ডেভাইন জয় র‍্যান্ডলফ

ডেভাইন জয় র‍্যান্ডলফ (/dˈvn/;[১][২] জন্ম: ২১ মে ১৯৮৬) একজন মার্কিন অভিনেত্রী। তিনি ব্রডওয়ে মঞ্চে গৌস্ট (২০১২) নাটকে ওডা মে ব্রাউনের বোনের চরিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। র‍্যান্ডলফ এরপর দি অ্যাংরিয়েস্ট ম্যান ইন ব্রুকলিন (২০১৪) ও অফিস ক্রিসমাস পার্টি (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন এবং ডোলামাইট ইজ মাই নেম (২০১৯) ও দ্য ইউনাইটেড স্টেটস ভার্সাস বিলি হলিডে (২০২০) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। দ্য হোল্ডওভারস (২০২৩)-এ তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, ও বাফটা পুরস্কার অর্জন করেন।

ডেভাইন জয় র‍্যান্ডলফ
ইংরেজি: Da'Vine Joy Randolph
২০২৪ সালে র‍্যান্ডলফ
জন্ম (1986-05-21) ২১ মে ১৯৮৬ (বয়স ৩৭)
শিক্ষাটেম্পল বিশ্ববিদ্যালয় (বিএ)
ইয়েল বিশ্ববিদ্যালয় (এমএফএ)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১০-বর্তমান

টেলিভিশনে তিনি সেলফি (২০১৪), দিস ইজ আস (২০১৬), পিপল অব আর্থ (২০১৬-২০১৭), এম্পায়ার (২০১৭-২০১৮), হাই ফিডেলিটি (২০২০), অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং (২০২১-বর্তমান), ও দি আইডল (২০২৩)-এ অভিনয় করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ডেভাইল জয় র‍্যান্ডলফ ১৯৮৬ সালের ২১শে মে জন্মগ্রহণ করেন। তার পিতামাতার সন্তান নিতে সাত বছর লেগে যায়, যার জন্য তারা বলেন তিনি ছিলেন ডিভাইন জয় (ইংরেজি: Divine joy, অনুবাদ'স্বর্গীয় সুখ')। র‍্যান্ডলফের শৈশব কাটে ফিলাডেলফিয়ার নিকটবর্তী মাউন্ট এয়ারি ও পেনসিলভেনিয়ার হার্শি শহরে।[৩] কৈশোরে তিনি ইন্টারলোচেন আর্টস ক্যাম্পে মঞ্চনাটক নিয়ে পড়াশোনা করেন।[৪] তিনি ধ্রুপদী কণ্ঠাভিনয় ও গীতিনাট্য নিয়ে পড়াশোনা করার লক্ষ্যে টেম্পল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন,[৫][৬] কিন্তু প্রথম বছরেই তিনি এর পরিবর্তে সঙ্গীতধর্মী মঞ্চনাটকে মনোযোগ দেওয়া শুরু করেন।[৭] টেম্পল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি ইয়েল স্কুল অব ড্রামায় ভর্তি হন। তিনি ২০১১ সালে ইয়েল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৮] তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শেকসপিয়ার নিয়ে পড়াশোনা করেন[৯][১০] এবং তিনি ব্রিটিশ আমেরিকান ড্রামা অ্যাকাডেমির (বাডা) প্রাক্তন শিক্ষার্থী।[১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Get Ready with Da'Vine Joy Randolph At Cannes | The Idol"। ম্যাক্স। জুন ৫, ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৪ 
  2. "The Lost City's' Da'Vine Joy Randolph Trusts Manifestation | On The Rise"হার্পার্স বাজার। এপ্রিল ২২, ২০২২। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৪ 
  3. ফিওরিল্লো, ভিক্টর (২০২৪-০৩-০৬)। "Da'Vine Joy Randolph's Wild Ride from Mt. Airy to the Oscars"ফিলাডেলফিয়া ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  4. "Halloween in Hollywood"ইন্টারলোচেন সেন্টার ফর দি আর্টস। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  5. সাইমন, আলেকজান্ড্রা (৮ জানুয়ারি ২০২৪)। "Temple grad Da'Vine Joy Randolph wins Golden Globe for role in "The Holdovers""সিবিএস নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  6. কার্টাগেনা, রোজা (২০ ডিসেম্বর ২০২৩)। "Oscar front-runner Da'Vine Joy Randolph has never had a bad meal in Philly"দ্য ফিলাডেলফিয়া ইনকোয়েরার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  7. "Da'Vine Joy Randolph is the Oscar-worthy heart of 'Holdovers': 'I'm just getting started'"ইউএসএ টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  8. "Da'Vine Joy Randolph on 'The Lost City' and Learning from Sandra Bullock"ডাব্লিউ ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  9. ভন ডোবেনেক, মনিকা (১৬ এপ্রিল ২০১২)। "Hershey woman lands a leading role in 'Ghost the Musical' on Broadway"পেনলাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬ 
  10. হ্যামন্ড, পিট (১৫ ফেব্রুয়ারি ২০২৪)। "Oscar Nominee Da'Vine Joy Randolph On Sweeping Up Awards Season, How 'Dolemite' Led To 'Holdovers' & Opera Led To Acting – The Actor's Side"ডেডলাইন হলিউড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 
  11. "Da'Vine Joy Randolph (MIO '09) wins Supporting Actress BAFTA – BADA"বাডা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা