বোম্বশেল (২০১৯-এর চলচ্চিত্র)

বোম্বশেল (ইংরেজি: Bombshell) হল জে রোচ পরিচালিত মার্কিন জীবনীমূলক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন চার্লস র‍্যান্ডলফ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন শার্লিজ থেরন, নিকোল কিডম্যানমার্গো রবি, এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন জন লিটগো, কেট ম্যাকিনন, কনি ব্রিটন, ম্যালকম ম্যাকডাওয়েলঅ্যালিসন জ্যানি। এতে ফক্স নিউজের একজন নারী কর্মী কর্তৃক এর প্রধান নির্বাহী কর্মকর্তা রজার এইলসের যৌন নিপীড়নের গল্প তুলে ধরা হয়েছে।

বোম্বশেল
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Bombshell
পরিচালকজে রোচ
প্রযোজক
  • অ্যারন এল. গিলবার্ট
  • জে রোচ
  • রবার্ট গ্রাফ
  • মিশেল গ্রাহাম
  • চার্লস র‍্যান্ডলফ
  • মার্গারেট রাইলি
  • শার্লিজ থেরন
  • এজে ডিক্স
  • বেথ কোনো
রচয়িতাচার্লস র‍্যান্ডলফ
শ্রেষ্ঠাংশে
সুরকারথিওডোর শাপিরো
চিত্রগ্রাহকব্যারি অ্যাকরয়েড
সম্পাদকজন পোল
পরিবেশকলায়ন্সগেট
মুক্তি
  • ১৩ ডিসেম্বর ২০১৯ (2019-12-13) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১০৮ মিনিট[]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩২ মিলিয়ন[]
আয়$৪৭.৫ মিলিয়ন[][]

চলচ্চিত্রটির নির্মাণের ঘোষণা দেওয়া হয় এইলসের মৃত্যুর পর ২০১৭ সালের মে মাসে এবং পরের বছর রোচকে পরিচালক হিসেবে চূড়ান্ত করা হয়। চলচ্চিত্রের চিত্রায়ন শুরু হয় ২০১৮ সালের অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলেসে। এটি ২০১৯ সালের ১৩ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে মুক্তি পায় এবং পরে লায়ন্সগেট ফিল্মসের পরিবেশনায় বৃহৎ পরিসরে মুক্তি পায়।

বোম্বশেল চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা অর্জন করে, এবং সমালোচকগণ অভিনয়শিল্পীদের (থেরন, কিডম্যান, রবি ও লিটগো) অভিনয় এবং রূপসজ্জা ও চুলবিন্যাসের প্রশংশা করেন, কিন্তু কয়েকজন এর চিত্রনাট্য ও ভুলের সমালোচনা করেন। চলচ্চিত্রটি ৯২তম একাডেমি পুরস্কারে তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ রূপসজ্জা ও চুলবিন্যাস বিভাগে পুরস্কৃত হয়।[] এছাড়া চলচ্চিত্রটি ৭৭তম গোল্ডেন গ্লোব পুরস্কারে দুটি বিভাগে;[] ২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে তিনটি বিভাগে; এবং ৭৩তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে মনোনয়ন লাভ করে।

কুশীলব

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bombshell"লায়ন্সগেট। অক্টোবর ১২, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০ 
  2. কিগান, রেবেকা (ডিসেম্বর ৫, ২০১৯)। "Making of 'Bombshell': How Charlize Theron, Nicole Kidman and Margot Robbie Re-Created the "Pervasive Paranoia" of Roger Ailes's Fox News"দ্য হলিউড রিপোর্টার। ডিসেম্বর ৮, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Bombshell"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Bombshell (2019) - Financial Information"দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "একনজরে অস্কারের বিজয়ী তালিকা"দৈনিক ভোরের কাগজ। ১১ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "'গোল্ডেন গ্লোব'-এর মনোনয়ন"দৈনিক সমকাল। ১১ ডিসেম্বর ২০১৯। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা