ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস

ডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস (জন্ম নাম: ডায়ানা ফ্রান্সেস স্পেন্সার; জুলাই ১, ১৯৬১ - আগস্ট ৩১, ১৯৯৭) ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য। তিনি ছিলেন তৎকালীন যুবরাজ ও বর্তমান রাজা চার্লসের প্রথম স্ত্রী এবং ১৯৮১ হতে ১৯৯৭ পর্যন্ত তিনি যুক্তরাজ্যের যুবরাজ্ঞী ছিলেন। ১৯৮১ খ্রীস্টাব্দে বিবাহের পর থেকে ১৯৯৭ খ্রীস্টাব্দে মৃত্যুর পূর্ব পর্যন্ত ডায়ানাকে বলা হত পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান মহিলা। ফ্যাশন, সৌন্দর্য এবং এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তার অবদান, এবং ভূমি মাইনের বিরুদ্ধে তার আন্দোলন তাকে বিখ্যাত করেছিল। তার জীবদ্দশায় ডায়ানাকে বলা হত বিশ্বের সর্বাধিক আলোকচিত্রিত নারী

ডায়ানা
ওয়েলসের রাজকুমারী
১৯৯৭ সালে ওয়েলসের রাজকুমারী
জন্ম(১৯৬১-০৭-০১)১ জুলাই ১৯৬১
পার্ক হাউস, স্যান্ড্রিংহাম, নরফোক, ইংল্যান্ড
মৃত্যু৩১ আগস্ট ১৯৯৭(1997-08-31) (বয়স ৩৬)
Pitié-Salpêtrière হাসপাতাল, প্যারিস, ফ্রান্স
সমাধি৬ সেপ্টেম্বর ১৯৯৭
দাম্পত্য সঙ্গীচার্লস, প্রিন্স অব ওয়েলস (বি. ১৯৮১; বিচ্ছেদ. ১৯৯৬)[]
বংশধর
পূর্ণ নাম
ডায়ানা ফ্রান্সেস[]
রাজবংশ
পিতাজন স্পেন্সার, ৮ম আর্ল স্পেন্সর
মাতাফ্রান্সেস শ্যান্ড কায়ড
ধর্মচার্চ অফ ইংল্যান্ড (প্রোটেস্টেন্টবাদ)
স্বাক্ষরডায়ানা, প্রিন্সেস অব ওয়েলস স্বাক্ষর

১৯৮১ খ্রীস্টাব্দে বিবাহের পর থেকে ১৯৯৬ খ্রীস্টাব্দে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত তাকে হার রয়াল হাইনেস দি প্রিন্সেস অফ ওয়েল্‌স বলে সম্বোধন করা হত। এর পরে রাণী দ্বিতীয় এলিজাবেথের আদেশক্রমে তাকে শুধু ডায়ানা, প্রিন্সেস অফ ওয়েল্‌স বলে সম্বোধনের অনুমতি দেয়া হয়। তার পুত্র রাজপুত্র উইলিয়াম ও হ্যারি, ব্রিটিশ মসনদের উত্তরাধিকারীদের তালিকায় যথাক্রমে প্রথম ও পঞ্চম।

আন্তর্জাতিক অঙ্গনে ডায়ানার পরিচিতি ব্যাপক। তিনি দানশীলতার জন্য খ্যাত ছিলেন। কিন্তু তার এই দাতব্য কার্যক্রম ঢাকা পড়ে যায় বিভিন্ন কেলেঙ্কারীর গুজবে, যার মধ্যে ছিল তার বিয়ে সংক্রান্ত কাহিনী। চার্লসের সাথে ডায়ানার বিয়ে সুখে-শান্তিতে কাটেনি। নব্বইয়ের দশকে ডায়ানার পরকীয়া প্রেমের কাহিনী সারা বিশ্বের পত্র-পত্রিকায় ছড়িয়ে পড়ে। চার্লসের বিশ্বাসঘাতকতাসহ নানা কারণে অবশেষে ১৯৯৬-এ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

১৯৯৭ খ্রীস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে ডায়ানা ও তার তখনকার প্রেমিক দোদি ফায়েদ এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন।

পাদটীকা

সম্পাদনা
  1. রাজকীয় উপাধি হিসাবে, ডায়ানা কোন উপাধি ব্যবহার করেননি। যখন তিনি বিবাহিত ছিলেন তখন একটি উপাধি ব্যবহার করা হয়েছিল, সেটি ছিল মাউন্টব্যাটেন-উইন্ডসর। ফেব্রুয়ারী ১৯৬০ সালের অক্ষর পেটেন্ট অনুযায়ী, অফিসিয়াল পারিবারিক নাম "উইন্ডসর"।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Life of Diana, Princess of Wales 1961–1997: Separation And Divorce"। BBC। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা