউন্টি
জুন স্কুইব কেট গ্রান্ট নেব্রাস্কা
২০১৪
(২১তম)
প্যাট্রিসিয়া আর্কেট অলিভিয়া ইভানস বয়হুড [২১]
এমা স্টোন স্যাম থমসন বার্ডম্যান অর (দ্য আনেক্সপেক্টেড ভার্চ্যু অফ ইগনোরেন্স)
কিরা নাইটলি জোন ক্লার্ক দ্য ইমিটেশন গেম
নাওমি ওয়াটস ডাকা পারামোভা সেন্ট ভিনসেন্ট
মেরিল স্ট্রিপ ডাইনি ইনটু দ্য উডস্‌
২০১৫
(২২তম)
আলিসিয়া ভিকান্দার গার্ডা ওয়েগনার দ্য ডেনিশ গার্ল [২২]
কেট উইন্সলেট জোয়ানা হফম্যান স্টিভ জবস
রুনি মেয়ারা থেরেসা বেলিভেট ক্যারল
র‍্যাচেল ম্যাক্‌অ্যাডামস সাশা ফাইফার স্পটলাইট
হেলেন মিরেন হেডা হুপার ট্রাম্বো
২০১৬
(২৩তম)
ভায়োলা ডেভিস রোজ ম্যাক্সসন ফেন্সেস [২৩]
অক্টাভিয়া স্পেন্সার ডরোথি ভন হিডেন ফিগারস্‌
নাওমি হ্যারিস পলা মুনলাইট
নিকোল কিডম্যান সু ব্রায়ার্লি লায়ন
মিশেল উইলিয়ামস র‍্যান্ডি চ্যান্ডলার ম্যানচেস্টার বাই দ্য সী
২০১৭
(২৪তম)
অ্যালিসন জ্যানি লাভোনা গোল্ডেন আই, টনিয়া [২৪]
ম্যারি জে. ব্লিজ ফ্লোরেন্স জ্যাকসন মাডবাউন্ড
লরি মেটিকাফ মারিওন ম্যাকফার্সন লেডি বার্ড
হলি হান্টার বেথ গার্ডনার দ্য বিগ সিক
হং চাউ গক লান ত্রান ডাউনসাইজিং
২০১৮
(২৫তম)
এমিলি ব্লান্ট ইভলিন অ্যাবট আ কোয়ায়েট প্লেস [২৫]
অ্যামি অ্যাডামস লিন চেনি ভাইস
এমা স্টোন অ্যাবিগেল ম্যাশাম দ্য ফেভারিট
মার্গো রবি রানী প্রথম এলিজাবেথ ম্যারি কুইব অব স্কটস
র‍্যাচেল ভাইস সারা চার্চিল দ্য ফেভারিট
২০১৯
(২৬তম)
লরা ডার্ন নোরা ফ্যানশ ম্যারিজ স্টোরি [২৬]
জেনিফার লোপেজ রামোনা ভেগা হাসলার্স
নিকোল কিডম্যান গ্রেচেন কার্লসন বোম্বশেল
মার্গো রবি কায়লা পস্পিসিল
স্কার্লেট জোহ্যানসন রোজি বেৎজলার জোজো র‍্যাবিট

একাধিক বিজয় ও মনোনয়ন

সম্পাদনা

একাধিক বিজয়

সম্পাদনা
২ বার

একাধিক মনোনয়ন

সম্পাদনা
৪ বার
৩ বার

বয়স পরিসংখ্যান

সম্পাদনা
বিভাগ অভিনেত্রী চলচ্চিত্র বয়স (বছর)
বয়োজ্যেষ্ঠ বিজয়ী গ্লোরিয়া স্টুয়ার্ট টাইটানিক ৮৭ (১৯৯৮)
বয়োজ্যেষ্ঠ বিজয়ী গ্লোরিয়া স্টুয়ার্ট টাইটানিক ৮৭ (১৯৯৮)
বয়োকনিষ্ঠ বিজয়ী কেট উইন্সলেট সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ২০ (১৯৯৬)
বয়োকনিষ্ঠ মনোনীত ডাকোটা ফ্যানিং আই অ্যাম স্যাম ৭ (২০০২)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Inaugural Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  2. "The 2nd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  3. "The 3rd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  4. "The 4th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  5. "The 5th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  6. "The 6th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  7. "The 7th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  8. "The 8th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  9. "The 9th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  10. "The 10th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  11. "The 11th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  12. "The 12th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  13. "The 13th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  14. "The 14th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  15. "The 15th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  16. "The 16th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  17. "The 17th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  18. "The 18th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  19. "The 19th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  20. "The 20th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  21. "The 21th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  22. "The 22th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. "The 23th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  24. "The 24th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  25. "The 25th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯ 
  26. "The 26th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা