দ্য কিংস স্পিচ

ব্রিটিশ ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র

দ্য কিংস স্পিচ (ইংরেজি: The King's Speech) হল টম হুপার পরিচালিত ২০১০ সালের ব্রিটিশ ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন ডেভিড সেইডলার। কলিন ফার্থ রাজা ষষ্ঠ জর্জ চরিত্রে অভিনয় করেন, যিনি অচিরেই রাজা হবেন কিন্তু তার তোতলানোর স্বভাব রয়েছে। জেফ্রি রাশ তার চিকিৎসক অস্ট্রেলীয় ভাষা থেয়ারাপিস্ট লিওনেল লগের চরিত্রে অভিনয় করেন। তারা দুজনে ভালো বন্ধু হয়ে ওঠেন এবং জর্জের ভাই রাজসিংহাসন ত্যাগ করার পর তিনি ১৯৩৯ সালে জার্মানিতে ব্রিটেনের ঘোষণা বিষয়ক তার প্রথম যুদ্ধকালীন বেতার সম্প্রচারের জন্য লগের উপর নির্ভরশীল হন।

দ্য কিংস স্পিচ
The King's Speech
পরিচালকটম হুপার
প্রযোজক
  • ইয়ান ক্যানিং
  • এমিল শেরমান
  • গেরেথ আনউইন
রচয়িতাডেভিড সেইডলার
শ্রেষ্ঠাংশে
সুরকারআলেকসঁদ্র দেসপ্লা
চিত্রগ্রাহকড্যানি কোহেন
সম্পাদকতারিক আনোয়ার
প্রযোজনা
কোম্পানি
ইউকে ফিল্ম কাউন্সিল
মোমেন্টাম পিকচার্স
এইজিস ফিল্ম ফান্ড
মোলিনার, লন্ডন
ফিল্মনেশন এন্টারটেইনমেন্ট
সি-স ফিল্মস
বেডলাম প্রডাকশন্স
পরিবেশকমোমেন্টাম পিকচার্স
মুক্তি
  • ৬ সেপ্টেম্বর ২০১০ (2010-09-06) (টেল্লুরিড)
  • ৭ জানুয়ারি ২০১১ (2011-01-07) (যুক্তরাজ্য)
স্থিতিকাল১১৯ মিনিট[১]
দেশযুক্তরাজ্য[২]
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৫ মিলিয়ন
আয়$৪১৪.২ মিলিয়ন[৩]

চলচ্চিত্রটি ২০১১ সালের ৭ই জানুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পায় এবং বক্স অফিস ও সমালোচনামূলকভাবে সফলতা অর্জন করে। ১৫ মিলিয়ন মার্কিন ডলারের নির্মিত চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৪১৪.২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার সহ[৪] একাধিক পুরস্কার ও মনোনয়ন লাভ করে, বিশেষ করে ফার্থ তার অভিনয়ের জন্য।

কুশীলব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The King's Speech rated 12A by the BBFC"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮ 
  2. স্মিথ, নিল (২৮ ফেব্রুয়ারি ২০১১)। "Film Council basks in regal glory"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮ 
  3. "The King's Speech (2010) - Box Office Mojo"বক্স অফিস মোজো (ইংরেজি ভাষায়)। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮ 
  4. "King's Speech crowned at Oscars"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা