স্টকার্ড চ্যানিং

মার্কিন অভিনেত্রী

স্টকার্ড চ্যানিং (ইংরেজি: Stockard Channing; জন্ম: সুজান অ্যান্টোনিয়া উইলিয়ামস স্টকার্ড, ১৩ ফেব্রুয়ারি ১৯৪৪)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি গ্রিজ (১৯৭৮) চলচ্চিত্রে বেটি রিজ্জো এবং এনবিসি টেলিভিশনের ধারাবাহিক দ্য ওয়েস্ট উইং (১৯৯৯-২০০৬)-এ লেডি অ্যাবি বার্টলেট চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।[] তিনি সিক্স ডিগ্রিজ অব সেপারেশন-এর মঞ্চ ও চলচ্চিত্র সংস্করণে ওইসা কিট্রেজ চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন।

স্টকার্ড চ্যানিং
Stockard Channing
১৯৮৪ সালে চ্যানিং
জন্ম
সুজান অ্যান্টোনিয়া উইলিয়ামস স্টকার্ড

(1944-02-13) ১৩ ফেব্রুয়ারি ১৯৪৪ (বয়স ৮০)
মাতৃশিক্ষায়তনর‍্যাডক্লিফ কলেজ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬৯-বর্তমান
দাম্পত্য সঙ্গীওয়াল্টার চ্যানিং
(বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৬৭)

পল স্মিট
(বি. ১৯৭০; বিচ্ছেদ. ১৯৭৬)

ডেভিড ডেবিন
(বি. ১৯৭৬; বিচ্ছেদ. ১৯৮০)

ডেভিড রল
(বি. ১৯৮০; বিচ্ছেদ. ১৯৮৮)

তিনি ১৩ বার প্রাইমটাইম এমি পুরস্কার ও সাতবার টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৮৫ সালে ব্রডওয়ে মঞ্চে আ ডে ইন দ্য ডেথ অব জো এগ নাটকে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং দ্য ওয়েস্ট উইংদ্য ম্যাথু শেপার্ড স্টোরি-এ অভিনয়ের জন্য ২০০২ সালে দুটি প্রাইমটাইম এমি অর্জন করেন। এছাড়া তিনি ২০০৪ সালে জ্যাক ধারাবাহিকে অভিনয় করে একটি ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

চ্যানিং ১৯৪৪ সালের ১৩ই ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। তার মাতা ম্যারি অ্যালিস (জন্মনাম: ইংলিশ; ১৯১০-২০০৭) ব্রুকলিনে আইরিশ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[] তার পিতা লেস্টার ন্যাপিয়ার স্টকার্ড (মৃ. ১৯৬০) শিপিং ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। তার বোন লেসলি স্টকার্ড স্মিথ ফ্লোরিডার পাম বিচের সাবেক নগরপ্রধান ছিলেন।[] চ্যানিং আপার ইস্ট সাইডে বেড়ে ওঠেন।[] তিনি নিউ ইয়র্ক সিটির এইচবি স্টুডিও থেকে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Stockard Channing"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Stockard Channing on 'Grease,' 'The West Wing,' and Her New Play"ভ্যারাইটি। ৩০ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Philanthropist Mary Alice Fortin dies in Florida"। দি অ্যাসোসিয়েটেড প্রেস। ১৬ মার্চ ২০০৭। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. ডোনেলি, শ্যানন (১৪ মার্চ ২০১১)। "Lesly Smith gets Alexis de Tocqueville Society's Distinguished Citizen Award"। পাম বিচ ডেইলি নিউজ। ফেব্রুয়ারি ১২, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. "Stockard Channing takes wing"। Joshlyman.com। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. "HB Studio Alumni"এইচবি স্টুডিও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা