এ বিউটিফুল মাইন্ড (চলচ্চিত্র)

(আ বিউটিফুল মাইন্ড (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

আ বিউটিফুল মাইন্ড (ইংরেজি ভাষায়: A Beautiful Mind) একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পরিচালক ছিলেন রন হাওয়ার্ড। এর কাহিনী নেয়া হয়েছে ১৯৯৮ সালের পুলিৎজার পুরস্কার পাওয়া সিলভিয়া নাসার একই নামের বেস্ট সেলিং উপন্যাস থেকে।

আ বিউটিফুল মাইন্ড
থিয়েট্রিক্যাল রিলিজ পোস্টার
পরিচালকরন হাওয়ার্ড
প্রযোজকব্রায়ান গ্রেজার
রন হাওয়ার্ড
চিত্রনাট্যকারআকিভা গোল্ডসম্যান
উৎসসিলভিয়া ন্যাসার কর্তৃক 
আ বিউটিফুল মাইন্ড
শ্রেষ্ঠাংশে
সুরকারজেমস হর্নার
চিত্রগ্রাহকরজার ডিকিনস
সম্পাদকড্যানিয়েল হ্যানলি
মাইক হিল
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইউনিভার্সাল পিকচারস
(উত্তর আমেরিকা)
ড্রিমওয়ার্কস পিকচারস
(বিশ্বব্যাপী)
মুক্তি
  • ১৩ ডিসেম্বর ২০০১ (2001-12-13) (বেভারলি হিলস প্রিমিয়ার)
  • ২১ ডিসেম্বর ২০০১ (2001-12-21) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫৮ মিলিয়ন[]
আয়$৩১৩.৬ মিলিয়ন[]

কাহিনীটি অণুপ্রাণিত হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী গণিতবিদ জন ন্যাশের জীবন থেকে। মূল চরিত্রে অভিনয় করেছে রাসেল ক্রো। সংকেতলিপি নিয়ে এক গোপন কাজে গণিতবিদ জন ন্যাশের আত্মনিয়োগ করার পর দুর্বিষহ হয়ে ওঠা তার জীবন নিয়ে বায়োগ্রাফীধর্মী মুভি এটি। তিনি কয়েকজন মানুষকে দেখতে পান, তাদের সাথে কথা বলেন কিন্তু তিনি জানেন না এরা বাস্তবে নেই! একসময় কল্পপনার রাজ্যকে জয়, অতঃপর নোবেল অর্জন।

সিনেমাটি ২০০১ এর চারটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জেতে - সেরা ছবি, সেরা পরিচালক, সেরা পরিবর্তিত চিত্রনাট্য এবং সেরা পার্শ্ব অভিনেত্রী।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "A Beautiful Mind (2001)"Box Office Mojo। IMDb। সংগ্রহের তারিখ নভেম্বর ৮, ২০১০ 
  2. "74th Academy Awards"Oscars.org। ২৪ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৭, ২০০৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা