অ্যানা কেন্ড্রিক (ইংরেজি: Anna Kendrick) (জন্ম: ৯ আগস্ট ১৯৮৫)[১] একজন মার্কিন গায়িকা এবং অভিনেত্রী। ২০০৯ সালে অ্যানা কেন্ড্রিক "আপ ইন দি এয়ার" চলচ্চিত্রে অভিনয় করার পর আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এই চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসাবে অভিনয়ের জন্য কেন্ড্রিক একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, বাফটা পুরস্কার, এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

অ্যানা কেন্ড্রিক
২০১৪ সালে গ্যেফ্যেন ফাণ্ডরেইসার অনুষ্ঠানে
জন্ম (1985-08-09) ৯ আগস্ট ১৯৮৫ (বয়স ৩৮)
পোর্টল্যান্ড, মেইন, যুক্তরাষ্ট্র.
পেশাঅভিনেতা, গায়িকা
কর্মজীবন১৯৯৮–বর্তমান

প্রাথমিক জীবন সম্পাদনা

কেন্ড্রিক ১৯৮৫ সালের ৯ আগস্ট মেইন রাজ্যের পোর্টল্যান্ড শহরে জন্মগ্রহণ করেছেন। তার মা, জেনিস (জন্মনাম কোক), একজন হিসাবরক্ষক এবং তার বাবা, কে. কেন্ড্রিক একজন ইতিহাসের শিক্ষক।[২] তার নানা নানীর নাম রনালদ এবং রুথ (নী স্মল) কোক (১৯১৮-২০১১)।[৩][৪] তার বড় ভাই, মাইকেল কোক কেন্ড্রিক, একজন অভিনেতা। লুকিং ফর অ্যান ইকো চলচ্চিত্রে তার ভাইকে দেখা গিয়েছে। কেন্ড্রিক পোর্টল্যান্ড শহরে ডিরিং হাই স্কুলে পড়াশুনা করেছেন।[৫]

কর্মজীবন সম্পাদনা

১৯৯৮-২০০৭: মঞ্চনাটক ও চলচ্চিত্রে অভিষেক সম্পাদনা

কেন্দ্রিক শিশুশিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নিউ ইয়র্ক সিটি থিয়েটারের একটি মঞ্চনাটকের জন্য অডিশন দেন। ১২ বছর বয়সে তিনি ১৯৯৮ সালের ব্রডওয়ে থিয়েটারের সঙ্গীতধর্মী হাই সোসাইটি" মঞ্চনাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তিনি দিনাহ লর্ড চরিত্রে তার অভিনয়ের জন্য থিয়েটার ওয়ার্ল্ড পুরস্কার লাভ করেন, পাশাপাশি সঙ্গীতধর্মী নাটকের অভিনেত্রী হিসেবে ড্রামা ডেস্ক পুরস্কার এবং টনি পুরস্কার এর মনোনয়ন লাভ করেন।[৬] ২০০৩ সালে তিনি স্টিভেন সান্ডহাইম নির্দেশিত নিউইয়র্ক সিটি অপেরার সঙ্গীতধর্মী আ লিটল নাইট মিউজিক মঞ্চনাটকে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন।

কেন্ড্রিক সঙ্গীতধর্মী-হাস্যরসাত্মক ক্যাম্প দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।[৭] ফ্রিটজি ওয়াগনার চরিত্রে তার অভিনয় সেরা নবাগত অভিনেত্রীর জন্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারের মনোনয়ন লাভ করে। পরে তিনি ২০০৭ সালে রকেট সায়েন্স ছবিতে একজন উচ্চাভিলাষী স্কুলে পড়ুয়া বিতর্ককারী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

২০০৮-২০১১: টোয়ালাইট ও আপ ইন দি এয়ার সম্পাদনা

কেন্ড্রিক ২০০৮ সালে স্টেফিনি মেয়েরের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ফ্যান্টাসি রোম্যান্স টোয়ালাইটের জন্য খ্যাতি অর্জন করেন। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে ওঠে। কেন্ড্রিক ছবিটির কেন্দ্রীয় চরিত্র বেলা সোয়ানের কাছের বন্ধু জেসিকা স্ট্যানলি চরিত্রে অভিনয় করেন। ২০০৯ সালে তিনি কমেডি দ্য মার্ক পেজ এক্সপেরিয়েন্স ছবিতে অভিনয় করেন।অপরাধ থ্রিলারধর্মী এই ছবিতে তিনি প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এবং দ্য টোয়ালাইট সাগা: নিউ মুন ছবিতে পুনরায় জেসিকা স্ট্যানলি চরিত্রে অভিনয় করেন।[৮]

