শিকাগো (২০০২-এর চলচ্চিত্র)
শিকাগো হল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন সঙ্গীতধর্মী অপরাধমূলক হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। এটি একই নামের গীতিনাট্য থেকে নির্মিত, যার মূল বিষয়বস্তু হল জ্যাজ যুগে তারকা, কেলেঙ্কারি, ও দুর্নীতি।[৩] ছবিটি পরিচালনা ও এর নৃত্য পরিচালনা করেছেন রব মার্শাল এবং চিত্রনাট্য চলচ্চিত্র উপযোগী করেছেন বিল কনডন। ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন রানে জেলওয়েগার, ক্যাথরিন জিটা-জোন্স ও রিচার্ড গিয়ার। ভেলমা কেলি (জিটা-জোন্স) একজন ভডেভিল অভিনেত্রী এবং রক্সি হার্ট (জেলওয়েগার) একজন গৃহিণী। ১৯২০-এর দশকে শিকাগোর প্রেক্ষাপটে দেখানো হয় তারা দুজন খুনের দায়ে জেলে বন্দি এবং বিচারের অপেক্ষায় রয়েছেন।
শিকাগো | |
---|---|
Chicago | |
পরিচালক | রব মার্শাল |
প্রযোজক | মার্টিন রিচার্ডস |
চিত্রনাট্যকার | বিল কনডন |
উৎস | বব ফস ফ্রেড এব কর্তৃক শিকাগো মরিন ডালাস ওয়াটকিন্স কর্তৃক শিকাগো |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ড্যানি এলফম্যান জন ক্যান্ডার |
চিত্রগ্রাহক | ডিয়ন বিব |
সম্পাদক | মার্টিন ওয়ালশ |
প্রযোজনা কোম্পানি | প্রডিউসার সার্কেল কো. জ্যাডেন/মেরন প্রডাকশন্স |
পরিবেশক | মিরাম্যাক্স ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৩ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৪৫ মিলিয়ন[২] |
আয় | $৩০৬.৮ মিলিয়ন |
শিকাগো ছবিটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে প্রশংসা লাভ করে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে। ১৯৬৮ সালের অলিভার!-এর পর এটি অস্কার বিজয়ী প্রথম সঙ্গীতধর্মী চলচ্চিত্র।
কুশীলব
সম্পাদনা- রানে জেলওয়েগার - রক্সি হার্ট
- ক্যাথরিন জিটা-জোন্স - ভেলমা কেলি
- রিচার্ড গিয়ার - বিলি ফ্লিন
- কুইন লতিফা - "মামা" মর্টন
- জন সি. রেইলি - অ্যামস হার্ট
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CHICAGO (12A)"। বিবিএফসি। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Chicago (2002)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ মিচেল, এলভিস (২৭ ডিসেম্বর ২০০২)। "FILM REVIEW; 'Chicago,' Bare Legs And All, Makes It To Film"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শিকাগো (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে শিকাগো
- বক্স অফিস মোজোতে শিকাগো (ইংরেজি)
- মেটাক্রিটিকে শিকাগো (ইংরেজি)
- রটেন টম্যাটোসে শিকাগো (ইংরেজি)