শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চিত্রনাট্যের জন্য প্রদান করা হয়। ১৯৪৮ সালে ৫ম গোল্ডেন গ্লোব পুরস্কার আয়োজন থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে। ১৯৫৩ থেকে ১৯৫৮ সালের চলচ্চিত্রের জন্য কোন পুরস্কার প্রদান করা হয় নি এবং ১৯৪৭ ও ১৯৪৮ সালের বিজয়ীদের বাইরে কোন মনোনীতদের নাম পাওয়া যায় নি।

শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২২-এর বিজয়ী: জাস্টিন হারউইৎস
বিবরণচলচ্চিত্রের সেরা মৌলিক সুর রচনার জন্য
অবস্থানযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৮
সর্বশেষ পুরস্কৃত২০২৩
বর্তমানে আধৃতজাস্টিন হারউইৎস
ব্যাবিলন (২০২২)
ওয়েবসাইটgoldenglobes.com

ম্যাক্স স্টাইনার লাইফ উইথ ফাদার (১৯৪৬) চলচ্চিত্রের সুর রচনার জন্য প্রথমবার এই পুরস্কার জিতেন। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী জাস্টিন হারউইৎজ ব্যাবিলন (২০২২) চলচ্চিত্রের সুর রচনার জন্য এই পুরস্কার অর্জন করেন।[]

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী সুরকারদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সম্পাদনা
 
জন উইলিয়ামস জস (১৯৭৫), স্টার ওয়ার্স (১৯৭৭), ইটি দি এক্সট্রা-টেরেস্ট্রিয়াল (১৯৮২), এবং মেমোয়ার্স অব আ গেইশা (২০০৫)-এর জন্য চারবার পুরস্কৃত হন।
 
জন ব্যারি আউট অব আফ্রিকা (১৯৮৫)-এর জন্য পুরস্কৃত হন।
 
এননিও মোররিকোনে দ্য মিশন (১৯৮৬), দ্য লেজেন্ড অব নাইন্টিন নাইন্টি (১৯৯৯) ও দ্য হেটফুল এইট (২০১৫)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
 
অ্যালান মেনকেন দ্য লিটল মারমেইড (১৯৮৯), বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৯১) ও আলাদিন (১৯৯২)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
 
হান্স জিমার দ্য লায়ন কিং (১৯৯৪), গ্ল্যাডিয়েটর (২০০০) ও ডিউন (২০২১)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
 
হাওয়ার্ড শোর দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং (২০০৩) ও দি অ্যাভিয়েটর (২০০৪)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
আলেকসঁদ্র দেসপ্লা দ্য পেইন্টেড ভেইল (২০০৬) ও দ্য শেপ অব ওয়াটার (২০১৭)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।

১৯৪৭-১৯৬০

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র.
১৯৪৭ লাইফ উইথ ফাদার ম্যাক্স স্টাইনার []
১৯৪৮ দ্য রেড শুজ ব্রায়ান ইসডেল []
১৯৪৯ দি ইনস্পেক্টর জেনারেল জনি গ্রিন []
অল দ্য কিংস মেন লুইস গ্রুয়নবার্গ
১৯৫০ সানসেট বুলেভার ফ্রানৎস ভাক্সমান []
আ লাইফ অব হার ওন ব্রনিস্লাভ কাপের
ডেস্টিনেশন মুন লিথ স্টিভেন্স
১৯৫১ সেপ্টেম্বর অ্যাফেয়ার ভিক্টর ইয়াং []
দ্য ওয়েল দিমিত্রি তিয়োমকিন
দ্য ডে দি আর্থ স্টুড স্টিল বার্নার্ড হারমান
১৯৫২ হাই নুন দিমিত্রি তিয়োমকিন []
আইভানহো মিকলোশ রোজা
দ্য কোয়ায়েট ম্যান ভিক্টর ইয়াং
১৯৫৩-১৯৫৮ কোন পুরস্কার দেওয়া হয়নি
১৯৫৯ অন দ্য বিচ আর্নেস্ট গোল্ড []
১৯৬০ দি আলামো দিমিত্রি তিওমকিন []
এক্সোডস আর্নেস্ট গোল্ড
দ্য ওয়ার্ল্ড অব সুজি ওং জর্জ ডানিং
পিপ জনি গ্রিন
স্পার্টাকাস আলেক্স নর্থ

২০২০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র.
২০২০ টেনেট লুডভিগ গোরানসন [১০]
নিউজ অব দ্য ওয়ার্ল্ড জেমস নিউটন হাওয়ার্ড
ম্যাংক অ্যাটিকাস রস, ট্রেন্ট রেজনর
দ্য মিডনাইট স্কাই আলেকসঁদ্র দেসপ্লা
সৌল জন বাতিস্তে, অ্যাটিকাস রস, ট্রেন্ট রেজনর
২০২১ ডিউন হান্স জিমার [১১]
এনকান্টো জার্মেইন ফ্রাঙ্কো
দ্য পাওয়ার অব দ্য ডগ জনি গ্রিনউড
দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ আলেকসঁদ্র দেসপ্লা
প্যারালাল মাদার্স আলবের্তো ইগ্লেসিয়াস
২০২২ ব্যাবিলন জাস্টিন হারউইৎস [১২]
উইমেন টকিং হিলদুর গুদনাদোত্তির
গিয়ের্মো দেল তোরোর পিনোচ্চিও আলেকসঁদ্র দেসপ্লা
দ্য ফেবলম্যান্স জন উইলিয়ামস
দ্য ব্যানশিস অব ইনিশেরিন কার্টার বারওয়েল

একাধিকবার বিজয়ী

সম্পাদনা
৪ বার
৩ বার
২ বার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  2. "Winners & Nominees 1948"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  3. "Winners & Nominees 1949"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  4. "Winners & Nominees 1950"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  5. "Winners & Nominees 1951"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  6. "Winners & Nominees 1952"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  7. "Winners & Nominees 1953"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  8. "Winners & Nominees 1960"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  9. "Winners & Nominees 1961"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  10. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১ 
  11. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১ 
  12. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা