দি আর্টিস্ট (চলচ্চিত্র)
দি আর্টিস্ট হল ২০১১ সালের ফরাসি হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র। ছবিটি সাদাকালো নির্বাক চলচ্চিত্র নির্মাণ রীতিতে নির্মিত হয়েছে।[৩] থমাস ল্যাংম্যান প্রযোজিত চলচ্চিত্রটি রচনা, পরিচালনা ও সহ-সম্পাদনা করেন মিশেল আজানাভিস্যুস এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জঁ দ্যুজার্দাঁ ও বেরেনিস বেয়ো।[৪] ১৯২৭ থেকে ১৯৩২ সালের মধ্যকার সময়ে হলিউডের পটভূমিতে নির্মিত ছবিটিতে বয়স্ক নির্বাক চলচ্চিত্রের তারকা ও একজন উঠতি অভিনেত্রীর মধ্যকার সম্পর্ক চিত্রিত হয়েছে, যারা সবাক চলচ্চিত্রের আগমনে তাদের কর্মে সেকেলে হয়ে পড়ে।
দি আর্টিস্ট | |
---|---|
The Artist | |
পরিচালক | মিশেল আজানাভিস্যুস |
প্রযোজক | থমাস ল্যাংম্যান |
রচয়িতা | মিশেল আজানাভিস্যুস |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | লুদভিস বোর্স |
চিত্রগ্রাহক | গুইয়াম শিফম্যান |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | ওয়ার্নার ব্রস. (ফ্রান্স) |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০০ মিনিট[১] |
দেশ | ফ্রান্স |
ভাষা | নির্বাক ইংরেজি আন্তঃভাষ্য |
নির্মাণব্যয় | $১৫ মিলিয়ন[২] |
আয় | $১৩৩.৪ মিলিয়ন[২] |
কুশীলব
সম্পাদনা- জঁ দ্যুজার্দাঁ - জর্জ ভ্যালেন্টিন
- বেরেনিস বেয়ো - পেপি মিলার
- উগি - কুকুর জ্যাক
- জন গুডম্যান - আল জিমার
- জেমস ক্রমওয়েল - ক্লিফটন
- মিসি পাইল - কনস্ট্যান্স
- পেনেলোপে অ্যান মিলার - ডরিস ভ্যালেন্টিন
- ম্যালকম ম্যাকডোয়েল - ভৃত্য
- বিৎসি তুলশ - নর্মা
সঙ্গীত
সম্পাদনাদি আর্টিস্ট চলচ্চিত্রের সঙ্গীত | |
---|---|
লুদভিস বোর্স কর্তৃক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১০ অক্টোবর ২০১১ |
শব্দধারণের সময় | ২০১১ |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
দৈর্ঘ্য | ৭৭:৩৯ |
সঙ্গীত প্রকাশনী | সনি ক্লাসিক্যাল রেকর্ডস |
পেশাদারী মূল্যায়ন | |
---|---|
পর্যালোচনা স্কোর | |
উৎস | মূল্যায়ন |
ফিল্মট্র্যাক | |
মুভি মিউজিক ইউকে | |
স্ক্রিন ইনভেশন | |
স্ট্যাটিক মাস এম্পোরিয়াম |
চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লুদভিস বোর্স। একটি গানের সুর করেন আলবার্তো জিনাস্তেরা।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "দি আর্টিস্ট ওভার্চার" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ১:০২ | |
২. | "নাইনটিন টুয়েন্টি সেভেন: আ রাশিয়ান অ্যাফেয়ার" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ৩:৩৬ | |
৩. | "জর্জ ভ্যালেন্টিন" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ৫:৩৫ | |
৪. | "প্রিটি পেপি" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ২:৩২ | |
৫. | "অ্যাট দ্য কিনোগ্রাফ স্টুডিওজ" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ১:৩৭ | |
৬. | "ফান্তাইসি দিয়ামোর" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ৩:০৯ | |
৭. | "ভালৎজ ফর পেপি" | লুদভিস বোর্স | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ৩:২২ | |
৮. | "এস্তানসিয়া ওপ. এইট মুভমেন্ট টু" | আলবার্তো জিনাস্তেরা | আলবার্তো জিনাস্তেরা | আর্নস্ট ফান টিয়েল ও ব্রাসেলস ফিলহার্মোনিক | ৩:৪০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Artist (PG)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২০ অক্টোবর ২০১১। ২৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮।
- ↑ ক খ "The Artist (2011)"। বক্স অফিস মোজো। আইএমডিবি। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮।
- ↑ "'The Artist' is artful in the way it wins you over – 3 1/2 stars"। শিকাগো ট্রিবিউন। ২৩ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮।
- ↑ Smith, Ian Hayden (২০১২)। International Film Guide 2012। পৃষ্ঠা 117। আইএসবিএন 978-1908215017।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে দি আর্টিস্ট (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দি আর্টিস্ট (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে দি আর্টিস্ট (ইংরেজি)
- মেটাক্রিটিকে দি আর্টিস্ট (ইংরেজি)
- রটেন টম্যাটোসে দি আর্টিস্ট (ইংরেজি)