এরপর তিনি জেসন রেইটম্যানের পরিচালনায় জর্জ ক্লুনির সাথে আপ ইন দি এয়ার (২০০৯) ছবিতে অভিনয় করেন। সমালোচকেরা একজন উচ্চাভিলাষী কলেজ স্নাতক চরিত্রে তার অভিনয়ের প্রশংসা করে। তাদের ভাষ্যমতে তার চরিত্রটি ছিল "মজার এবং স্পর্শকাতর"[৯] এবং বলেন "তিনি যে সকল দৃশ্যে ছিলেন তা ঠিকভাবেই করেছেন।"[১০] এই ছবিতে অভিনয়ের জন্য তিনি একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার এবং বাফটা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনীত হন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্রের নাম টীকা
২০০৩ ক্যাম্প ফ্রিটজি ওয়াগনার
২০০৭ রকেট সায়েন্স জিনি রয়েরসন
২০০৮ টোয়াইলাইট জেসিকা স্ট্যানলি
২০০৯ এলসহোয়ের সারাহ
দ্যা মার্ক পিস এক্সপেরিয়েন্স মেগ ব্রিকম্যান
দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুন জেসিকা স্ট্যানলি
আপ ইন দি এয়ার ন্যাটেলি কিনার
২০১০ স্কট পিলগ্রিম ভার্সাস দ্য ওয়ার্ল্ড স্টেসি পিলগ্রিম
টোয়াইলাইট সাগা: একলিপ্স জেসিকা স্ট্যানলি
২০১১ ৫০/৫০ ক্যাথেরিন ম্যাকায়
দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন - পার্ট ১ জেসিকা স্ট্যানলি
২০১২ দ্য কম্পানি ইউ কিপ ডায়ানা
এন্ড অফ ওয়াচ জ্যানেট টেইলর
পারানরম্যান কোর্টনি ব্যাবক (কণ্ঠ)
পীচ পারফেক্ট বেকা মিশেল
হোয়াট টু এক্সপেক্ট হোয়েন ইউ আর এক্সপেক্টিং রোজি ব্রেনান
২০১৩ ড্রিঙ্কিং বাডিস জিল
র‍্যাপচার-পালুজা লিন্ডসি লুইস
২০১৪ কেক নিনা কলিন্স
হ্যাপি ক্রিস্টমাস জেনি
ইনটু দ্য উডস সিন্ডারেলা
দ্য ল্যাস্ট ফাইভ ইয়ার্স ক্যাথি হিয়াট
লাইফ আফটার বেথ এরিকা ওয়েক্সলার
দ্যা ভয়েস লিসা
২০১৫ ডিগিং ফর ফায়ার অ্যালিসিয়া
মিস্টার রাইট মারথা ম্যাকায়
পিচ পারফেক্ট ২ বেকা মিশেল
২০১৬ দ্য অ্যাকাউন্ট্যান্ট ড্যানা কামিংস
গেট আ জব জিলিয়ান স্টুয়ার্ট
দ্যা হলারস রেবেকা
মাইক এন্ড ডেভ নিড ওয়েডিং ডেটস অ্যালিস
ট্রলস পপি (কণ্ঠ)
২০১৭ পিচ পারফেক্ট ৩ বেকা মিশেল
টেবল ১৯ এলোইস ম্যাকগ্যারি
২০১৮ এ সিম্পল ফেভর স্টেফানি স্মাদার্স
২০১৯ দ্য ডে শ্যাল কাম কেন্ড্রা গ্ল্যাক
নোয়েল নোয়েল ক্রিঙ্গল
২০২০ ট্রলস ওয়ার্ল্ড ট্যুর পপি (কণ্ঠ) [১১]
২০২১ স্টোয়াওয়ে জো লেভেনসন [১২]
অঘোষিত আনসাউন্ড [১৩]

