দ্য ফাইটার
দ্য ফাইটার (ইংরেজি: The Fighter, অনুবাদ 'যোদ্ধা') ডেভিড ও. রাসেল পরিচালিত ২০১০ সালের মার্কিন জীবনীভিত্তিক ক্রীড়াধর্মী নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ (তিনি এই চলচ্চিত্রটি প্রযোজনাও করেছেন), ক্রিশ্চিয়ান বেল, অ্যামি অ্যাডামস ও মেলিসা লিও। চলচ্চিত্রটির গল্প পেশাদার মুষ্টিযোদ্ধা মিকি ওয়ার্ড (ওয়ালবার্গ) ও তার সৎ বড় ভাই ডিকি একলান্ডকে (বেল) ঘিরে আবর্তিত হয়। অ্যাডামস মিকির বান্ধবী শার্লিন ফ্লেমিং এবং লিও মিকি ও ডিকির মা অ্যালিস একলান্ড-ওয়ার্ড চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি একলান্ড-ওয়ার্ড পরিবারকে কেন্দ্র করে নির্মিত হাই অন ক্র্যাক স্ট্রিট: লস্ট লাইভস ইন লোয়েল শীর্ষক ১৯৫৫ সালের একটি প্রামাণ্যচিত্র থেকে অনুপ্রাণিত।[১]
চলচ্চিত্রটির ২০১০ সালের ১৭ই ডিসেম্বর উত্তর আমেরিকার নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে এবং ২০১১ সালের ৪ঠা ফেব্রুয়ারি যুক্তরাজ্যে মুক্তি পায়।[২] এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনাসহ সাতটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে, এবং বেল শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও লিও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন। চলচ্চিত্রটি ১৯৮৬ সালের হ্যানা অ্যান্ড হার সিস্টার্স চলচ্চিত্রের পর প্রথমবার এই দুটি বিভাগে পুরস্কার অর্জন করে।
কুশীলব
সম্পাদনা- মার্ক ওয়ালবার্গ - মিকি ওয়ার্ড
- ক্রিশ্চিয়ান বেল - ডিকি একলান্ড
- অ্যামি অ্যাডামস - শার্লিন ফ্লেমিং, ওয়ার্ডের বান্ধবী ও পরবর্তীকালে স্ত্রী।[৩]
- মেলিসা লিও - অ্যালিস একলান্ড-ওয়ার্ড, মিকি, ডিকি ও তাদের সাত ভাইবোনের মাতা।
- জ্যাক ম্যাকগি - জর্জ ওয়ার্ড, মিকির পিতা
- ফ্র্যাঙ্ক রেনজুলি - স্যাল লানানো
- মিকি ওকিফ - স্বয়ং, ম্যাসাচুসেট্সের লোয়েলের পুলিশ সার্জেন্ট
- জিনা লামিয়া - শেরি "দ্য বেবি" ওয়ার্ড
- বিয়াঙ্কা হান্টার - ক্যাথি "পোর্ক" একলান্ড
- এরিকা ম্যাকডারমট - সিন্ডি "টার" একলান্ড, মিকি ও ডিকির বোন[৪]
- শুগার রে লিওনার্ড - স্বয়ং
- কেট ওব্রায়েন - ফিলিস একলান্ড, মিকির বোন[৫]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটির প্রচারণার স্বার্থে ২০১০ সালের নভেম্বর মাসে মার্ক ওয়ালবার্গ স্পোর্টস ইলাস্ট্রেটেড ও মেন্স ফিটনেস এবং ক্রিশ্চিয়ান বেল এস্কোয়ার সাময়িকীর প্রচ্ছদে আবির্ভূত হন। চলচ্চিত্রটি দেশব্যাপী মুক্তির একদিন পূর্বে ২০১০ সালের ৯ই নভেম্বরে ম্যাসাচুসেট্সের লোয়েলে চলচ্চিত্রটির অগ্রিম দাতব্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।[৬]
হোম মিডিয়া
সম্পাদনা২০১১ সালের ১৫ই মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে দ্য ফাইটার চলচ্চিত্রটির ব্লু-রে/ডিভিডি/ডিজিটার কপির সম্মিলিত প্যাক এবং আদর্শ ডিভিডি প্রকাশিত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Watch the Real Documentary About The Characters From "The Fighter""। আইএফসি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "The Fighter Will Now Strike A Blow On December 10"। দ্য ফিল্ম স্টেজ। অক্টোবর ৩, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
- ↑ লাভেস, ফ্র্যাঙ্ক (৩ ডিসেম্বর ২০১০)। "Winning Combination: Mark Wahlberg and David O. Russell Champion 'The Fighter'"। ফিল্ম জার্নাল ইন্টারন্যাশনাল। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
- ↑ "Cindy A. Cooper - View Obituary & Service Information"। faymccabe (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
- ↑ ড্রিসকল, অ্যান (২০ ডিসেম্বর ২০১০)। "Kate O'Brien, Conan's Sister, Costars in The Fighter"। পিপল (ইংরেজি ভাষায়)। ১১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
- ↑ কিম্বল, জর্জ (২০১০-১২-০৫)। "'Fighter' more fiction than fact"। বস্টন হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে The Fighter (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে The Fighter (ইংরেজি)
- মেটাক্রিটিকে The Fighter (ইংরেজি)
- রটেন টম্যাটোসে The Fighter (ইংরেজি)