৭৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার
৭৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার হল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) কর্তৃক প্রদত্ত ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ও টেলিভিশনের সেরা কাজের স্বীকৃতি। অনুষ্ঠানটি ২০২২ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।[১] র্যাপার স্নুপ ডগ ও এইচএফপিএ'র সভাপতি হেলেন হ্যোন ২০২১ সালের ৩১শে ডিসেম্বর মনোনয়ন ঘোষণা করেন।[১][২]
৭৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার | ||||
---|---|---|---|---|
তারিখ | ৯ জানুয়ারি ২০২২[১] | |||
স্থান | দ্য বেভারলি হিল্টন, বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | |||
আলোকপাত | ||||
সর্বাধিক পুরস্কার | দ্য পাওয়ার অব দ্য ডগ সাকসেশন ওয়েস্ট সাইড স্টোরি (৩) | |||
সর্বাধিক মনোনয়ন | বেলফাস্ট দ্য পাওয়ার অব দ্য ডগ (৭) | |||
|
বেলফাস্ট ও দ্য পাওয়ার অব দ্য ডগ সর্বাধিক সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে। দ্য পাওয়ার অব দ্য ডগ, স্টিভেন স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরি এবং এইচবিওর টিভি ধারাবাহিক সাকসেশন সর্বাধিক তিনটি করে পুরস্কার অর্জন করে। এমজে রদ্রিগেজ পোজ ধারাবাহিকে ব্ল্যাঙ্কা রদ্রিগেজ-ইভানজেলিস্টা চরিত্রে অভিনয় করে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[৩] এছাড়া রেচেল জেগলার ওয়েস্ট সাইড স্টোরি চলচ্চিত্রে মারিয়া ভাস্কেস চরিত্রে অভিনয় করে প্রথম কলম্বীয় বংশোদ্ভূত অভিনেত্রী হিসেবে সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং ২০ বছর বয়সী জেগলার এই বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ী।
বিজয়ী ও মনোনীতগণ
সম্পাদনাচলচ্চিত্র
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ লিটলটন, সিনথিয়া (১৫ অক্টোবর ২০২১)। "Golden Globe Awards Set for Jan. 9 as Hollywood Foreign Press Assn. Unveils 2022 Calendar"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।
- ↑ লাত্তানজিও, রে (১৩ ডিসেম্বর ২০২১)। "Golden Globe Nominations: 'Licorice Pizza,' 'Squid Game,' 'West Side Story,' and More"। ইন্ডিওয়্যার। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।
- ↑ অসিয়েলো, মাইকেল (১০ মে ২০২১)। "Golden Globes Cancelled: NBC Scraps 2022 Ceremony As Backlash Grows"। টুডে শো। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।