টেলিভিশন সম্পাদনা

বছর শিরোনাম চরিত্রের নাম টীকা
২০০৭ ভিভা লাফ্লিন হলি পর্ব: "হোয়াট এ হোয়েল ওয়ান্টস"
২০০৯ ফিয়ার ইটসেলফ শেলবি জনসন পর্ব: "দ্যা স্পিরিট বক্স"
২০১২ ফ্যামিলি গাই নোরা (কণ্ঠ) পর্ব: "ইন্টারনাল অ্যাফেয়ার্স"
২০১৩ কমেডি ব্যাং! ব্যাং! নিজ চরিত্র পর্ব: "আনা কেন্ড্রিক ওয়েয়ার্স এ প্যাটার্ন্ড ব্লাউস এন্ড বারগান্ডি প্যান্টস"
২০১৪ স্ট্যারডে নাইট লাইভ। নিজ চরিত্র (হোস্ট) পর্ব : "অ্যানা কেন্ড্রিক/পাহ্রেল উইলিয়ামস"[১৪]
২০১৫ লিপ সিঙ্ক ব্যাটেল নিজ চরিত্র পর্ব: "অ্যানা কেন্ড্রিক ভার্সাস জন ক্র্যাসিনস্কি"
২০১৭ লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার ন্যান ব্রিটন পর্ব: "সিনক্লেয়ার ব্রডকাস্ট গ্রুপ" (সেগমেন্ট: "হার্ডিং")
ট্রলস হলিডে পপি (কণ্ঠ) টেলিভিশন বিশেষ
২০১৯ হিউম্যান ডিসকভারিস জেন (কণ্ঠ) প্রধান চরিত্র; এবং কার্যনির্বাহী প্রযোজক[১৫]
২০২০ ডাউন টু আর্থ উইথ জ্যাক এফ্রন নিজ চরিত্র পর্ব: "ফ্রান্স"
ডামি কোডি হেলার প্রধান চরিত্র; এবং কার্যনির্বাহী প্রযোজক[১৬]
লাভ লাইফ ডার্বি কার্টার প্রধান চরিত্র; এবং কার্যনির্বাহী প্রযোজক

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rahman, Ray (আগস্ট ৯, ২০১৩)। "Monitor"এন্টারটেইনমেন্ট উইকলি (1271)। পৃষ্ঠা 22। অক্টোবর ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৫, ২০১৫ 
  2. "Classic-era Hollywood has always been Anna Kendrick's inspiration"The Sydney Morning Herald। অক্টোবর ২১, ২০১২। সংগ্রহের তারিখ জুন ১০, ২০১৩ 
  3. "Ruth (Small) Cooke Obituary"প্রেস হেরাল্ড। ৩১ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭ 
  4. Hughes, Jason (সেপ্টেম্বর ২০, ২০১১)। "Anna Kendrick Talks About an Awkward Compliment, on 'Chelsea Lately' (VIDEO)"। অক্টোবর ৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১০, ২০১৩ 
  5. Pacheco, Patrick। "Portland Native Anna Kendrick Charms Hollywood"। নভেম্বর ১৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৫, ২০১৩ 
  6. Erbland, Kate (১১ ফেব্রুয়ারি ২০১৫)। "8 Great Anna Kendrick Musical Performances (That Aren't "Cups")"ভ্যানিটি ফেয়ার। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭ 
  7. "Anna Kendrick Writes About Her Film Debut 'Camp' In Her Autobiography"সামার ক্যাম্প কালচার। ২৯ জানুয়ারি ২০১৭। ১৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭ 
  8. "'Twilight' star Anna Kendrick talks '50/50,' and Rob and Kristen"এন্টারটেইনমেন্ট উইকলি। ২৯ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭ 
  9. Lumenick, Lou (৪ ডিসেম্বর ২০০৯)। "Top flight!"নিউ ইয়র্ক পোস্ট। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭ 
  10. Dargis, Manhola (৩ ডিসেম্বর ২০০৯)। "Neither Here Nor There"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৭ 
  11. Hammond, Pete (২০২০-০৪-১০)। "'Trolls World Tour' Review: Justin Timberlake & Anna Kendrick Return With Harmonic, Fun, Colorful And Bouncy Musical Sequel"Deadline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪ 
  12. "First look: Anna Kendrick and Toni Collette on going to space in Netflix's 'Stowaway'"EW.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪ 
  13. McNary, Dave (২০১৯-০৮-২৯)। "Anna Kendrick to Star in Crime Thriller 'Unsound'"Variety (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৪ 
  14. "Pharrell, Seth Rogen, Anna Kendrick Coming to SNL – Time"Time 
  15. McCarter, Reid। "Watch prehistoric Anna Kendrick and Zac Efron discover booze, fire, and misogyny in Human Discoveries trailer"AV Club। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০১৯ 
  16. Petski, Denise। "Meredith Hagner Joins Anna Kendrick & Donal Logue In Quibi Comedy 'Dummy'"Deadline। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা